ব্যস্ত শিয়ালদাহ স্টেশনের কিছু আলোকচিত্র।। BOC ।। জুন-০৪/০৬/২০২২ ।। ১০% বরাদ্দ @boc এর জন্য।

in hive-144064 •  3 years ago 

বিগত সাত দিনের ব্যাস্ততার অবসান হলো আজ আমার। এই সাত দিন আমি এতটাই ব্যস্ত ছিলাম যে, না পেরেছি ঠিক করে ভালো পোস্ট করতে আর না পেরেছি কমেন্ট করতে। তবে আজ থেকে কিছুটা হালকা হলাম আশাকরি আপনাদের একটু টাইম দিতে পারবো। তবে আমি এই সাতদিনে মানুষের কর্ম ব্যাস্ততার কিছু বাস্তব নমুনা পেয়েছি। যেটা আপনাদের সাথে share করতে চাই।

প্রিয় বন্ধুরা,
কেমন আছেন সবাই আপনারা ? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন । প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন।
সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি।

প্রতিদিন নতুন নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে।আমি অধিকাংশ সময় বিভিন্ন ফটোগ্রাফি বেশি শেয়ার করি, কারন আমার ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে। সামনে ভালো ফটোগ্রাফি করার মত কিছু পেলে তা ক্যামেরাবন্দি করতে একদমই ভুল হয়না।

আজ দেখবো আমরা কিছু photography এবং তার পেছনের কিছু সংগ্রামী গল্প। আশাকরি আপনাদের ভালো লাগবে।

InShot_20220604_200914273.jpg

সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস আমার একেবারেই নাই। ঘুম থেকে উঠে কিছু খেয়ে চলে যাই ইউনিভার্সিটি আবার ফিরে আসি বিকালে। একটা রঙিন জীবন বলা যেতে পারে। তবে কিছুদিন হলো আমার মনে হয়েছে জীবন আসলে এতটাও সহজ নয়। টিকে থাকার জন্য করতে হয় নানা রকম সংগ্রাম।

InShot_20220604_201356330.jpg

বিগত সাতদিন আপনাকে খাওয়া ঘুম বাদ দিয়ে ছুটে চলতে হয়েছে ট্রেনিং এর উদ্দেশে এবং এত কষ্ট মনে হয় আমার আগে কোনোদিনও হয়নি। যখন ট্রেন ধরে বাড়ি থেকে শিয়ালদা স্টেশন উদ্দেশ্য রওনা দিতাম তখন দেখতাম মানুষের উপচে পড়া ভীড়। ট্রেন এর মধ্যে পা রাখার পর্যন্ত জায়গা নেই। সব মানুষ ছুটে চলেছে তাদের কর্ম ক্ষেত্রে। কেউ যাচ্ছে অফিস আবার কেউ যাচ্ছে দিন মজুরের কাজ করতে। তবে সব মিলিয়ে এক জন মিলন মেলা। শিয়ালদা স্টেশন যেহেতু কলকাতা অন্তিম স্টেশন সুতরাং সব জায়গার ট্রেন এখানে এসে জড়ো হয় আবার এবং এখান থেকে ছড়িয়ে ছিটিয়ে যায় বিভিন্ন জায়গায়। সুতরাং বলা চলে শিয়ালদা স্টেশন হল জন মিলন মেলা।

তাড়াহড়ো করে বাড়ি থেকে বেরিয়ে অফিস আদালত যাওয়া আবার দিন শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফেরা মানুষ গুলোর চেহারা দেখলে সত্যিই খুব খারাপ লাগে। আর মনে হয় মানুষের জীবন এত সংগ্রাম করে কাটাতে হয় জন্য। অন্যরকম ও তো হতে পারত।

আমি সাত দিনের সব কয়দিন এই এক জিনিষ বার বার অনুধাবন করেছি। আশাকরি আপনাদের কিছুটা হলেও বলতে পেরেছি।

InShot_20220604_201432561.jpg

InShot_20220604_201237746.jpg

InShot_20220604_201205719.jpg

Camera: Samsung.
Model:M31s.
আজকের পর্বটা এই পর্যন্ত ছিল । আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।

【◆●ধন্যবাদ সবাইকে●◆】

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

A wonderful photography. In this photography of yours, only people can see that it is not. In this photography of yours, the faces of many busy people have come out. Aiming at those who have reached the destination. In a word, extraordinary.

Thank you so much for this comment ☺️

শিয়ালদা স্টেশন ব্যস্ততার জন্য খুবই ফেমাস একটি জায়গা। এইখানে আসলে বোঝা যায় মানুষ অলস না ।সব ব্যস্ত মানুষের সমাগম এখানে দেখা যায়। জীবনের তাগিদে ছুটে চলা মানুষের সংখ্যা যে অনেক এখানে আসলেই বোঝা যায়।
image.png

Thank you brother