একটি ম্যান্ডেলার চিত্রাংকন || boc|| Date: 10/08/2022|| 10% Beneficial to @boc

in hive-144064 •  2 years ago 

হ্যালো বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।

আজ আমি তোমাদের সাথে আমার অঙ্কন করা একটি চিত্রাংকন শেয়ার করতে যাচ্ছি। এটি একটি ম্যান্ডেলা এর চিত্র অংকন। আমি কেমন করে এই ম্যান্ডেলা চিত্রটি অঙ্কন করেছি তা ধাপে ধাপে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের শেয়ার করা ম্যান্ডেলাটি তোমাদের ভালো লাগবে।

20220729_160523.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● সাদা খাতা
● পেন্সিল
● রাবার
● কালো কালারের পেন
● স্কেল
● জ্যামিতিক কম্পাস

20220730_165436.jpg

●○● প্রথম ধাপ ●○●

প্রথমে পেন্সিল দিয়ে স্কেলের সাহায্য নিয়ে একটি দাগ টেনে নিলাম এবং এই দাগ সংলগ্ন করে দাগের দুই পাশে দুটি অর্ধবৃত্ত অঙ্কন করে নিলাম জ্যামিতিক কম্পাস ব্যাবহার করে।

20220729_122713.jpg

●○●দ্বিতীয় ধাপ ●○●

এবার দুই পাশের অর্ধ বৃত্তের মধ্যে আরও অনেকগুলো ছোট ছোট অর্ধবৃত্ত অঙ্কন করে নিলাম।
20220729_123143.jpg

●○● তৃতীয় ধাপ ●○●

কলমের সাহায্যে অংকন করা অর্ধ বৃত্তগুলোকে হাইলাইটস করে নিলাম এবং আরো কয়েকটি ছোট অর্ধবৃত্ত অঙ্কন করলাম এই ধাপে।
20220729_125155.jpg

●○● চতুর্থ ধাপ ●○●

সবথেকে ছোট যে অর্ধবৃত্তগুলো রয়েছে তার কয়েকটির মধ্যে ছোট ছোট ডিজাইন করে নিলাম কলম দিয়ে।
20220729_133552.jpg

●○● পঞ্চম ধাপ ●○●

ডিজাইন করা ছোট অর্ধ বৃত্ত থেকে আরো বড় যে অর্ধবৃত্তগুলো রয়েছে তার কয়েকটির মধ্যে ডিজাইন করে নিলাম ।
20220729_145907.jpg

●○● ষষ্ঠ ধাপ ●○●

সর্বশেষ এই ধাপে এসে বাকি যে অর্ধবৃত্তগুলো ছিল সবগুলোতে কলমের সাহায্যের ডিজাইন করে দিলাম এবং চিত্র অংকন শেষে চিত্রের নিচে নিজের নাম লিখে দিলাম। এভাবে আমি আজকের শেয়ার করা ম্যান্ডেলার চিত্রাংকনটি সম্পন্ন করলাম।
20220729_160523.jpg

বন্ধুরা আজকের শেয়ার করা ম্যান্ডেলার চিত্রাংকনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you very much for making a wonderful drawing with Fensil.

Thanks for your comment.

আপনি খুব সুন্দর ড্রয়িং করেছেন। সত্যি আপনার হাতের কাজের তুলনা হয় না। আমার ভীষণ ভালো লেগেছে।

এত সুন্দর করে প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

It is so good to see.Thank you so much for sharing this mandela.

Thanks for your valuable feedback,.

অনেক সুন্দর হয়েছে আজকের আপনার পোস্টটি। আমার ভীষণ ভালো লেগেছে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনি অনেক সুন্দর করে ম্যান্ডেলার চিত্রাংকন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে শেয়ার করার জন্য।

চিত্রাংকনের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

খাতা পেন্সিল এ অসাধারণ ক্রিয়েটিভিটি দিয়ে খুব সুন্দর মান্ডালা ড্র করেছেন। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।

ওয়াও, খুবই সুন্দর একটি মেন্ডেলা আর্ট করেছেন। অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। উপস্থাপনাটি ছিল খুব চমৎকার। ধন্যবাদ শেয়ার করার জন্য।

এত সুন্দর করে প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।