বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে ফল কেনাকাটা নিয়ে কিছু কথা শেয়ার করবো। আসলে ফল খাওয়া আমাদের জন্য অনেক জরুরী এই বিষয়টা তোমরা সবাই জানো। আমাদের নিয়মিত ফল খাওয়ার জন্য ডাক্তাররা বলে থাকে। তবে আমরা কিন্তু সাধারণত তেমন ভাবে ফল খাই না। তাছাড়া অনেক সময় ফলের দামও অনেক বেশি থাকার কারণে অনেকে খেতে পারে না। প্রত্যেক মৌসুমে আমাদের মৌসুম অনুযায়ী আসলেই ফল খাওয়া উচিত। আমি মাঝে মাঝে চেষ্টা করি, এই ফলগুলো কিনে খাওয়ার জন্য। আমাদের এখানে ফলের অনেক দোকান রয়েছে। তবে আমার এখানে এক পরিচিত দোকান রয়েছে বারাসাত। সেখানে অবশ্য একটু কম দামে ফল পাওয়া যায়। তাই বেশ কিছুদিন আগে সেখানে গেছিলাম কিছু ফল কেনার জন্য। বাড়ি থেকে আমাকে আপেল, আম, পেঁপে এসব নিয়ে যাওয়ার জন্য আগে থেকেই বলে দিয়েছিল। সেই অনুযায়ী আমার পরিচিত দোকানে গিয়ে সেই ফলগুলো আমি কিনে নিই। অন্যান্য দোকানে যে দামে বিক্রি হয় তার থেকে প্রায় দশ শতাংশ কমে আমি এখান থেকে কিনতে পারি ফল। সেই জন্যই আমি নিয়মিত এই জায়গা থেকে ফল কিনে থাকি। তাছাড়া এই দোকানের ফলের কোয়ালিটিও আমার কাছে বেশ ভালো লাগবে। তোমরা ফটোগ্রাফি গুলা দেখলে এই ফলগুলো কতটা তরতাজা রয়েছে সেটা বুঝতে পারবে। যাইহোক,ফল কিনতে গিয়ে সেই দোকান থেকে কিছু ফটোগ্রাফিও করে নিয়েছিলাম। সেইগুলোই এই ব্লগে শেয়ার করলাম।
পোস্ট বিবরণ
catagory | life style |
device | Samsung Galaxy M31s |
photographer | @ronggin |
location | Barasat, North 24 parganas, West Bengal |
বন্ধুরা, আজকের এই ব্লগ টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।
🌷🌷 সমাপ্ত 🌷🌷
I am really inspired by this photograph. The photographer's skill is evident in every piece. Best wishes for you.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much for your comment brother .
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit