Beauty of Creativity-তে আমার পরিচিতি পোস্ট।steemCreated with Sketch.

in hive-144064 •  8 months ago 

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন আপনারা? আমার নাম মুহাম্মদ সাব্বির আকিব। Beauty of Creativity-তে এটি আমার পরিচিতিমূলক লেখা।

আমার সম্পর্কে

আমার নাম মুহাম্মদ সাব্বির আকিব। আমার স্টিমিট আইডির ইউজার নেইম @sabbirakib। আমি একজন বাংলাদেশ এবং বয়স ২৮ বছর। আমার গ্রামের বাড়ি ইলিশের রাজধানী হিসাবে খ্যাত জেলা চাঁদপুর। আমি বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকার অন্তর্গত সাভার উপজেলাধীন আশুলিয়া থানায় পরিবারসহ বসবাস করি।

IMG_20240615_151905_676.jpg

আমার পরিবার

আমার পরিবার বলতে আমি, আমার স্ত্রী এবং বাবা-মা। আমরা একসাথেই থাকি। আমার একজন ছোটবোন আছে যে বর্তমানে তার স্বামীর সাথে থাকে।

পড়াশোনা

আমি ২০১১ সালে বিজ্ঞান বিভাগে এস.এস.সি এবং ২০১৩ সালে বিজ্ঞান বিভাগে এইস.এস.সি পাস করেছি। ২০১৮ সালে বাংলাদেশ জাতীয় বিশ্বিবিদ্যালয়ের অধীনে রসায়ন বিষয়ে স্নাতক (অনার্স) সম্পন্ন করেছি।

কর্ম-জীবন

সর্বপ্রথম একটি রি-এজেন্ট কোম্পানিতে আমি প্রমোশন স্টাফ হিসাবে কর্ম-জীবন শুরু করি। এরপর, একটি স্কুলে কিছুকাল শিক্ষকতা করি। ২০২০ সালে কোভিড-১৯ এর আক্রমণের পর থেকে পেশা পরিবর্তন করে একজন ফার্মাসিস্ট হিসাবে কাজ শুর করি এবং বর্তমানে এই পেশাতেই আছি।

শখ

ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আমার অন্যরকম আকর্ষণ ছিল। চাইতাম বড় হয়ে খেলোয়াড় হওয়ার। কিন্তু বাবা-মায়ের বাধার কারনে তা আর হয়নি। কিন্তু আগ্রহ থেকেই গেছে। এছাড়া বই পড়ার একটা ঝোঁক সবসময়ই ছিল। পাওলো কোয়েলহো এবং জেমস রোলিন্স আমার পছন্দের দুজন সাহিত্যিক। দেশি সাহিত্যিকদের মধ্যে সৈয়দ মুজতবা আলী, সৈয়দ ওয়ালীউল্লাহ, আবু ইসহাক আমার বেশ প্রিয়। কবিদের মধ্যে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথই বেশি পড়া হয়। ওপার বাংলার শরৎচন্দ্র, বিভূতিভূষণ এবং সমরেশ বাবুর লেখা ভালো লাগে। তবে, বর্তমানে প্রবন্ধ এবং গবেষণাধর্মী লেখাই বেশি পড়া হয়। গান শুনা এবং শাহরুখ খান ও এনিমেশন মুভি আমার ব্যক্তিগত আরেক পছন্দ।

কিভাবে আমি স্টিমিটে এলাম?

আমি স্টিমিট সম্পর্কে প্রথম জানতে পারি ২০১৯ সালে একজন বাংলাদেশি ইউটিউবারের কাছ থেকে। উনার নাম ফারুক সজল। উনার ইউটিউব চ্যানেলের নাম Tech Bangla Pro. অনলাইন আর্নিং সাইট হিসাবে উনি স্টিমিটের কথা বলেন। উনার কথা শুনে আমি তখন এখানে একটি একাউন্ট খুলি। তখন বিভিন্ন বটের মাধ্যমে আপভোট নেয়া যেত। তখন stimitbd নামে একটি বাংলাদেশি কমিউনিটি সম্পর্কে জানতে পারি। কয়েকমাস আমি স্টিমিটে কাজ করার পর আগ্রহ হারিয়ে ফেলি। এই মাসের শুরুর দিকে আবারও স্টিমিটে ফিরে আসার চিন্তা থেকে নতুন একাউন্ট ক্রিয়েট করি। কারন আমার আগের আইডি, পাসওয়ার্ড কিছুই আমার মনে নেই এবং সংরক্ষণও নেই। তবে, ওই কমিউনিটিতে @hafizullah ভাই দায়িত্বশীল ছিল। এই হিসাবে উনাকে চিনি আমি। উনি আমাকে অবশ্য চিনেনা।

কেন আমি ফিরে এলাম?

প্রথমে আমি যে উদ্দ্যেশে এখানে এসেছিলাম, সেই একই অর্থনৈতিক কারনেই এখানে ফিরে এসেছি। কিন্তু এই দীর্ঘ সময়ে অনেক পরিবর্তন এসেছে এখানে। এখন আর আগের মত বিড করে বট থেকে আপভোট নেয়ার সিস্টেম নেই যা অনেক পজেটিভ একটি পরিবর্তন। এছাড়া অনেক কমিউনিটি গড়ে উঠেছে যারা আমাকে এখন বেড়ে উঠতে সাহায্য করতে পারে। এছাড়া, তখনকার সময়ে যে পরিমাণ ধৈর্য্য ছিল তা এখন বহুগুণ বেড়েছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for Joining our BOC community.


boc welocme message.png

Keep sharing the creative and quality content. You can share creative content like Art, Photography, Traveling, Music, Poetry, and Lifestyle, etc without any limits. I would like to request you to join our discord server by just clicking on the above BoC poster.
BoC- line.png
Some Rules and Regulations that you must have to follow. Community Rules.

Thank you and all the community members for make me a part of this. I will follow the rules. Thank you again.