মাশরুমের (mushroom) একটি ম্যান্ডেলা আর্ট ● ● [ 10% to beautycreativity]

in hive-144064 •  4 months ago 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি আর্ট শেয়ার করবো। এটি একটি ম্যান্ডেলা আর্ট। আমাদের এই কমিউনিটিতে আমি খুব বেশি আর্ট শেয়ার করেছি, সেটা বলবো না। তবে এখন থেকে চেষ্টা করছি, নিয়মিত আর্ট শেয়ার করার। আসলে বিভিন্ন ধরনের আর্ট করতে আমার খুবই ভালো লাগে। তবে অধিকাংশ সময়ই আমি ম্যান্ডেলা আর্টই বেশি করি। কারণ এই আর্ট গুলো আমার অনেক ভালো লাগে। ম্যান্ডেলা আর্টের ভিতরে ডিজাইনগুলো করতে যদিও অনেক সময়ের প্রয়োজন পড়ে। তবে যেহেতু কাজটা করতে আমি ভালোবাসি। তাই কষ্ট হলেও এই কাজটি আমি করে থাকি। সাদাকালো এবং রঙিন ম্যান্ডেলা এই দুই ধরনের করে থাকি। বেশ কিছুদিন আগে একটি সাদা কালো ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছিলাম। আর আজকের এই ব্লগে আমি একটি রঙিন ম্যান্ডেলা আর্ট শেয়ার করলাম, যেটি একটি মাশরুমের আর্ট। অনেকে আবার মাশরুম খেতে খুব পছন্দ করে, তারা অবশ্যই এই আর্টটি অনেক পছন্দ করবে। যাইহোক, আর্টটি আমি কেমন করে অঙ্কন করেছি, তার স্টেপগুলো নিচে শেয়ার করলাম।

InShot_20240911_164141453.jpg



প্রয়োজনীয় উপকরণ:

●সাদা আর্ট পেপার
●বিভিন্ন কালারের স্কেচ পেন
●কালো জেল পেন
●পেন্সিল

20240911_113706.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে, পেন্সিলের সাহায্যে মাশরুমের চিত্রটি অঙ্কন করে নিয়ে কালো জেল পেনের সাহায্যে তা হাইলাইটস করে নিলাম।

InShot_20240911_163608505.jpgInShot_20240911_163924838.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে, মাশরুমের উপরের অংশটিতে কিছু অর্ধবৃত্ত অঙ্কন করে নিলাম।

InShot_20240911_163327723.jpg

তৃতীয় ধাপ

এখন প্রথম চারটি অর্ধ বৃত্তের মধ্যে কালো জেল পেনের সাহায্যে কিছু ডিজাইন অঙ্কন করে নিয়ে বিভিন্ন কালারের স্কেচ পেনের সাহায্যে তা কালার করে নিলাম।

InShot_20240911_163542597.jpg

চতুর্থ ধাপ

এই ধাপে আরও বাকি যে অর্ধবৃত্তগুলো রয়েছে তাতে কালো জেল পেনের সাহায্যে ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইন করে নিয়ে বিভিন্ন কালারের স্কেচ পেনের সাহায্যে কালার করে নিলাম।

InShot_20240911_163717502.jpgInShot_20240911_163837958.jpg

পঞ্চম ধাপ

এবার সবশেষে চিত্রের নিচে নিজের নাম লিখে চিত্র অঙ্কনের কাজ সম্পন্ন করলাম।

InShot_20240911_163645317.jpgInShot_20240911_163512499.jpg

InShot_20240911_164141453.jpg


🖌️Post Description🖌️

CatagoryArt
DeviceSamsung Galaxy M31s
Artist@ronggin
LocationBarasat, North 24 Parganas, West Bengal.
বন্ধুরা, আজকে শেয়ার করা এই আর্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Grandpa today you shared a very nice Mandela art. Mandela Art has been nice to see.

Thank you so much for your comment apu.