প্লাস্টিক দূষণ সমস্যা এবং তার প্রতিকার ।।

in hive-144064 •  2 months ago 

end-time-1539429_1280.webp

Source

প্লাস্টিক আবিষ্কারের পর থেকেই আমাদের পরিবেশ অনেকভাবেই দূষিত হয়ে চলেছে। আসলে এই প্লাস্টিক কখনোই মাটির সাথে সেই ভাবে মিশে যায় না। এইজন্য এটি আমাদের পরিবেশকে প্রচন্ডভাবে দূষিত করে তোলে। এই প্লাস্টিক আবিষ্কারের ফলে আমাদের অনেক কাজই সহজ হয়ে গেছে। প্লাস্টিক ওজনে হাল্কা হওয়ায় কোন জিনিস বহন করা, তারপর অনেক ব্যবহার ক্ষেত্রে খুব সুবিধা হয়। এইজন্য এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। তবে পরিবেশ বিজ্ঞানীরা এর খারাপ দিক গুলো সবার সামনে তুলে ধরলেও তার খারাপ দিকগুলোও কেমন জানি আমাদের চোখে পড়ছে না। আসলে এটি আমাদের জীবনটাকে এত সহজ করে দিয়েছে যে আমরা এর ব্যবহার করতে পিছনে সরে যেতে পারছি না। কিন্তু এই প্লাস্টিক ব্যবহারের ফলে যে পরিবেশ দূষিত হচ্ছে, সেটি আমাদের নজরে আসা উচিত। আসলে প্লাস্টিক যেখানে সেখানে ফেলে দেওয়ার কারণেই এই পরিবেশটা বেশি দূষিত হয়। সব থেকে প্লাস্টিকের ব্যাগ আমরা বেশি ব্যবহার কর থাকি আর সেগুলো আমরা যেখানে সেখানে ফেলে দিই। আর যার কারণে পরিবেশ অনেক ভাবেই দূষিত হয়। আমরা যদি বিভিন্ন প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের ড্রাম এইসব যেখানে সেখানে ফেলে না দিয়ে সেগুলো পুনরায় ইউজ করার ব্যাপার গুলো সামনে নিয়ে আসি তাহলে এগুলো যেমন পরিবেশ দূষণ কম করবে। তেমনভাবে আমরা পুনরায় ব্যবহার করার মাধ্যমে নিজেদেরও সুবিধা করতে পারবো। তাছাড়া আমাদের সচেতন হতে হবে এই প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে। সঠিক জ্ঞান যদি আমাদের এই প্লাস্টিক নিয়ে থাকে তাহলে আমরা পরিবেশটাকে এভাবে নষ্ট করব না। রিসাইকেলের মাধ্যমে আমরা এই প্লাস্টিকের খারাপ দিকগুলো থেকে নিজেদের পরিবেশকে রক্ষা করতে পারি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

I was inspired by this photograph you took. I also want to do professional photography like you. Thanks for sharing these great photographs you took.