BOC-photography ||| কিছু পাঞ্জাবির ফটোগ্রাফি ||| original photography by @saymaakter.

in hive-144064 •  5 days ago 

আসসালামু আলাইকুম।আমার প্রিয় কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা করি পরিবারসহ অনেক সুন্দর সময় অতিবাহিত করছেন এবং সুস্থতার সঙ্গে জীবন যাপন করছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় ও মহান সৃষ্টিকর্তার রহমতে পরিবারসহ বেশ সুন্দর সময় অতিবাহিত করছি।

Messenger_creation_68F0EFC6-379C-4837-AC7A-7518B1182057.jpeg


আমি সবসময় আপনাদের মাঝে নতুন ও ইউনিক কিছু ব্লগ নিয়ে হাজির হতে চেষ্টা করি। ঠিক আজকেও তার ব্যতিক্রম নয় আজকে আপনাদের মাঝে আমার প্রতিষ্ঠানের "কিছু পাঞ্জাবির ফটোগ্রাফি" নিয়ে হাজির হতে চলেছি। জানিনা আমার প্রতিষ্ঠানের প্রোডাক্ট গুলোর ফটোগ্রাফি আপনাদের কাছে কেমন লাগে? তবে আমি চেষ্টা করে যাচ্ছি নিত্য নতুন কিছু ডিজাইন আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।চলুন আর কথা না বাড়িয়ে "কিছু পাঞ্জাবির ফটোগ্রাফি"তে কি আছে তা দেখে নেওয়া যাক।

Messenger_creation_0FDC8D2F-ED72-44FB-854C-8186E601AFC0.jpeg

ইতিপূর্বেই আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে আমাদের প্রতিষ্ঠানে গ্রামের অবহেলিত মহিলারা কাজ করে এবং তাদের হাতের কাজগুলো আমরা চেষ্টা করি সমাজের উচ্চ বিত্তশালী ব্যক্তিদের কাছে পৌঁছানোর। আমরা সব সময় ব্যতিক্রম কিছু ডিজাইন করার চেষ্টা করি আর আমাদের ডিজাইনগুলো সচরাচর মার্কেটে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় তার থেকে আলাদা।

Messenger_creation_FD09DADC-AAA1-4953-A8B9-80F73BF47A54.jpeg

আমাদের কাজগুলোতে সবসময় হাতের কিছু ছোঁয়া থাকে আর হাতের কাজ যারা পছন্দ করেন তাদের জন্য আমার প্রতিষ্ঠানের প্রোডাক্টগুলো।আমাদের প্রোডাক্ট গুলো যারা একবার ব্যবহার করেন তারা দেখা যায় পরবর্তীতে বারবার আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের প্রোডাক্টগুলো নেওয়ার ব্যবস্থা করেন।

Messenger_creation_FD09DADC-AAA1-4953-A8B9-80F73BF47A54.jpeg

আমার কাছে সবচেয়ে ভালো লাগে গ্রামের মূর্খ এবং অবহেলিত মহিলাদের সঙ্গে সব সময় কাজে ব্যস্ত থাকতে।আর তাদেরকে দিয়ে ডিজাইনগ গুলো সুন্দরভাবে সম্পূর্ণ করতে শেখানো এবং কিভাবে একটি ডিজাইনকে হাতের কারু কাজ দিয়ে ফুটিয়ে তুলে সবার সামনে প্রেজেন্ট করতে হয় এটি শিখাতে পেরে।

Messenger_creation_040F50C2-1734-461C-9151-A74C23B51170.jpeg

আজকে এখানে শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোন ডিজাইন এবং নতুন কোন ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর আমার প্রতিষ্ঠানের জন্য আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রইল।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

AhJsV6XYV7USCpVQSP6xeMxYsWVJaE8WTzynEANvxzTFSbqMkxPQ3CxcfKauVQDjFKHD1UTGjmGaLRT2gC27VkcgonJbyTJTgokqQEfUvV...wiYR15XX8JZ1BjagiuBWrUarmbvJdRPY2ubXQ8Qe7wfGQjr8AnkTaz3gvmKMpAkoxT7ZHwMruRSVY7u9b2Cip2FEDQWmNpvyndtGNQsZcJZMEMSihTVaGw5tR.webp

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1QzUZYGznMCyQnFD4nxxwFrVspj7L3tgoPevhHPr4eBxzjMVQeEEC4BZAN5YLBtp6jWcr1kB2hTZfVgS2.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi, @saymaakter

You are not following the rule of the beneficiary.

Set 10% beneficiary to the community account @beautycreativity.

Read more about setting beneficiary here

Join us on Discord