Hello friends,
কেমন আছেন সবাই। আশাকরি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন। আজ আপনাদের সামনে কিছু fresh water fish এর ফটো নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
একজন fishery student হওয়ার দরুন আমাকে নিয়মিত fish market survey করতে হয়। আজ তাই গিয়েছিলাম আমাদের বাড়ির পাশের একটা মাছের আরোতে। ওখান থেকে আমার যা কাজ ছিল তা শেষ করে কিছু ফটো তুলি আমি যাতে আপনাদের সাথে share করতে পারি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কি fish রয়েছে আজকের পর্বে।
এটা হলো Payra chadi fish। এটা সামুদ্রিক। আমাদের এখানে খুব বেশি দেখা যায় না। বিশেষ করে সমুদ্র তীরবর্তী এলাকায় এদের অধিক পরিমান দেখা যায়।
Pabda fish...এটা আমাদের এখানে প্রচুর পরিমান পওয়া যায় । এটা mainly fresh water fish... পুকুর,খাল, বিল এবং নদীতে এদের বেশি দেখা যায়।
Khoyra ilsha ... এটা সামুদ্রিক fish। দেখতে ইলিশ মাছ এর মত হলেও খেতে মোটেও ইলিশ মাছ এর মত না। অনেকে জায়গাতে একে নোনা ইলিশ ও বলা হয়ে থাকে।
It's catfish(magur fish).. এটা সাধারণত বিলে প্রচুর পরিমান দেখা যায়। এরা খুব কম অক্সিজেন এ বেঁচে থাকতে পারে। এই মাছ খেতে খুবই সুস্বাদু। তবে দাম একটু বেশি হওয়ায় সাধারন মানুষ এর নাগালের বাইরে থাকে বেশির ভাগ সময়ে।
জিয়োল মাছ(cat fish)..এটাও এক প্রকার catfish । বিলে প্রচুর পরিমান দেখা যায়। তবে পুকুরে এবং কৃত্তিম উপায়ে এদের চাষ করা হয়ে থাকে প্রচুর পরিমানে চাহিদা থাকার কারণে।
Foli fish ... এটা fresh water fish। খালে বিলে প্রচুর পরিমানে পওয়া গেলেও এদের পুকুরে চাষ করা হয়। এই মাছ খেতে খুবই সুস্বাদু। তবে প্রচুর পরিমানে কাঁটা থাকে।
Lote fish... এটা সামুদ্রিক মাছ। এই মাছ জল থেকে তোলার সাথে সাথে মারা যায়। তবে খেতে খুবই সুস্বাদু। নরম মাছ হওয়ার জন্য অনেকে এই মাছ খেতে খুব বেশি পছন্দ করে না।
Indian snake(kuche fish)... দেখতে অনেকটা সাপের মত এই মাছটি কাঁদার নীচে থাকতে পছন্দ করে। খালে বিলে প্রচুর পরিমান দেখা যায় এই মাছ। সাপের মত আকৃতির এই মাছ অনেকে খেতে ভয় পায়। কেউ কেউ তো আবার ঘিন্নাও করে। তবে এই মাছ খেলে শরীরে রক্ত বৃদ্ধি পায়।
Sting ray fish... এটি সামুদ্রিক মাছ। খওয়া তো দূরের কথা অনেকে এই মাছ ভালো করে চেনেও না। তবে খেতে খুবই ভালো।
এই মাছটির নাম জানা নাই। আপনাদের মধ্যে কারো জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন।
আশা করছি আজকের ব্লগ আপাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।
সাপের মত মাছ টা দেখে সত্যি বলতে অনেকটাই ভয় লাগলো এবং আজকে দেখলাম আমি নিজ চোখে। বেশ ভাল লাগলো। দারুন কিছু মাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হা..হা..হা... ছোট বেলায় আমিও খুব ভয় পেতাম মাছটি দেখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ @razuan12 ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন কিছু মাছের সাথে আপনি আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন। এখানে অনেক মাছ আমার খুবই পছন্দের। ধন্যবাদ আপনাকে এই মাছের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Nice photography of fishes . Thank you for sharing with us
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you also for your most valuable comment @ronggin
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাছের কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। এখানে অনেক মাছ আমার পরিচিত আবার কিছু অপরিচিত। তবে আপনার পোস্ট ভালো ছিল।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ @sadia-bd আপনার মূল্যবান কমেন্ট এর জন্য। আশা করছি পাশে থাকবেন। আপনাদের এই অতি মূল্যবান কমেন্ট গুলো আমাকে নতুন কন্টেন্ট তৈরি করতে উদ্বুদ্ধ করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit