Puri Sightseeing || Gupta Vrindavan|| Jagannath Temple|| 08/04/2022 || 10% Beneficial to @BOC

in hive-144064 •  3 years ago 

প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো ?আশা করি সবাই সুস্থ আছো । আজ তোমাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি ।আজকের ব্লগ এর মূল উদ্দেশ্য কিছু ফটোগ্রাফি তোমাদের সাথে শেয়ার করা। আশা করি তোমাদের ফটোগুলো ভালো লাগবে ।এই ফটোগুলো পুরী ভ্রমণের সাইড সিন করার সময় তোলা হয়েছিল।

ভ্রমণ আমাদের চিন্তাভাবনাকে প্রসারিত করার জন্য অনেক বড় ভূমিকা পালন করে । আমাদের কল্পনার বাইরে দেখার সুযোগ করে দেয় । আমাদের জন্মভূমি ভারত একটি অনেক বড় ভৌগোলিক দেশ। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত তার বৈচিত্র্য ধরে রেখেছে সগৌরবে । পৃথিবীতে যত রকম ভৌগলিক বৈচিত্র দেখা যায় তার সবকিছুই ভারতে রয়েছে এ জন্য ভারতকে পৃথিবীর মিনি ওয়ার্ল্ড বলা হয়।
বন্ধুরা আমি একজন ভ্রমন প্রিয় মানুষ ।মাঝে মাঝে সুযোগ পেলে ঘুরে আসি আর এবং বিভিন্ন রকম ফটোগ্রাফি করি যা তোমাদের সাথে শেয়ার করি ।
বন্ধুরা তোমরা জানো কিছুদিন আগে আমি পুরী ভ্রমণ গিয়েছিলাম সেখানে গিয়ে তোমাদের সাথে কিছু ফটোগ্রাফি কিছু অভিজ্ঞতা শেয়ার করেছি অলরেডি । আজ সেখানেই কাটানো আরেকটা দিনের কিছু ফটোগ্রাফি তোমাদের সাথে শেয়ার করব ।
পুরীতে গেলে সমুদ্র সৈকত বাদেও আরো অনেক জায়গা ঘুরে দেখার রয়েছে এখানে। 500 থেকে 600 টাকা দিয়ে কোন অটো ভাড়া করে নিলে এর চারপাশে যত জায়গা রয়েছে তারা ঘুরে ঘুরে সব কিছু দেখিয়ে দেয়।
আজ আমি সাইট সিন এর যে ফটোগ্রাফি গুলো শেয়ার করবো সেগুলো গুপ্তবৃন্দাবন ও পুরী জগন্নাথ মন্দির এর থেকে
তোলা হয়েছিল।

IMG20220311173226.jpg

IMG20220311173550.jpg
এই ফটোটিতে আমরা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ রাধার সাথে দাঁড়িয়ে বাঁশি বাজাতে মগ্ন আর পাশে দুটি কুমারী মেয়ে হাতজোড় করে দাঁড়িয়ে আছে ।

IMG20220311174035.jpg

IMG20220311174012.jpg
একটি পুকুরের চারপাশে হাতি ,কুমির ,রাজহংস , ময়ূর ইত্যাদি এর মূর্তি বানিয়ে রাখা হয়েছে । এর মাধ্যমে মূলত আসল বৃন্দাবনের একটি রূপ দেয়ার চেষ্টা হয়েছে মাত্র।

IMG20220311172901.jpg

IMG20220311172912.jpg
শ্রী গণেশের একটি মূর্তি

IMG20220311174510.jpg
শিব লিঙ্গের উপর সাপ ফণা তুলে দাঁড়িয়ে আছে

IMG20220311174634.jpg

IMG20220311174655.jpg

IMG20220311174827.jpg

IMG20220312100724.jpg

IMG20220312100015.jpg

IMG20220312095842.jpg
জগন্নাথ মন্দির হল ভারতের ওড়িশা রাজ্যের পুরীতে কৃষ্ণের একটি রূপ জগন্নাথকে উৎসর্গ করা একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির
বন্ধুরা আজকের শেয়ার করা ফটোগ্রাফিগুলো তোমাদের কেমন লাগলো জানিও । আশা করি ভালো লাগবে। সবাই ভালো থেকো ,সুস্থ থেকো ,সুন্দর থেকো, হাসিখুশিতে থেকো ।সবার জন্য শুভকামনা।

ধন্যবাদ সবাইকে

ক্যামেরা পরিচিতি :SAMSUNG
ক্যামেরা মডেল:SM-M317F

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পোস্টটির মাধ্যমে অনেকে অজানা ইনফরমেশন জানা গেল। আর ফটোগ্রাফি গুলোও খুব সুন্দর হয়েছে।

Thanks a lot brother