Hello বন্ধুরা,
তোমরা সবাই কেমন আছো ? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই অনেক সুস্থ এবং ভাল আছো ।আমিও অনেক ভালো আছি। গতকাল মানে 17 ই মার্চ 2022 আমি এবং আমার বন্ধুরা সবাই মিলে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে গেছিলাম । সকাল 11 টা থেকে শুরু করে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমরা সেখানে সময় কাটিয়ে ছিলাম । সেখানে থেকে সকালে এক রকম অভিজ্ঞতা, দুপুরে এক রকম অভিজ্ঞতা ,বিকেল এক রকম অভিজ্ঞতা এবং সন্ধ্যায় অন্যরকম অভিজ্ঞতা হয়েছিল। আজ আমি প্রথমে আমার সন্ধ্যার অভিজ্ঞতাএবং কিছু ফটোগ্রাফি দিয়ে দিয়ে আজকের এপিসোড শুরু করছি।
দুইটি মেয়ে বিভিন্ন পোজ দিচ্ছে আর একটা লোক বসে বসে ফটো তুলছে।
সন্ধ্যার অসাধারণ সুন্দর ভিক্টোরিয়া মেমোরিয়াল হল।
একদম গেটের বাইরে থেকে নেওয়া একটি ফটোগ্রাফ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এর।
ভিক্টোরিয়া মেমোরিয়াল হল টি হল রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ । এটি পশ্চিমবাংলার কলকাতায় অবস্থিত। এর স্থাপতি স্যার উইলিয়াম এমারসন। এটি তৈরি ইতালীয় রেনেসাঁ স্থাপত্য, মুঘল স্থাপত্য রীতিতে।
এটি আগাগোড়া শ্বেত পাথরের তৈরি। এর পুরোটাই শ্বেত পাথরের তৈরি হওয়ার কারণে সন্ধ্যার সময় যখন এর উপর আলো পড়ে এর সৌন্দর্য শত গুণ বৃদ্ধি পেয়ে যায়। সন্ধ্যার সময় যেহেতু এর গেট বন্ধ করে দেয় তাই এর সৌন্দর্য গেটের বাইরে থেকেই আমাদের উপভোগ করতে হয়েছিল।সন্ধ্যার সময় শতশত মানুষ এর বাইরে দাঁড়িয়ে থেকে সৌন্দর্য উপভোগ করে।আমরা গেটের বাইরে 30 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে এর সৌন্দর্য উপভোগ করেছিলাম । শত বছর ধরে এটি কলকাতার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শ্বেত পাথরের তৈরি হওয়ার কারনে এবং অসাধারণ লাইটিং এর কারণে সন্ধ্যাবেলায় এটিকে দেখলে অনেকটা তাজমহলের সৌন্দর্য মতো মনে হয়। সন্ধ্যার সময় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখলে যেন মনে হয় এটি কলকাতার মুকুট।
বন্ধুরা আজ আমি সামান্য একটু অভিজ্ঞতা ও অল্প কিছু ফটোগ্রাফি তোমাদের সাথে শেয়ার করলাম । সারাদিনের অনেক অভিজ্ঞতা হয়েছিল যেটা আমি আস্তে আস্তে পর্ব করে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভাল থাকবে আর পরবর্তীতে আমার নতুন ব্লগে সবার সাথে কথা হবে । সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
ক্যামেরা পরিচিতি: SAMSUNG
ক্যামেরা মডেল:SM-M317F
This is outstanding.... Thank you for sharing with us
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for sharing some of your photography with us.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
You are welcome brother. Thank you for staying with me
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit