বৃষ্টির দিনে নর্থ বেঙ্গলের পাহাড় ভ্রমণ ৷৷ BOC ৷৷ মে-১৩/০৫/২০২২ ৷৷ ১০% বরাদ্দ @boc এর জন্য৷

in hive-144064 •  3 years ago 

★●A trip to the mountains of North Bengal, on a rainy day●★

প্রিয় বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা ? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন । প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন।
সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি।

প্রতিদিন নতুন নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে।আমি অধিকাংশ সময় বিভিন্ন ফটোগ্রাফি বেশি শেয়ার করি, কারন আমার ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে। সামনে ভালো ফটোগ্রাফি করার মত কিছু পেলে তা ক্যামেরাবন্দি করতে একদমই ভুল হয়না।

তবে বেশ কিছুদিন হয়ে গেল শুধু ফুল পাতা দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। অনেকটা এক ঘেয়েমি মতো হয়ে গেছে। তাই মনে হলো একটু আলাদা কিছু আপনাদের সাথে share করি। ছোটখাটো একটা ট্রাভেল ব্লগ এর মত করতে চাইছি আজ। আশাকরছি ভালো লাগবে।

InShot_20220512_140207193.jpg

এই নর্থবেঙ্গল ভ্রমনটা মোটামোটি আমার ফ্রী তে হয়ে গেছে। সব মিলিয়ে তিন দিনের ট্যুর ছিল। আমি ও আমার দুই কলকাতার বন্ধু মিলে এই ট্যুরের শুভ সূচনা করি। এখনকার সময়ে কলকাতা থেকে নর্থ বেঙ্গল গিয়ে থাকা এবং খাওয়ার খরচ অনেক। তবে আমাদের ফ্রী তে হয়ে যাওয়ার পেছনে একটা বড় কারণ রয়েছে।

【🎊●★●★●★●🎊】

InShot_20220512_140426722.jpg

আমার ডিপার্টমেন্ট এর কিছু বন্ধু আছে তাদের বাড়ি নর্থ বেঙ্গল। সুতরাং এটা আমাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট ছিল। এবং আরো একটা বড় বেপার ছিল তা হলো এই গরমে ক্যাম্পাস বন্ধ থাকায় তারা বাড়ি চলে গেছিলো।

আমরা সব মিলিয়ে পাঁচ জন বন্ধু ছিলাম ঘোরার জন্য।

【🎊●★●★●★●🎊】

InShot_20220512_140239362.jpg

পাহাড়ের নাম ঠিক মনে নেই তাই নাম তা বাদ দিলাম। শুনেছিলাম এই পাহাড়ে নাকি হাতি দেখা যায়। আগের বছর পাগলা হাতির পায়ের নিচে পড়ে এক মহিলা নাকি মরে গিয়েছিল। সুতরাং যতটা হাতি দেখার কৌতূহল ছিল, ভয় ছিল তার থেকে হাজার গুণ বেশি। তবে দুঃখের বিষয় হলো আমাদের সামনে কোনো হাতি দেখা যায়নি।

【🎊●★●★●★●🎊】

InShot_20220512_140731261.jpg

তবে প্রকৃতি এত সুন্দর ভাবে নিজেকে উপস্থাপন করতে পারে সেটা এখানে আসার পর ঠিকই বুজতে পেরেছিলাম। চারিদিকে সবুজের সমারোহ আর অজানা সব পাখির মিষ্টি কলরব। মাঝে মধ্যে হালকা বৃষ্টি।

【🎊●★●★●★●🎊】

InShot_20220512_140514803.jpg

তবে যে শুধু আমরা পাহাড় দেখেছিলাম তা না। এখানে রয়েছে ছোট বড় অনেক মিষ্টি জলের নালা। জলগুলো পাহাড় থেকে এসে নদীতে মিশেছে। এবং সেখানে রয়েছে রংবেরং এর নানা ধরনের ছোট বড় মাছ। এবং অনেক ছোট ছোট পাথরের টুকরো। যদিও আমি কিছু পাথর বাড়ি নিয়ে এসেছি।

【🎊●★●★●★●🎊】

InShot_20220512_140325863.jpg
পাহাড়ের উপরে উঠতে আমাদের এক ঘণ্টারও বেশি সময় লেগেছিল। সন্ধ্যা নামার আগের মুহূর্ত পাহাড় এর চূড়া থেকে দেখতে বেশ ভালো লাগছিলো আমাদের। তবে বেশি সময় পাহাড়ে থাকা গেল না। কারণ সন্ধ্যা হলে নাকি এই পাহাড় এক ভয়ংকর রূপ ধারণ করে।

【🎊●★●★●★●🎊】

InShot_20220512_140638423.jpg

【🎊●★●★●★●🎊】

InShot_20220512_140613831.jpg

【🎊●★●★●★●🎊】

InShot_20220512_140543299.jpg

【🎊●★●★●★●🎊】

InShot_20220512_140451323.jpg
যাই হোক আজকের ব্লগ আর বেশি বার করবো না। কারণ আমি জানি আমার লেখা গুলো খুব বেশি কেউ পড়ে না। এটা আমার জন্য খুব কষ্টের।

আজকের পর্ব টা এই পর্যন্ত ছিল । আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।

【◆●🎊🎊ধন্যবাদ সবাইকে🎊🎊●◆】

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ আপনি অনেক সুন্দর একটি ফটোগ্রাফি করেছেন । আপনার পাহাড় ও ঝর্ণা ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।যাতে করে আপনি আমাদেরকে প্রতিদিন নতুন কিছু শেয়ার করেন।

আপনার কমেন্ট পড়ে সত্যি আমার অনেক ভালো লাগলো। আশাকরছি এই ভাবে কমেন্ট করে পাশে থাকবেন। আমিও চেষ্টা করবো আপনার পোস্টে কমেন্ট করে আপনার উৎসাহ বাড়ানোর। আপনার জন্যও শুভ কামনা রইলো।

Wow, you show extraordinary photography, this is very beautiful.

Thank you so much for this comment my dear friend...Take care of you

বৃষ্টির দিনে আমার বেশ ভালো লাগে। বৃষ্টির দিনে পাহাড় ভ্রমণ করার অভিজ্ঞতা আমার নেই। তবে আপনার আজকের এই পাহাড় ভ্রমণের মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করেছেন এবং দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন অনেক ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অনেক ধন্যবাদ @kawsar ভাই কমেন্ট করে পাশে থাকার জন্য। আপনার জন্য শুভ কামনা রইলো।

In fact, looking at your photographs does not mean that you really like it. I really like your photography. Truly you have done extremely great photography. Thank you from the bottom of my heart for sharing with us.

Thank you so much vie.. wish you all the best

This is a very beautiful place, the water must be very cool.

Yes.. the water was very cool... And cover with fresh water ornamental fishes ... Thank you for this comment brother

বৃষ্টির দিনে পাহাড় ভ্রমণ করার মজাই আলাদা ।বৃষ্টির দিনে পাহাড় ভ্রমণের অভিজ্ঞতা আমারও রয়েছে। সেই সময় পাহাড় দেখতে অনেক বেশী সুন্দর হয়ে যায়। সমস্ত পাহাড়গুলো সবুজে ভরে যায় খুবই ভালো লাগে দেখতে । আপনার ভ্রমণের কিছু সুন্দর ফটোগ্রাফি আজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন । ফটোগুলো দেখে খুবই ভালো লাগলো। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ সুন্দর হয়েছে। নিচের এই ফটোতে ছেলেটির দাঁড়িয়ে থাকার স্টাইলটা আমার খুবই ভালো লেগেছে।

image.png

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে মন্তব্য করার জন্য। শুভ কামনা রইলো তোমার জন্য।