আজ একটু বেরিয়ে অল্পস্বল্প খাওয়া-দাওয়া || 28/04/2022 || 10% Beneficial to @BOC

in hive-144064 •  3 years ago 

প্রিয় বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো ? আশা করি সবাই অনেক ভালো আছো । আজ আমিও অনেকটা ভালোই আছি । গত দুইদিনের ব্লগে তোমাদের সাথে আমার দাদার অসুস্থতার কথা জানিয়েছিলাম কিন্তু বর্তমানে আমার সেই দাদা বাড়িতে চলে এসেছে এবং সুস্থ আছে । সবকিছু মিলে আমরা বিপদ কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি ।

আজ আমি বাড়ি থেকে একটু বেরিয়েছিলাম আমার একটা বন্ধুর সাথে দেখা করার জন্য । আমার সেই বন্ধুটা অন্য কলেজে পড়ায় তার সাথে নিয়মিত দেখা হয়না ।
তাই বের হওয়ার আগের দিন আমরা প্লান করি যে আজ আমরা একটু বেরিয়ে কোন রেস্টুরেন্টে গিয়ে অল্পস্বল্প কিছু খাওয়া-দাওয়া করব । তখন খাওয়া-দাওয়ার সাথে আমাদের দেখা হয়ে যাবে আবার আড্ডা দেওয়াও হয়ে যাবে ।

IMG20220324121558.jpg

20220428_121311.jpg

20220415_160959.jpg

যেহেতু ট্রেনে করে আমার বন্ধুর সাথে দেখা করতে যেতে হবে সেইজন্য আমরা দুপুরের টাইমটা বেছে নি । আমরা দুজনেই প্ল্যান করি দুপুরের দিকে বের হব কারণ সকালের দিকে এবং বিকেলের দিকে ট্রেনে অনেকটা ভিড় থাকে । যাইহোক দুপুরের দিকে মাথায় ছাতা নিয়ে এই প্রচন্ড গরমের মধ্যে স্টেশনের অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয় কারণ ট্রেন আসতে কিছুটা দেরি করছিল । স্টেশনে আসার পর স্টেশন অনেকটাই ফাঁকা ছিল এবং ট্রেন আসতে দেরি হওয়ায় আমি স্টেশনের পাশে বড় একটা কদম গাছের নিচে গাছের ছায়ায় গিয়ে দাঁড়িয়ে থাকি। এই প্রচন্ড দুপুরের রোদ থেকে গাছের শীতল ছায়া অনেকটা প্রশস্তি দিচ্ছিল । গাছের ছায়ায় দাড়িয়ে থাকতে থাকতে কয়েকটি ফটোগ্রাফিও করে নি তার মধ্যে দুটি ফটোগ্রাফ তোমাদের সাথে শেয়ার করেছি।

20220428_121627.jpg

20220428_121620.jpg

কিছু সময় পর ট্রেন চলে আসে । ট্রেনে করে কাঙ্খিত প্লাটফর্মে পৌঁছে যাই অল্প সময়ের মধ্যেই । আমার বন্ধু স্টেশনে আমার জন্য দাঁড়িয়েছিল । তারপর সেই জায়গা থেকে অটো করে আমাদের প্ল্যান করা সেই রেস্টুরেন্টে যাই। সেই রেস্টুরেন্টের নাম ছিল "MAYA" । খুবই গোছানো একটা রেস্টুরেন্টে ছিল সেটি । রেস্টুরেন্টটি খুব একটা বড় ছিল না আবার ছোটও ছিল না মাঝারি সাইজের ছিল। ওই দুপুরের টাইমে কোনো ভিড়ই ছিল না রেস্টুরেন্টে।পুরো রেস্টুরেন্টে ফাঁকা ছিল।

আমরা রেস্টুরেন্টে গিয়ে প্রথমে দুজনে কফি অর্ডার করে খাই। তারপর দুজনে দুটি চিকেন রোল অর্ডার করি। তারপর আইসক্রিম অর্ডার করে খাই এবং সবশেষে আমরা দুজনে তিনটি ভিন্ন ফ্লেভারের কোলড্রিংস অর্ডার করে , আইসক্রিম খাওয়া শেষে সেটা আমরা আস্তে আস্তে ইনজয় করি খাই এবং অনেকটা সময় সেখানে বসে আড্ডা গল্প করি।

রেস্টুরেন্ট এর মধ্যে ঢুকে , রেস্টুরেন্ট এর ভিতরের কিছু ফটোগ্রাফি নিয়েছিলাম তারপর আমাদের খাবারগুলো খাওয়া শুরু করার আগে সেগুলোর কিছু ফটোগ্রাফি করে নি । সেই সব ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এখন।

20220423_142006.jpg

20220423_141459.jpg

20220423_141505.jpg

IMG-20220324-WA0001.jpg

IMG-20220324-WA0002.jpg

20220423_141141.jpg

20220423_140511.jpg

বন্ধুরা , আজ একটা বন্ধুর সাথে দেখা করা, অনেকটা সময় আড্ডা দেওয়া, রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া সবকিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ব্লগটা টা কেমন লাগলো অবশ্যই জানিও । তোমাদের এরকম বন্ধুদের সাথে দেখা করার গল্প থাকলে কমেন্ট করে জানাতে পারো । সবাই অনেক অনেক ভালো থাকো ,সুস্থ থাকো, সুন্দর থাকো, নিজের পরিবার নিয়ে আনন্দে থাকো । সবার জন্য শুভকামনা রইল ।

ধন্যবাদ সবাইকে

ক্যামেরা পরিচিতি :SAMSUNG
ক্যামেরা মডেল:SM-M317F

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পোস্টটি পরে অনেক ভালো লাগলো। খুব সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন দেখছি। আমাদের সাথে শেয়ার করার জন‍্য ধন্যবাদ আপনাকে

আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য

image.png
এই ফটোটা খুব সুন্দর হয়েছে। তবে বাকি ফটো গুলোও কিন্তু খারাপ বলা যাবে না। ওই গুলোও অনেক সুন্দর। আর উপস্থাপনা এর কথা না বললেই নয়। এত সুন্দর করে উপস্থাপন করতে খুব কম লোকজন পারে। তোমার পোস্ট গুলো থেকে অনেক নতুন নতুন তথ্য জানা যায়। আগের পোস্ট গুলো আমি পড়েছি। খুব সুন্দর লেখো তুমি। ধন্যবাদ এত সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

এত বড় করে গুছিয়ে কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

প্রথমেই অনেক শুভেচ্ছা জানাচ্ছি , আমাদের সাথে এত সুন্দর একটা গল্প এবং ছবি পোস্ট করার জন্য ! আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি । দাদার জন্য ও শুভকামনা রইল । এরকম সাজানো গোছানো পোস্ট সবারই ভালো লাগে । ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট করার জন্য

অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কমেন্ট করার জন্য.

I like the food and drinks that you show friends, thank you for sharing.

Thank you brother.