রাধাচূড়া ফুলের কিছু ফটোগ্রাফি।

in hive-144064 •  10 months ago 

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো । আমিও ভালো আছি।

আজকে নতুন একটি ফটোগ্রাফি মূলক পোস্টে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে রাধাচূড়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। সত্যি কথা বলতে, এই ফুলের নাম যে রাধাচূড়া ফুল তা আমি জানতাম না। এই ফুল দেখতে অনেকটা কৃষ্ণচূড়া ফুলের মত। তাই প্রথমে ভেবেছিলাম কৃষ্ণচূড়া ফুল হবে। তবে পরে গুগল সার্চের মাধ্যমে জানতে পারলাম এগুলোকে রাধাচূড়া ফুল বলে। এই ফুলগুলোর আমি যখন ফটোগ্রাফি করেছিলাম তখন আমি বাংলাদেশ ভ্রমনে ছিলাম। বাংলাদেশের খুলনা শহরে আমি বেশ কিছুদিন ছিলাম। আমি যে এলাকাতে ছিলাম, সেই এলাকার রাস্তার পাশে প্রচুর পরিমাণে এই গাছ লাগানো ছিল। সৌন্দর্য বর্ধনের জন্য মূলত এই গাছগুলো লাগিয়েছিল রাস্তার পাশে । এইসব ছোট ছোট গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল। এই ফুল কয়েকটি কালারের দেখতে পেয়েছিলাম। তার মধ্যে লাল, হলুদ এবং একটি মিশ্র কলারেরও দেখতে পেয়েছিলাম। আজকে তোমাদের সাথে হলুদ রাধাচূড়া ফুলের কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম। ফুলগুলো যেহেতু রাস্তার একদম পাশেই ছিল, সেই জন্য ফুল গুলোর উপর এবং গাছের উপর বেশ ধুলোবালি পড়েছিল। তারপরও এসবের মধ্যে ফুলগুলোর সুন্দরভাবে ফুটে উঠেছিল। যাইহোক, ফটোগ্রাফি গুলো নিচে দেখে নেওয়া যাক।

InShot_20240203_113934864.jpg

InShot_20240203_112850603.jpg

InShot_20240203_112916418.jpg

InShot_20240203_112612475.jpg


ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
স্থান: খুলনা, বাংলাদেশে।





বন্ধুরা, আজকে শেয়ার করা রাধাচূড়া ফুলের কিছু ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

Flowers that grow abundantly.

Thanks for your comment brother.

রাধা চূড়া ফুল আমার খুব পছন্দের ফুল। আপনার মাধ্যমে রাধা চূড়া ফুল গুলো দেখতে পেয়ে খুবই ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো আপনি দারুণভাবে নিয়ে শেয়ার করলেন।

ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।