Some flowers photography || 28 /03 / 2022 || 10% Beneficial to @BOC

in hive-144064 •  3 years ago 

প্রিয় বন্ধুরা,
তোমরা সবাই কেমন আছো? আশাকরি সবাই সুস্থ, সুন্দর ও স্বাভাবিক ভাবে দিন কাটাচ্ছো । আমিও সৃষ্টিকর্তার আশীর্বাদে ভালো আছি । আজ আমি আমার বন্ধুদের সাথে আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি । আশা করি সবারই ভাল লাগবে। বসন্ত হলো ফুলের মাস এই মাসে নানা বর্ণের ফুল চারপাশে ফুটে থাকতে দেখা যায় ।
বসন্তের ফুল বসন্তকে নানা রঙে রঙিন করে তোলে ।
আজ যে ফুলগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব সে ফুলগুলো আজ আমি আমার কলেজ ক্যাম্পাসে গিয়ে তুলেছি।
প্রতি বসন্তেই আমাদের কলেজের চারপাশে ফুলের সমারোহ দেখা যায় এই বসন্তেও তার ব্যতিক্রম হয়নি ।
বসন্ত শুরু হওয়ার পর থেকেই আমি দেখেছি কলেজের চারপাশে নানা রঙের ফুল ফুটে রয়েছে কিন্তু সেভাবে আমি কোন সময় ফটো তুলিনি। আর এখন তো প্রায় বসন্ত শেষের পথে তাও আজকে দেখলাম নানা রঙের ফুল এখনো ক্যাম্পাসকে রঙিন করে রেখেছে। তাই ভাবলাম কিছু ফুলের ফটোগ্রাফি করে তোমাদের সাথে শেয়ার করি। আজ দুপুরে প্রচণ্ড রোদ ছিল কিন্তু তা সত্বেও তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি রোদে দাঁড়িয়ে ফটোগ্রাফি গুলো তুলেছি ।ফুলের ফটোগ্রাফি করতে গিয়ে রোদে প্রচণ্ড তাপে পুড়ে যেতে হচ্ছিল।

আজ যেসব ফুলের ফটোগ্রাফি আমি শেয়ার করব সবগুলো ফুলের নাম আমার জানা নেই ।যেগুলোর নাম জানা আছে সেগুলোর নাম উল্লেখ করে দেব আর যেগুলো এর নাম জানা নেই সেগুলো শুধু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো ।

20220328_133211.jpg
ফুলের নাম : পাতি হলিহক
হলিহক গাছটি খাটো শাখা-প্রশাখাবিশিষ্ট হয় ।এদের পাতা বড় এবং লোমশ। উপরের ফুলটি একটি গোলাপি বর্ণের হলিহক ফুল

20220328_133317.jpg

20220328_133732.jpg

20220328_133756.jpg

20220328_133130.jpg
ফুলের নাম : পাতি হলিহক
হলিহক গাছটি খাটো শাখা-প্রশাখাবিশিষ্ট হয় ।এদের পাতা বড় এবং লোমশ। উপরের ফুলটি একটি সাদা বর্ণের হলিহক ফুল

20220328_132754.jpg

20220327_080209.jpg
নয়নতারা ফুল । এই ফুলে লালচে গোলাপি পাঁচটি পাপড়ি রয়েছে

20220327_075931.jpg
এটি একটি সাদা বর্ণের জবা ফুল

20220327_075956.jpg
এটি একটি হালকা লাল বর্ণের জবা ফুল

20220328_132827.jpg

20220328_133108.jpg
বাগানবিলাস পুষ্প

20220324_141904.jpg

20220328_135859.jpg

20220328_133013.jpg
ফুলের নাম : পাতি হলিহক
হলিহক গাছটি খাটো শাখা-প্রশাখাবিশিষ্ট হয় ।এদের পাতা বড় এবং লোমশ। উপরের ফুলটি একটি মেজেন্টা বর্ণের হলিহক ফুল

20220328_132919.jpg

20220324_141551.jpg
বন্ধুরা সব ফুলের নাম না জানার জন্য সব ফুলের নাম উল্লেখ করতে পারেনি । তোমরা যদি কেউ নাম উল্লেখ না করা ফুলগুলোর নাম জানো তো কমেন্ট করে জানাতে পারো ।
আজ আমার ব্লগের মূল উদ্দেশ্য ছিল আমার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো তোমাদের সাথে শেয়ার করা ।
ফুল ভালোবাসার প্রতীক । মানুষ মানুষকে ভালোবেসে ফুল উপহার দেয় ।ফুলের সৌন্দর্য সবাইকে আকৃষ্ট করে ।
আশা করি, আমার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো তোমাদের ভালো লেগেছে ।সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আজকের ব্লগ ।

ধন্যবাদ সবাইকে

ক্যামেরা পরিচিতি :SAMSUNG
ক্যামেরা মডেল:SM-M317F

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Each of your flower photography has been very nice. These flowers are very beautiful to look at. I really like all the photography. Good luck to you.

You shared some of beautyful photography ... That's make my mind fresh... Thank you for sharing such beautyful photography

The eye star flower we found here was great flower and the description made very beautiful each flower was amazingly beautiful

আপনি খুব চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুলের ফটোগ্রাফি পোস্ট দেখতে আমার খুবই ভালো লাগে। ফুলগুলো দেখে মনের মধ্যে প্রশান্তি পেয়েছি। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য। ৎ

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য

আপনার শেয়ার করা প্রতিটি ফুল অনেক সুন্দর। বিশেষ করে আমার কাছে সাদা জবা ফুলটি খুবই ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফুলগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য

beautiful flowers

Thanks a lot for your comment. I hope you like all of my flowers photography

The flowers you show are very beautiful, the colors are also very attractive.