আমাদের সিনেমার show time ছিল রাত ১১:১৫ আর সিনেমার নাম Ranway 34 । আমার বাড়ি থেকে সিনেমা হলের দুরত্ব মাত্র ১৫ মিনিটের। তাই সিনেমা শুরু হওয়ার ঠিক ১৫ মিনিট আগে বেরিয়ে পড়ি ঘর থেকে। তবে মোটেই এটা আজকে আলোচনা করার বিষয় নয়। এর পেছনে রয়েছে অন্যরকম একটা ছোট গল্প। ওটাই বলবো আজ।
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই..? আশাকরি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি,সুস্থ আছি। আজকের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের সামনে মাঝরাতে সিনেমা দেখার কিছু অভিজ্ঞতা share করতে যাচ্ছি। আশাকরি আপনাদের ভালো লাগবে যদি আমার লেখা গুলো পুরোটা পড়েন তাহলে।
হটাৎ মাথায় ভূত চাপলো কি করে..?
গতকাল প্রায় ৩ বছর পর আমার এক পুরোনো বন্ধুর সাথে দেখা হয়। যদিও দেখা টা ইচ্ছে করেই হয়েছিল। কারণ অনেক দিন ধরে তার সাথে কোলকাতার বিখ্যাত "দাদা-বৌদি" বিরিয়ানি খেতে যাওয়ার কথা হচ্ছিল। কিন্তু করোনা এবং সময়ের সল্পতার কারণে হয়ে উঠছিল না।
ঠিক সন্ধ্যার সময় ঘর থেকে বেরিয়ে পড়লাম বিরিয়ানি খাওয়ার উদ্দেশে। আমাদের খাওয়া শেষ করে বের হতে রাত আটটা বেজে যায়। দাদা বৌদি বিরিয়ানি নিয়ে আরো একটা ব্লগ করবো তবে কিছুদিন পর। যাইহোক খাওয়া শেষ করে প্লান করলাম আজ সিনেমা দেখতে যাবো। তবে রাত ১১ টার আগে কোনো ভালো সিনেমার time ছিল না। তাই ওটাই ফাইনাল করলাম।
এর আগে এত রাতে আমি কোনদিন হলে গিয়ে সিনেমা দেখিনি। তাই এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা ছিল। যাইহোক অনলাইনে টিকিট কেটে নিলাম। আমরা যখন টিকিট কেটেছিললাম তখন দেখলাম ওই মুভির জন্য আর মাত্র তিনজন টিকিট কেটেছে। খুব ভালো লাগছিলো কারণ এত বড় একটা সিনেমা হলে মাত্র পাঁচজন থাকবে।
মাঝরাতে রাস্তায় বেরোনোর গল্প..
যেহেতু মাঝরাত ছিল তাই রাস্তায় কোনো লোকজন ছিল না। ছিল শুধু রাস্তা ভর্তি কুকুর আর বেড়াল। দেখে বেশ ভালো লাগছিলো আবার ভয় ও করছিল যদি কামড়ে দেয়। তবে বেশ উপভোগ করছিলাম চারপাশটা। কারণ পুরো যানজট মুক্ত ছিল রাস্তা ঘাট। ঘর থেকে বেরিয়ে ১৫ মিনিট পর পৌঁছে যায় সিনেমা হলে। ওখানে গিয়ে হলো এক আলাদা অভিজ্ঞতা।
সিনেমা হলে গিয়ে তো আমি অবাক...
আমি সিনেমা হলে গিয়ে সব থেকে বেশি অবাক হই। কারণ ওই শো টা দেখতে আমরা তিনজন ছাড়া আর কেউ যায় নি। সুতরাং পুরো সিনেমা হল আমাদের তিন ঘণ্টার জন্য। এত রাতে সিনেমা দেখার মজা শুধুমাত্র তারাই বুজতে পারবে যারা এই মোমেন্টটা face করেছে। সিনেমাটা তাও বেশ ভালো ছিলো।
সিনেমা দেখে শেষ করতে আমাদের রাত দুটো বেজে যায়।
রাস্তায় বেরিয়ে আবার একই সমস্যা। রাস্তা ভর্তি কুকুরের দল। এত রাতে আমাদের দেখে তারা যেন আরো বেশি হিংসা হয়ে উঠেছে। এত রাতে রাস্তায় কোনো গাড়িও ছিল না যে তাতে করে আসবো। সুতরাং হেঁটেই বাড়ি আসতে হবে। অনেক কষ্ট করে পনেরো মিনিটের রাস্তা বাড়ি ফিরতে এক ঘন্টা বেশি লেগে গেলো। তবে লাইফের সেরা অভিজ্ঞতা গুলোর মধ্যে কাল একটা ছিল।
Camera: Samsung.
Model: M31s.
যাই হোক আজকের পর্ব টা এই পর্যন্ত ছিল । আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।
INOX এ সিনেমা দেখার এক অদ্ভুত অ্যাডভেঞ্চারাস ঘটনার কথা উল্লেখ করলেন। ঘটনাটি শুনে খুবই ভালো লাগলো । মাঝে মাঝে এরকম ঘটনার সাক্ষী হওয়ার দরকার আছে জীবনে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছো। ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit