বন্ধুরা,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে দক্ষিণেশ্বর কালী মন্দিরের সামনে থেকে তোলা পবিত্র বট বৃক্ষের কয়েকটি ফটোগ্রাফি এবং এই নিয়ে মানুষের কিছু বিশ্বাস শেয়ার করব । |
---|
কিছুদিন আগে এক সকালে দক্ষিণেশ্বরে কালী মন্দিরে পূজা দেয়ার উদ্দেশ্যে গেছিলাম। সেখানে গিয়ে আমি এই ফটোগ্রাফি গুলো তুলেছিলাম।
অনেকদিন ধরেই দক্ষিণেশ্বরের কালী মন্দিরে যাওয়ার প্লান হচ্ছিল পুজো দেওয়ার উদ্দেশ্যে তো হঠাৎ একদিন বেরিয়ে পড়েছিলাম কোন এক সকালে পুজো দেয়ার উদ্দেশ্য নিয়ে। সেখানে গিয়ে মন্দিরে প্রবেশের পূর্বে আমি এই বট বৃক্ষটি দেখতে পাই । এই বট বৃক্ষটি অন্যান্য বট বৃক্ষের তুলনায় আলাদা ছিল কারণ এই বৃক্ষের গায়ে মানুষ রঙিন সুতোর সাহায্যে ইটের টুকরো বেঁধে রেখে দিয়েছেল। এটা এক ধরনের মানুষ বিশ্বাসের প্রেক্ষিতেই এইগুলো করেছিল তারা । তাদের বিশ্বাস এরকম করলে তাদের মনোকামনা পূর্ণ হবে। হিন্দু ধর্মে সবসময় বট বৃক্ষকে খুবই পবিত্র হিসেবে মানা হয় এবং বট বৃক্ষের পূজো সবসময় করা হয়। হাজার বছর ধরে চলে আসছে এই প্রথা। এই বট বৃক্ষের কাছে যাওয়ার পর আমি এক পুরোহিতের সাথে এই বট বৃক্ষ নিয়ে কথা বলি । পুরোহিত জানাই মানুষ বিশ্বাসের জন্য এইখানে এইভাবে রঙিন সুতোর সাথে ইট বেঁধে রেখে যাই এবং কেউ কেউ এসে পূজোও করে যায় । আরো অনেক কিছু বলল সেই সময় পুরোহিত মশাই আমাকে। পুরোহিত মশায়ের এই যুক্তিটা আমার অনেক ভালো লেগেছিল "বিশ্বাসে মিলায় বস্তুর, তর্কে বহুদূর" । যার যার বিশ্বাস তার তার কাছে । নানা মত, নানা পথ এবং ভিন্ন ভিন্ন পদ্ধতিতে বিশ্বাস করেই মানুষ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে থাকে এবং এভাবে হাজার বছর ধরে বিভিন্ন প্রথা চলে আসছে । যাই হোক পুরোহিতের সাথে কথা বলার পরে কিছু নতুন ইনফরমেশন আমি পেয়েছিলাম। পুরোহিত মশার সাথে কথা বলা শেষ করে আমি বট বৃক্ষ কাছে গিয়ে কয়েকটি ফটোগ্রাফি করে নিয়েছিলাম এখন সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি ফটোগ্রাফি গুলো তোমাদের ভালো লাগবে।
Camera:SAMSUNG
Model:SM-M317F
Photographer:@ronggin
Location: Dakshineswar Kali Temple , Kolkata, West Bengal 700076
বন্ধুরা, আজকের শেয়ার করা ব্লগ এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরের সামনে থেকে তোলা পবিত্র বট বৃক্ষের কয়েকটি ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো জানিও ।সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
খুব চমৎকার হয়েছে ফটোগ্রাফি গুলো। সুযোগ পেলে এই জায়গায় আমারও যাওয়ার খুব ইচ্ছা আছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুযোগ পেলে অবশ্যই গিয়ে ঘুরে আসবেন। কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit