Catfish Larvae ।। BOC ।। June-23/06/2022।। 10% Beneficial to @boc

in hive-144064 •  3 years ago 

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন । প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন।
সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি।

প্রতিদিন নতুন নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে।আমি অধিকাংশ সময় বিভিন্ন ফটোগ্রাফি বেশি শেয়ার করি, কারন আমার ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে। সামনে ভালো ফটোগ্রাফি করার মত কিছু পেলে তা ক্যামেরাবন্দি করতে একদমই ভুল হয়না।

বেশ কিছুদিন আগে জিওল মাছের একদিনের বাচ্চাকে নিয়ে আমি কিছু মাইক্রো ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সাত দিন পর সেই মাছ গুলোর কি অবস্থা সেগুলোই আজ মাইক্রোস্কোপের নিচে রেখে ফটো তুলেছিলাম। ওগুলোই আজ আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনাদের ভালো লাগবে।

InShot_20220623_174043297.jpg

আসলে জিওল মাছের ব্রীডিং এই প্রথম বার করলাম সুতরাং অধিকাংশ মাছ মরে গেছে সঠিক উপায় মেনে ব্রীডিং করা হয়নি এই জন্য। তবে আশা করা যায় আগামী দিনগুলোতে এই ভুল আর হবে না। এবং কিছু মাছের মরে যাওয়ার ফলে তাদের ব্যবচ্ছেদ করা হয়েছিল ওই ফটো গুলোও আপনাদের সামনে উপস্থাপন করব। এবং কিছু পরজীবী ব্যাকটেরিয়া ছিল যারা লার্ভা স্টেজের মাছ গুলোর জন্য খুবই ক্ষতিকারক, তাদেরও ফটো তুলে ধরব আশা করি।

চলুন তাহলে আর বেশি কথা না বলে এক এক করে ফটোগুলো দেখে নেওয়া যাক।

InShot_20220623_174253502.jpg

InShot_20220623_174230116.jpg

InShot_20220623_174201564.jpg

InShot_20220623_174128039.jpg

InShot_20220623_173947712.jpg

Camera: Samsung.
Model: M31s.

যাইহোক আজকের পর্ব এপর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটি মন্তব্য আমাকে নতুন এবং ভাল কিছু করার উদ্যোগ যোগায়।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Great job you did my friend, thanks for sharing with us all.

Thank you so much brother

Wow this is really amazing things you share with us. I have never seen it before.

Thank you so much brother

Wow this is really amazing things you share with us. I have never seen it before.

Thank you again

দুর্দান্ত হয়েছে আপনার ম্যাক্রো ফটোগ্রাফি।

Thank you ❤️😊