করলা সবজির কিছু ফটোগ্রাফি (Some Photography of Bitter Gourd Vegetables)

in hive-144064 •  2 months ago  (edited)

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের এই ফটোগ্রাফি মূলক পোস্টটিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই পোস্টটিতে তোমাদের সাথে ছোট ছোট কিছু করলার ফটোগ্রাফি শেয়ার করবো। এই করলা কিন্তু একপ্রকার সবজি। তবে এই করলা খেতে অনেকেই পছন্দ করে না সাধারণত এর তিক্ত স্বাদের কারণে। তবে আমাদের বাড়ির ছাদ বাগানে এবার দেখলাম এই করলা গাছ লাগানো হয়েছে। এই করলা কিন্তু আমি খুব বেশি ভালো না খেলেও বাড়ির অন্যান্য লোকজন বেশ ভালই খায়। সেজন্য মূলত এই গাছগুলো লাগিয়েছে। আজ বিকেলবেলা ছাদে গিয়ে দেখি এই গাছে ছোট ছোট অনেক করলা হয়েছে। এগুলো খেতে আমার কাছে ভালো না লাগলেও দেখতে বেশ ভালো লাগছিলো। তারপর ছাদে কিছু সময় দাঁড়িয়ে বিভিন্ন ভাবে করলার কিছু ফটোগ্রাফি করে নিই। এই করলা কিন্তু ছোট জাতের হয় আবার বড় জাতেরও হয়। তবে বড় বড় জাতের যে করলাগুলো হয় সেগুলো একটু তিক্ত কম হয়। অন্য দিকে ছোট গুলো তিক্ত একটু বেশি হয়। তবে ছোট গুলো দেশি হওয়ার কারণে অনেকের কাছে আবার এটির স্বাদ বেশি ভালো লাগে। এই সবজি কিন্তু অনেক উপকারী একটি সবজি। যাদের ডাইবেটিসের সমস্যা রয়েছে তারা এই সবজি খেলে অনেকটাই উপকারে আসে। যাইহোক, তাছাড়া গরমের সময় এই সবজি মাছ দিয়ে তরকারি রান্না করলে খেতেও বেশ সুস্বাদু লাগে। যাইহোক, ছাদে গিয়ে আজকে যে করলা ফটোগ্রাফি গুলো করেছিলাম সেগুলো পর পর নিচে শেয়ার করলাম । আশা করি, এগুলো দেখে তোমাদের ভালো লাগবে।

InShot_20240920_012437559.jpg

InShot_20240920_012415527.jpg

InShot_20240920_012344756.jpg

InShot_20240920_012255978.jpg


পোস্ট বিবরণ

catagoryphotoprahy
deviceSamsung Galaxy M31s
photographer@ronggin
locationBarasat, North 24 parganas, West Bengal
বন্ধুরা, আজকের এই ফটোগ্রাফি মূলক ব্লগ টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Add a little bit of body text_20240911_022744_0000.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

!upvote 15


💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ Participate in the "Seven Network" Community2️⃣0️⃣2️⃣4️⃣ ⚜💯.
This post was manually selected to be voted on by "Seven Network Project". (Manual Curation of Steem Seven).

the post has been upvoted successfully! Remaining bandwidth: 60%

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

তাছাড়া ফটোগ্রাফি যত ধীরে করা যায় ততই সুন্দর দেখায়। তাতেই ফটোগ্রাফির কোয়ালিটি ও আরো অনেক বেশি বেড়ে যায়। দেখো কাজকেও ভালো কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে সুন্দর করে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

ধন্যবাদ আপু, আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

বেস্ট ফটোগ্রাফি বলতে গেলে আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। আমার কাছে সবচেয়ে বেশি সবার ফটোগ্রাফি কালার কম্বিনেশন এবং সৌন্দর্যটা বেশি ভালো লাগে।

শেয়ার করা ফটোগ্রাফি গুলোর এত সুন্দর প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।