গঙ্গা নদী সনাতন ধর্মাবলম্বীদের কাছে সব থেকে পবিত্র নদী। আমি একজন সনাতন ধর্মের অনুসারী হওয়াতে এটা আমি মনে প্রানে বিশ্বাস করি। এবং এই গঙ্গা নদী ভারতের জাতীয় নদী। গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে এটা মোটামুটি আমরা সবাই জানি। সনাতন ধর্মে গঙ্গা নদীকে স্বর্গের নদী বলেও গণ্য করা হয়ে থাকে। বর্তমানে এই নদী ভারত ও বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল দিয়ে বিস্তৃত। এটি পৃথিবীর সব থেকে বড় নদী প্রণালী সমূহের এর মধ্যে একটি।
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই..? আশাকরি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের পর্বে গঙ্গা নদীর ঘাটে কাটানো কিছু সুন্দর মুহূর্ত share করবো। আশাকরছি আপনাদের একটু হলেও ভালো লাগবে।
যারা মোটামোটি আবহাওয়ার খবর রাখেন ,তারা সবাই জানেন যে কলকাতাতে এখন কি পরিমাণে গরম পরছে। 40-42৹c তাপমাত্রা থাকে দুপুর বেলা। এই গরমে সত্যি ঘরে থাকা দায়। তাই কিছু সময়ের জন্য হলেও যারা মনকে এবং শরীল ঠান্ডা করতে চায় তাদের জন্য গঙ্গার ঘাটের বিকল্প কিছু হয় না।
ব্যক্তিগতভাবে গঙ্গার ঘাট আমার খুব পছন্দের একটা জায়গা। সময় পেলেই বেরিয়ে পড়ি বন্ধুদের সাথে গঙ্গার ঘাটের হাওয়া খাওয়ার জন্য। বিকাল হলে এখানে দেখা যায় নানান পেশার এবং নানান বয়সের মানুষের সমাগম। কেউবা আসে নদীর পাড়ে বসে হাওয়া খেতে আবার কারোবা ইচ্ছে হয় নৌকা করে নদীর বুকে কিছু সময় এর জন্য ঘোরার।
তবে এখানে নৌকা করে ঘোরার খরচ একটু বেশি। 300 টাকা করে নেয় মাত্র 30 মিনিট এর জন্য। আবার কিছু মানুষ অনেক দূর পড়ি দিয়ে আসে গঙ্গা জল সংগ্রহ করার জন্য। কারণ হিন্দু ধর্মালম্বীদের মতে গঙ্গার জল ছাড়া কোন ধরনের পূজা এবং সৎকার অনুষ্ঠিত হয় না।
আমার বাড়ি থেকে গঙ্গার ঘাট খুব বেশি দূর না। ট্রেনে করে এক ঘন্টার মতো সময় লাগে। তবে বিকাল হলে গঙ্গার পড়ে যে ঠান্ডা হাওয়া দেয় তাতে মন প্রাণ সব জুড়িয়ে যায়। চলুন কিছু ফটোগ্রাফি দেখে আশা যাক। হয়তো গঙ্গার হাওয়া খাওয়াতে পারবো না আপনাদের তবে কিছু সুন্দর মুহূর্ত আমার তোলা ফটোর মাধ্যমে তুলে ধরতে পারবে।
Place: গঙ্গার ঘাট
Camera:Samsung.
Model:M31s.
যাই হোক আজকের পর্ব টা এই পর্যন্ত ছিল । আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।
আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ সুন্দর হয়েছে । গঙ্গার ঘাট থেকে তোলা এত সুন্দর দৃশ্য দেখে মনটা ভরে গেল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much for this comment...
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
I like your photography, my friend, thank you for sharing.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much brother for your comment..
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit