Microscopic Photography Of Cat Fish|| BOC || June-12/06/2022 || 10% beneficial to @beautycreativity.

in hive-144064 •  3 years ago 

প্রিয় বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা ? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন । প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন।
সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি।

প্রতিদিন নতুন নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে।আমি অধিকাংশ সময় বিভিন্ন ফটোগ্রাফি বেশি শেয়ার করি, কারন আমার ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে। সামনে ভালো ফটোগ্রাফি করার মত কিছু পেলে তা ক্যামেরাবন্দি করতে একদমই ভুল হয়না।

আজ আপনাদের সামনে উপস্থাপন করবো মাগুর মাছের দুই দিনের বাচ্চার কিছু microscopic Photography যা গতকাল আমি ব্রিডিং করেছি। এবং সাথে থাকবে artemia এর বাচ্চা যা মাছের খাবার হিসেবে ব্যাবহার হয়। আশাকরি আপনাদের ভালো লাগবে।

InShot_20220612_201003379.jpg

আপনারা হয়তো জানেন আমি কিছুদিন আগেই মাছের ব্রিডিং সম্পর্কে একটা টেনিং নিয়ে এসেছি। ওখানে নানা জাতের মাছ ব্রিডিং এর ট্রেনিং দেওয়া হয় আমাদের। বিশেষ করে IMC এর ট্রেনিং দেওয়া হয়। তাই আমার খুব ইচ্ছে ওখান থেকে ফিরে এসে নিজে কিছু একটা ব্রিডিং করবো। এবং সৃষ্টিকর্তার অশেষ কৃপায় গতকাল আমার ওই ইচ্ছে পূরণ হয়েছে। যেহেতু আপনারা আমার অন্য একটা পরিবার তাই মনে হলো এই মুহূর্ত টা আপনাদের সাথে share করি।

InShot_20220612_201446570.jpg
ব্রিডিং করানোর জন্য আমাদের ক্যাম্পাসের মধ্যেই একটা আলাদা ব্রিডিং ট্যাঙ্ক রয়েছে। তবে সেটা খুব বেশি ব্যাবহার করা হয়না। কিন্তু আমি এবং আমার কিছু কাছের বন্ধু মিলে ব্রিডিং ট্যাঙ্কটা ব্যাবহার এর উপযোগী করে তুলি। এবং আমাদের একজন অভিজ্ঞ প্রফেসর আর সাহায্য নিজে ব্রিডিং করার প্রস্তুতি নি। বেশ কিছুটা সফলতা অর্জন করেছি।

প্রথমে পুরুষ এবং স্ত্রী মাগুর মাছকে আলাদা করে তাদের সনাক্ত করা হয়। তারপর তাদের হরমোন প্রয়োগ করা হয় ডিম ছাড়ার জন্য। হরমোন প্রয়োগ এর ২৪-৩৬ ঘণ্টার মধ্যে মধ্যে স্ত্রী মাছ ডিম ছেড়ে দেয়। তারপর ডিম আলাদা করে ব্রিডিং ট্যাঙ্ক এর মধ্যে রেখে বিভিন্ন উপায়ে পোনা উৎপন্ন করা হয়েছে। যা এখন আপনার দেখতে পারছেন। এবং মাছের খাবার হিসেবে artemia ও চাষ করা হয়।

এখানে সব ফটোগুলো microscopic এবং সব গুলোই দুই দিনের বাচ্চা। যা ব্রিডিং ট্যাঙ্ক থেকে তুলে microscop এর নিচে রেখে দেখা হয়েছে। চলুন তাহলে ফটো গুলো দেখে নেওয়া যাক।

InShot_20220612_201514502.jpg

InShot_20220612_201414526.jpg

InShot_20220612_201318977.jpg

InShot_20220612_201251405.jpg

InShot_20220612_201155686.jpg

InShot_20220612_201117977.jpg

InShot_20220612_201044625.jpg

Camera: Samsung.
Model:M31s.

আজকের পর্বটা এই পর্যন্ত ছিল । আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।

【◆●ধন্যবাদ সবাইকে●◆】

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

This is a very extraordinary process, my friend.

Thank you brother for your comment ...♡♡

মাইক্রোস্কোপিক ফটোগুলো দেখতে খুবই ভালো লাগছে I মাছের জীবন দশার প্রথম পর্যায়ের এমন ফটো আমরা সাধারণভাবে সবাই দেখতে পায় না, সেই সুযোগ করে দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ I
image.png

Thank you for this cemment