BOC-lifestyle ||| ব্যবসায়িক সম্পর্ক ||| original writing by @saymaakter.

in hive-144064 •  6 days ago 

আসসালামু আলাইকুম। আমার প্রিয় কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা করি পরিবারসহ সুস্থ আছেন এবং সুন্দর সময় অতিবাহিত করছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও মহান আল্লাহ তায়ালার রহমতে পরিবারসহ ভালো আছি।

IMG_20241224_141303.jpg


আজকে আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি। তবে আমি চেষ্টা করি সব সময় বাস্তব ভিত্তিক এবং ব্যতিক্রমী কিছু বিষয় নিয়ে হাজির হওয়ার জন্য।আমি আপনাদের মাঝে লাইফ স্টাইল পোস্ট "ব্যবসায়িক সম্পর্ক" নিয়ে হাজির হতে চলেছি।জানিনা আমার এই পোস্টটি আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে। তবে আপনাদের সুচিন্তিত মতামত এবং আপনাদের সুন্দর সুন্দর পরিকল্পনা যদি পাই তাহলে আমি উপকৃত হব।চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টে ঠিক কি লিখেছি তা দেখে নেওয়া যাক।

IMG_20241224_141245.jpg

আমি মাঝেমধ্যেই বিভিন্ন এক্সিবিশনে যাই কারণ আমার ব্যবসায়িক সম্পর্ক সকলের সঙ্গে যদি বৃদ্ধি না করতে পারি।তাহলে আমার ব্যবসাটাকে বড় করতে পারবো না, এ কারণেই বিভিন্ন এক্সিবিশনে যেতে হয়।ঠিক সে কারণেই এবারও একটি এক্সিবিশনে গিয়েছিলাম আর সেখানে যাওয়ার পরে অনেক ভালো ভালো উদ্যোক্তাদের সঙ্গে পরিচয় হয় এবং তাদের খুব সুন্দর ব্যবহার পেয়ে কাজ করার প্রতি অনেক আগ্রহ বেড়ে যায়।

IMG_20241224_141234.jpg

অনেক উদ্যোক্তার জীবন কাহিনী শুনেছি এবং তাদের ধৈর্য এবং সাহসিকতা দেখে নিজের ধৈর্য্য এবং সাহসিকতা অনেক গুণ বেড়ে গেছে।আসলে সবার কথা ভালোভাবে না শুনলে নিজের আগ্রহটা ওইভাবে বৃদ্ধি পায় না। তাই মাঝে মাঝে ইচ্ছে করেই বিভিন্ন উদ্যোক্তাদের সঙ্গে কথা বলি এবং তাদের যে ধৈর্য ও সাহসিকতা এগুলোর কথাগুলো আমি বেশি মনোযোগ দিয়ে শুনি। এতে দেখা যায় আমার যখন ধৈর্য্যচুত হয়ে যায়। তখন তাদের কথাগুলো মনে পড়ে এবং তখন ধৈর্য ধারণ করার শক্তি এবং সাহস পায়।

IMG_20241224_141344.jpg

আর এ ধরনের এক্সিবিশনে গেলে দেখা যায় বিভিন্ন উদ্যোক্তাদের বিভিন্ন ডিজাইনে এবং ক্রিটিভিটি দেখে নিজের ভিতরেও কিছু ক্রিটিভিটি সৃষ্টি হয়। আর সেই ক্রেটিভিটিগুলো পরবর্তীতে নিজের উদ্যোগের মধ্যে যায়। আর এতে দেখা যায় অনেক সময় অনেক বায়ারের কাছে সেই সৃষ্টি গুলো অনেক বেশি পছন্দ হয় এবং তারা অনেক বেশি পরিমাণে অর্ডার প্রদান করে থাকে। আর এই অর্ডারি হল একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি।কারণ একজন উদ্যোক্তার যদি অর্ডারের সংখ্যা কমে যায়। তখন সেই উদ্যোক্তার জীবনে নেমে আসে অনেক কষ্ট এবং আর সে সময়টা কখনো কোন উদ্যোক্তা আশা করে না।

IMG_20241224_141328.jpg

আজকের মত এখানেই শেষ করছি আবারও কোন নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPUKjCNMssSxJkvgdsvpaUg8sN31ZfHCz6JrQC2krxSWBpMM6B2MmeCBSnH4MX5e3W8HXJ11zQE.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1QzUZYGznMCyQnFD4nxxwFrVspj7L3tgoPevhHPr4eBxzjMVQeEEC4BZAN5YLBtp6jWcr1kB2hTZfVgS2.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Screenshot_2025-02-08-15-57-03-376_com.peak.jpg

Screenshot_2025-02-08-15-51-47-021_com.android.chrome.jpgScreenshot_2025-02-08-15-50-20-210_com.coinmarketcap.android.jpg