Hello Friends,
কেমন আছেন সবাই। আশাকরি সবার খুবই ভালো আছেন।কিছুদিন আগে আমি সৃজনী শিল্পগ্রাম নিয়ে একটি এপিসোড তৈরি করেছিলাম। এই গ্রাম নিয়ে অনেকগুলো এপিসোড হবে। সৃজনী শিল্পগ্রাম এর আজকের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এই জাদুঘরটিতে সাধারণত East india আর Northeast India দের living culture তুলে ধরা হয়েছে। আজকের পর্বে তাদের ব্যবহৃত কিছু পোড়া মাটির তথা টেরাকোটার জিনিসপত্র আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে।
পোড়ামাটির তৈরি জিনিসপত্র বাঙালি সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এখনকার সময়ে মানুষ কাঁচ ও চিনামাটির জিনিস ব্যাবহার করলেও কিছুকাল আগে পর্যন্ত মানুষ টেরাকোটার তৈরি বিভিন্ন দ্রব্য সামগ্রী ব্যবহার করত।
চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের আজকের পর্বে কি কি রয়েছে●●●●●
এই অসাধারণ শিল্পকর্মটি হলো পোড়া মাটির তৈরি ফুলদানি। যা ঘরের শোভা বর্ধনের জন্য ব্যাবহার করা হতো। এই পোড়ামাটির জিনিসটিকে মাতৃরূপে তৈরি করা হয়েছে, যা এর সৌন্দর্য আরো অনেক গুণে বাড়িয়ে দিয়েছে।
এখানে রয়েছে পোড়ামাটির তৈরি একটি হাতি। এবং পাশে রয়েছে সন্ধ্যা প্রদীপ জ্বালানোর জন্য তিনটি প্রদীপ। যেটাকে মানুষের আকার দেওয়া হয়েছে এবং তাদের মাথার উপর প্রদীপ জ্বালানোর ব্যাবস্থা করা হয়েছে।
এখানে রয়েছে পোড়ামাটির তৈরি রাঁধা কৃষ্ণ, মা স্বরস্বতী ও মাটির তৈরি ঘট। এই ঘটগুলো সাধারণত খুচরো পয়সা জমানোর জন্য ব্যাবহার করা হতো। যা এখনকার সময়ে খুব একটা দেখা যায় না।
পোড়ামাটির তৈরি অসাধারণ দুটি হাতি। ঘরের শোভা বাড়ানোর জন্য ব্যাবহার করা হতো।
এই অসাধারণ শিল্পকর্মটাতে ভগবান শ্রীকৃষ্ণকে সাপের মাথার উপর দাঁড়িয়ে বাঁশি বাজাতে দেখা যাচ্ছে। এবং তার চারপাশে অসংখ্য সাপ তাকে ঘিরে ফণা তুলে দাড়িয়ে আছে।
কারুকার্য ভরা এই অসাধারন শিল্পকর্মটি হল পোড়ামাটির তৈরি একটি ঘোড়া।
এখানে পোড়ামাটির তৈরী জিনিসের মাধ্যমে সংগীতচর্চার এক অপরূপ সৌন্দর্য তুলে ধরা হয়েছে এবং দুই পাশে দুটি হাতি দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
এই অসাধারণ পোড়ামাটির তৈরি শিল্পকর্মটি একটি হলো বাঘের অন্যটি মা মনসার, যেখানে মা মনসার মাথার দুই পাশে দুটি সাপ ফণা তুলে দাঁড়িয়ে আছে।
সবথেকে শেষের শিল্পকর্মটি মাটির তৈরি না এটি একটি পাথরের তৈরি মূর্তি। যেখানে একটিতে মা তার শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছে এবং অন্যটিতে মা তার শিশুকে কোলে তুলে আদর করছে।
যতদূর অব্দি পেরেছি আপনাদের সাথে share করলাম। আসা করি আপনাদের ভালো লাগবে।
Thank you for showing some of your photography with us.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@jasonmunapasee These are terracotta... This is a part of our culture ... Thank you for your most valuable comment bro
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit