Hello friends,
কেমন আছেন সবাই? আশাকরি সবাই খুব ভালো আছেন,সুস্থ আছেন,ভালো কাজের মধ্যে দিয়ে আছেন।আজকাল যা গরম পড়েছে তাতে ঘরে টেকা দায়। বিকাল হলেই বাইরে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছি। তবে এই সময়টাতে একটু বৃষ্টি হলে মন্দ হতো না কিন্তু।
আমার আজকের নিবেদন আপনাদের জন্য আমার নিজের হাতে লেখা একটা কবিতা, "অকাল বৃষ্টি". আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে আমার কবিতাটা। আমার লেখা কবিতা আপনাদের মনে হালকা দোলা দিতে পারলেই আমার সার্থকতা।
Source:https://pixabay.com/photos/yellow-bells-flowers-raindops-rain-4382715/
খরতাপ বিনিময়ে বৃষ্টি দাও
একাকী গৃহকোন ধুরেই থাক
আজকে স্নান নয় অবগাহন
রিক্ত তারারাও সিক্ত হোক।
মুঠোটে ভেজা ভেজা সূর্যোদয়
ধুলোতে ধোঁয়াশা স্নেহের পথ
যদিবা আলগোছে জীবন চাও
সবার মতো হোক তোমার মত।
তোমার আনমনা খেয়ালি মন
সুদূর প্রসারিত স্নিগ্ধ চর
আমার ডানওয়ালা জল ফড়িং
না দেখা নির্জনে বাধবে ঘর।
এখনো পথ বাকি অনেকে দূর
ক্লান্ত পথিকের উদাস চোখ
জন্মে জন্মে আমি তোমায় চাই
রিক্ত পৃথিবী সিক্ত হোক।
আজকের মত আমার ব্লগ এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।