ক্লে দিয়ে একটি সূর্যমুখী ফুল তৈরি (Making a sunflower out of clay)

in hive-144064 •  3 months ago 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা আজকের ব্লগে তোমাদের সাথে আমি একটি ডাই পোস্ট শেয়ার করবো। আজকের ডাই টি আমি মূলত ক্লে দিয়ে তৈরি করেছি। ক্লে দিয়ে অনেক ধরনের জিনিসই তৈরি করা যায়। আজকে আমি ক্লে দিয়ে একটি সূর্যমুখী ফুল তৈরি করেছি। ডাইটি তৈরি করতে যদিও আমার খুব বেশি সময় লাগেনি। কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হয়েছে আমার এই ডাইটি তৈরি করার ক্ষেত্রে। কারন ক্লে দিয়ে কাজ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করেই কাজগুলো করতে হয়। যাইহোক, আজকের এই ডাইটি আমি কেমন করে তৈরি করেছি তা ধাপে ধাপে নিচে শেয়ার করলাম। তাহলে আর কথা না বাড়িয়ে আমার শেয়ার করা ডাই টি নিচে দেখে নেওয়া যাক।

InShot_20240920_220218659.jpg



প্রয়োজনীয় উপকরণ:

● বিভিন্ন কালারের ক্লে

20240920_122644.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে, একটি খয়েরি কালারের ক্লে দিয়ে ফুলের ভেতরের অংশ তৈরি করে নিলাম।

20240920_122846.jpg20240920_122941.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে, হলুদ কালারের ক্লে এর সাহায্যে ফুলের পাপড়ি গুলো তৈরি করে নিলাম।

20240920_123025.jpg20240920_124049.jpg20240920_124421.jpg

তৃতীয় ধাপ

এবার কালো কালারের ক্লে এর সাহায্যে ফুলের ভিতরে চোখ ও মুখ তৈরি করে নিলাম।

20240920_124518.jpg20240920_124737.jpg

চতুর্থ ধাপ

এই ধাপে, খয়েরি কালারের ক্লে দিয়ে ফুলের ডাল তৈরি করে তাতে সবুজ কালারের ক্লে এর সাহায্যে পাতা তৈরি করে নিলাম।

20240920_125043.jpg20240920_125158.jpg
20240920_125231.jpg20240920_125956.jpg

InShot_20240920_220218659.jpg


🖌️Post Description🖌️

Catagorydiy
DeviceSamsung Galaxy M31s
Diy maker@ronggin
LocationBarasat, North 24 Parganas, West Bengal.
বন্ধুরা, আজকে শেয়ার করা এই ডাই টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

cio98SvSTP7QaiU3Xg73FheCLc8G566BypsFZSuwnyhJ2vi1d2fLSThpwt2y3LTW9wRFUm1GD9mXqYaiaKJMgAnwad8qT68PBPyDbmxM14...BB1pas9ahuyziuvP9sas1buEgLMDu1YJW1Vb7RDmPqS8wgd9Ys8jToQqmjiwoFYg6WaYaaKRK3ymCQA9QQVDjG7kUdBpovUsp1AmyswvAncjjkLXZaELUGfF7.webp

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

ক্লে দিয়ে একটি সূর্যমুখী ফুল তৈরি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমার শেয়ার করা এই ডাই এর প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।