দুটি ভিন্ন প্রকারের লাল জবা ফুলের কিছু ফটোগ্রাফি || 05 /06/2022 || 10% Beneficial to @boc

in hive-144064 •  2 years ago 

বন্ধুরা ,

সবাই তোমরা কেমন আছো ? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো । প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছো।
সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি।
আজকের ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগিংএ আমি তোমাদের সাথে দুটি ভিন্ন প্রকারের লাল জবা ফুলের কিছু ফটোগ্রাফি শেয়ার করব।

আমার ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো রয়েছে মাঝে মাঝেই সেগুলোর কিছু ফটোগ্রাফি তোমাদের সাথে শেয়ার করি তোমরা নিশ্চয়ই তা খেয়াল করেছো। এর আগের কয়েকটি ব্লগে আমি তোমাদের সাথে কয়েকটি ভিন্ন টাইপের হলুদ জবা ফুলের ফটোগ্রাফি, সাদা জবা ফুলের ফটোগ্রাফি এবং কিছু জবা ফুলের কুঁড়ির ফটোগ্রাফি শেয়ার করেছিলাম কিন্তু এর আগে কখনো তোমাদের সাথে লাল জবা ফুলে ফটোগ্রাফি আমি শেয়ার করিনি । এই ফটোগ্রাফি গুলো কিছুদিন আগেই তোলা হয়েছিল ছাদে গিয়ে একটু টাইম কাটানো সময় কিন্তু তখন আর শেয়ার করা হয়নি। তাই আজ ভাবলাম ফটোগ্রাফগুলো তোমাদের সবার সাথে শেয়ার করি।

লাল জবা ফুল খুবই কমন একটি ফুল । এই ফুল সবাই চেনে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে এই ফুল চেনে না।
এই ফুলের তেমন কোন ঘ্রাণ না থাকায় অনেকেই হয়তো এই ফুল পছন্দ করবে না কিন্তু এই ফুল হিন্দু ধর্মালম্বী মানুষের সব প্রকার পুজোতে ব্যবহার করা হয় । বিশেষ কিছু পুজোর জন্যে এই ফুলকে খুবই পবিত্র মনে করা হয়।

প্রথম প্রকার

InShot_20220605_113259903.jpg
camera: SAMSUNG
model: SM-M317F
photographer: @ronggin
location: The roof of the house

InShot_20220605_111825755.jpg

InShot_20220605_111913792.jpg

InShot_20220605_111804311.jpg

InShot_20220605_111704835.jpg

দ্বিতীয় প্রকার

InShot_20220605_111549030.jpg

InShot_20220605_111525346.jpg
camera: SAMSUNG
model: SM-M317F
photographer: @ronggin
location: The roof of the house

InShot_20220605_111245748.jpg

InShot_20220605_112014536.jpg

InShot_20220605_111437172.jpg

InShot_20220605_111616853.jpg
camera: SAMSUNG
model: SM-M317F
photographer: @ronggin
location: The roof of the house

InShot_20220605_112040257.jpg

InShot_20220605_112137368.jpg

InShot_20220605_112107073.jpg

বন্ধুরা, আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও ।দুটি ভিন্ন প্রকার লাল জবা ফুলের ফটোগ্রফি গুলো কেমন লাগলো তা জানাতে ভুলো না। যাই হোক সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ । সবাই ভালো থাকো ,সুস্থ থাকো ,সুন্দর থাকো, হাসিখুশি থাকো সবার জন্য এই শুভ কামনা করি।

ধন্যবাদ সবাইকে

ক্যামেরা পরিচিতি :SAMSUNG
ক্যামেরা মডেল:SM-M317F

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

জবা ফুল আমার অনেক বেশি পছন্দের। আর এই লাল লাল টকটকে জবাফুল দেখতে আসলে অনেক সুন্দর লাগছে। আর আপনি খুব সুন্দর করে ফটোগ্রাফি করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

এই জবা ফুলে তেমন কোন ঘ্রাণ না থাকায় অনেকেরই পছন্দ হয়না I আপনি অনেক পছন্দ করেন এই জবাফুল শুনে বেশ ভালো লাগলোI আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি কমেন্ট করার জন্য I

জবাফুল আমায় অনেক বেশি পছন্দের। আপনি জবাফুলের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন ।আর বিশেষ করে লাল জবাফুল অনেক সুন্দর লাগতেছে দেখতে। আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটি কমেন্ট করার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

with the red color the flower looks very beautiful

Thanks a lot.

The photography of the flowers has been very beautiful, I was really fascinated to see the good wishes.

Thank you so much brother.

অনেক সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি। সত্যিকারে দেখতে অনেক সুন্দর জবা ফুলটা।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টের জন্য।

nice concept red flower..i like some of these types..hope you always get interesting things my friend👍

Thank you so much for your valuable comment.

Bunga yang indah, saya suka-saya suka

Thank you for your comment.

তোমার share করা জবা ফুলের ফটো গুলো সত্যিই খুব সুন্দর হয়েছে। লাল জবা গুলো দেখতে বেশ ভালো লাগছে। শুভ কামনা রইলো তোমার জন্য।

image.png

Thank you very much for your valuable comment.