দক্ষিণেশ্বর কালী মন্দির গিয়ে তোলা কিছু ফটোগ্রাফি || পর্ব -০৩

in hive-144064 •  2 years ago 

প্রিয় বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।

আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি।পূর্বের দুটি ব্লগে আমি দক্ষিণেশ্বর কালী মন্দির গিয়ে তোলা বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছিলাম । আজকের ব্লগে আমি তোমাদের সাথে দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে তোলা আরো কিছু ফটোগ্রাফি শেয়ার করব। দ্বিতীয় পর্বে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছিলাম সেগুলো ছিল প্রসাদ কিনে মন্দিরে যাওয়ার পূর্বমুহূর্তে তোলা কিছু ফটোগ্রাফি। আজ বাকি আরো কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম যেগুলো আমি মন্দিরের ভিতরে ঘোরাঘুরির সময় তুলেছিলাম।

20220808_090128.jpg

প্রসাদ কিনে প্রধান মন্দিরের সামনে যাওয়ার পর আমরা সবাই মন্দিরের ভিতরে একসাথে পুজো দিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা যে কয়জন বন্ধু একসাথে গেছিলাম সবার কাছেই ব্যাগ ছিল তাই ব্যাগগুলো ব্যাগ রাখার কাউন্টারে রেখে আমরা নিজেদের ফোনগুলো নিয়ে এই মন্দিরে প্রবেশ করতে গেছিলাম কিন্তু মন্দিরে প্রবেশ করার সময় আমরা জানতে পারি মোবাইল নিয়ে ভিতরে যাওয়া যাবে না। আমরা মোবাইল ব্যাগের মধ্যে রেখে ব্যাগ কাউন্টারে রাখার সাহস পাচ্ছিলাম না, যদি মোবাইল এর কোন কিছু হয়ে যায়। এখনকার সময় মোবাইল অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস এইজন্য আমি আমার বন্ধুদের বললাম তোরা সবাই তোদের মোবাইল আমার কাছে দিয়ে তোরা ভিতরে গিয়ে পুজো দিয়ে আয়। আমি ভেবেছিলাম তারা কিছু সময়ের মধ্যে পুজো দিয়ে বেরিয়ে আসবে ততক্ষণ আমি সবকিছু নিয়ে একটু দাঁড়িয়ে থাকি। অতঃপর তারা পুজো দিতে চলে যায় মন্দিরের একেবারে ভিতরে। তখন আমি কিছু ফটোগ্রাফি করেছিলাম মন্দিরের মধ্যে পুজো দিতে যাওয়ার জায়গা থেকে। তারপর একটু গঙ্গার পাড়ে গেছিলাম। সেখানে গিয়ে বিভিন্ন মহাপুরুষদের মূর্তি করে রাখা দেখতে পাই যা দেখে আমার খুবই ভালো লেগেছিল। সেখান থেকেও কয়েকটি ফটোগ্রাফি করেছিলাম । আমার বন্ধুরা যখন পুজো দেয়ার জন্য মূল মন্দিরের ভিতরে চলে গেছিল তখন আমি যে ফটোগ্রাফি গুলো করেছিলাম সেগুলোই এখন শেয়ার করলাম।

20220808_090753.jpg

20220808_090804.jpg
পুজো দেওয়ার জন্য শত শত মানুষের ভিড়।

20220808_090013.jpg

20220808_090008.jpg
বিভিন্ন মহাপুরুষদের মূর্তি করে গঙ্গার পাড়ে রাখা রয়েছে।


Camera:SAMSUNG
Model:SM-M317F
Photographer:@ronggin
Location: Dakshineswar Kali Temple , Kolkata, West Bengal.

বন্ধুরা, দক্ষিণেশ্বর কালী মন্দির গিয়ে তোলা তৃতীয় পর্বের ফটোগ্রাফি গুলো তোমাদের কেমন লাগলো জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

🧩🧩ধন্যবাদ সবাইকে🧩🧩

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Dakshineswar Kali Temple is a great place to visit. A clean environment. You captures really attractive photographs in this temple.

Yes brother it is a great place to visit. Thank you very much for your nice comment.