আমার প্রথম পোস্ট Paper Flowers ফটোগ্রাফি by @sagor7262 ||২৫ জুন ২০২৪||

in hive-144064 •  7 months ago 

আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভাল আছি।
steemit এ Beauty of creativity কমিউনিটির একজন ভেরিফাইড সদস্য হিসেবে বিবেচিত হওয়ায় আমি অনেক খুশি।
ধন্যবাদ জানাই সকল মডারেটর এবং এডমিনদের এবং সকল সদস্যদের যারা এই প্ল্যাটফর্মে নিয়োজিত
আমি সাগরের হোসাইন। আমার steemit আইডির নাম @sagor7262 .
আমি বাংলাদেশের জন্মগ্রহণ করেছি এবং ঢাকা মিরপুর বসবাস করি।
আজকে আমি steemit এ Beauty of creativity কমিউনিটিতে প্রথম পোস্ট করতে যাচ্ছি। ভুল ত্রুটি হলে সবাই আমাকে ক্ষমা করবেন।

আজকে আমার পোষ্টের বিষয় Paper Flowers.

IMG20240625144415.jpg

IMG20240625144354.jpg

IMG20240625144236.jpg

ফুলটির নাম হল paper flowers. এই ফুলটি আমাদের বাড়ির গেটে লাগানো হয়েছে। এই ফুলটি আমার আম্মু আজ থেকে চার বছর আগে এক জায়গা থেকে ডাল নিয়ে এসে লাগিয়েছিল আস্তে আস্তে বড় হতে হতে আজ এত সুন্দর একটি রূপ নিয়েছে। যা আমাদের বাড়ির গেটটাকে অনেক সুন্দর করে তুলেছে। যে দেখে সেই এসে প্রশংসা করে এবং ডাল ভেঙে নিয়ে চলে যায় ফুল গাছ লাগাবার জন্য।
ফুল গাছটি আমাদের গেটটাকে অনেক সুন্দর ও আকর্ষণীয় করে তুলেছে

IMG20240625144403.jpg
ফুল আমাদের পরিবেশকে সুন্দর করে তোলে তাই আমাদের উচিত আমাদের পরিবেশকে সুন্দর করে তোলা।
সকলের সুস্থতা কামনা করে শেষ করছি
ধন্যবাদ।
@sagor7262

IMG_20240625_150419.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Beautifully colored bougainvillea flowers

thanks for your nice comment

You have done a lot of beautiful flower photography. The post would look better if there were more photography.

many many thanks for your good comment

অনেক চমৎকার করে ফুলের ফটোগ্রাফি করেছেন। এরকম সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখলে অনেক বেশি ভালো লাগে। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য। দোয়া করবেন যেন আরো অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে পারি।