বন্ধুরা এই প্রথম বিউটি অফ ক্রিটিভিটি তে প্রথম ফটো কনটেস্টে যোগদান করলাম।প্রথমেই বিউটি অফ ক্রিটিভিটি কমিউনিটি মডারেটরদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমন সুন্দর একটি প্রতিযোগিতামূলক ফটো কনটেস্ট তৈরি করার জন্য।অবশ্যই আমরা সবাই একসাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করব যেখানে হারজিত এটা কোন বড় কথা নয়।বড় কথা হচ্ছে সবাই মিলে একসাথে কাজ করব এবং সবাই মিলে একসাথে আগামী দিনের পথ চলতে একে অপরের সহযোগিতা কাম্য করব।আর এটাই হচ্ছে আমাদের বাস্তব জীবনের কিছু অসম্প্রদায়িক নিয়ম।
তো বন্ধুরা চলো শুরু করা যাক আমার আজকের ফটোগ্রাফী কনটেস্ট রাস্তা হিসেবে নিজের ছবি গুলো সংগ্রহ করেছিলাম সেই ফটোগ্রাফি সম্পর্কে কিছু তথ্য:
জনসংখ্যা নিয়ন্ত্রণে আমাকে কঠোর চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।
তা না হলে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে কখনোই সক্ষম হবো না।
বাংলাদেশের জনসংখ্যা
- দেশের জনসংখ্যা একটি বৃহত্তম সমস্যা।প্রতিনিয়ত আমাদের দেশের জনসংখ্যা খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। এদিকে ছোট্ট একটি দেশে আমাদের ফসলের জমি কমে যাচ্ছে যার ফলে সংখ্যা বৃদ্ধিতে ঘরবাড়ি তৈরি করতে ফসলের জমি ব্যবহার করা হচ্ছে।
এ সকল ফসলের জমি ব্যবহার করে ঘর বাড়ি তৈরি করার ফলে আমাদের দেশের খাদ্য সংকটে পড়তে হচ্ছে প্রতিনিয়ত এই।প্রতিবছর বাংলাদেশের যদি জন্মহারের থেকে মৃত্যু হার কম হয় সুতরাং ঘরে যদি 100 জন লোক জন্মগ্রহণ করে এবং 50 জন লোক মৃত্যুবরণ করে তাহলে সেখান থেকে প্রতিবছর প্রায় 50 জন লোক এমনিভাবে হিসাব করলে প্রতি বছর প্রায় আমাদের দেশে এক হাজারের বেশি জনগণ বৃদ্ধি পাচ্ছে।
শুধু মাত্র 1000 বললে ভুল হবে।হয়তোবা আমার কাছে সঠিক তথ্যটি আপডেট জানা নেই তার পরেও বলতে হয় এমনিভাবে প্রতিবছর যদি দেশের জনসংখ্যা বৃদ্ধি পায় কিন্তু আমাদের দেশের আবাদের জন্য পর্যাপ্ত পরিমাণে জমি বৃদ্ধি পাচ্ছে না।
সুতরাং প্রতিনিয়ত আমরা খাদ্য সংকটে পড়তে চলেছে এবং আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধিতে বড় ধরনের প্রভাব ফেলছে মানুষের মৌলিক চাহিদাগুলো মেটানোর সম্ভব হচ্ছে না
** এমন অবস্থা শোধরাতে ধীরে ধীরে আমরা খাদ্য সংকটে মারা যাব এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের অনেক বড় অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থেকে যায় **
সুতরাং আমাদের এই জনসংখ্যা দ্রুত রাস করতে না পারলে হয়তোবা আমরা একদিন এমন অবস্থায় পর্ব যেখানে বাসস্থান শিক্ষা চিকিৎসা খাদ্য বস্ত্র এককথায় মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে ব্যর্থ হব এবং আমরা নিরুপায় হয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে থাকব **
তাই আমাদের সকলের উচিত জনসংখ্যা নিয়ন্ত্রণ করা এবং দেশের জনসংখ্যা আছে তা যেন শক্তিতে রূপান্তরিত করা।
ফটোগ্রাফি | অরিজিনাল |
---|---|
ফটোগ্রাফি স্পর্ট | বাংলাদেশ, জনসংখ্যা বহুল একটি দেশ। বিশ্বের সব থেকে ঘনবসতিপূর্ণ |
ক্যাটাগরি | ™ বাংলাদেশের জনসংখ্যা |
ছবি তুলেছেন | আকাশ সরদার |
বন্ধুরা উপরোক্ত যে ছবিগুলো দেখতে পাচ্ছো এগুলো বাংলাদেশের কিছু পোশাক শিল্প কারখানার সামনে চাকরি নেওয়ার জন্য যে সকল মানুষ গুলো অবস্থান করেছিল আমি তাদের সম্পর্কে বলতে চেয়েছি।
একটি ফ্যাক্টরিতে সাধারণত 15 থেকে 20 জন লোক যেখানে নিয়োগ নেওয়া হয় সেখানে প্রায় 300 থেকে 400 জন মানুষ ছাগলের জন্য ভিড় করে। প্রকৃতপক্ষে এসব চাকুরীর জন্য ভিড় করে তাদের জীবিকা নির্বাহ করার চেষ্টা করা হয়ে থাকে।
কিন্তু সে ক্ষেত্রে তাদের কোনো ফায়দা হয় না।কেননা একটি কোম্পানিতে যদি 15 থেকে 20 জন লোক নিয়োগ দেওয়া হয় সেখানে তিন থেকে 400 জন এর লোকের কর্মসংস্থান কখনোই খুঁজে বের করা সম্ভব নয়। সুতরাং কোন কোম্পানি তো আর অপ্রয়োজনীয় লোক নিয়োগ দেবে না
- যেখানে কোম্পানির নিয়ম অনুযায়ী 15 থেকে 20 জন লোক নিয়োগ দেওয়া হবে সেখানে 30 জন কিংবা তার থেকে বেশি কিংবা অপ্রতুল লোক ভিড় করে কি লাভ।তারপরও বাংলাদেশের সাক্ষরতার হার আগের থেকে যদিও কিছুটা বৃদ্ধি পেয়েছে তার পরেও করণা মহামারীর কারণে নিচের চিত্রগুলো যদি একটু লক্ষ্য করা যায় তাহলে অবশ্যই দেখা যাবে যে পুরো রাস্তাঘাট ফাঁকা *
দেশের এই করণা মহামারীর সময় আমাদের সকলকে সচেষ্ট হয়ে কাজ করতে হবে এবং গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে। কিন্তু বাংলাদেশের 85 ভাগ মানুষই নিম্ন শ্রেণীর বৃত্ত মানুষ যেখানে তাদের নিজেদের জীবিকা নিজেরাই তৈরি করতে পারে না সেখানে তারা আর কিভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারে
তার পরেও যে সকল ব্যক্তি গুলো সরকারি অনুদান কিংবা চেয়ারম্যান মেম্বার গুলো রয়েছে সেগুলো কাছ থেকে কোন অনুদান আশা করা সম্ভব নয়।যদিও সরকার থেকে গরিব এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্যবস্থা করা হয় সেখানে শুধুমাত্র মন্ত্রী-মিনিস্টার রায় এবং দেশের চেয়ারম্যান-মেম্বারদের প্রকট এই সবগুলো চলে যায়।গরিব মানুষগুলো পায় শুধু পেট ভরা ক্ষুধা আর বাইরে বের হলেই পুলিশের হাতের ডান্ডার বাড়ি। তাছাড়া এই গরীবের কপালে আর কিছুই করতে পারে না।
তার থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে না পারলে আমাদের যে সমস্যাগুলো সম্মুখীন হতে হবে তা বড় ধরনের একটি চ্যালেঞ্জিং।দেশের যে সকল জনসংখ্যা এখনো বেকারত্ব রয়েছে সেগুলো কে যথার্থ কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে।
নিম্নআয়ের লোকগুলো মধ্যমায় লোকে রূপান্তরিত করতে বাংলাদেশ প্রধানমন্ত্রী কর্তৃক আয়োজিত একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে এবং সুন্দর বাংলা প্রত্যয় সবাইকে একযোগে কাজ করতে হবে।
- বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে এবং মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করার আপ্রাণ চেষ্টা করে যেতে হবে যেখানে খাদ্য চিকিৎসা বস্ত্র শিক্ষা এবং বাসস্থান নিষিদ্ধ করতে হবে কেননা এগুলো নিষিদ্ধ করতে না পারলে আমরা কখনই আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না
- দেশের যে সকল লোক নিম্নআয়ের চাকরি করে কিংবা নিম্নবিত্ত পরিবারে পেশাগত আছেন তাদের পাশে দাঁড়াতে হবে এবং সরকারি সহযোগিতা গুলো তাদের মাধ্যমে তাদেরকে মধ্যম আয়ের মানুষের উপকার করতে হবে তাহলে হয়তো বা দেশের কিছুটা উন্নতি সাধন করা সম্ভব।
- রা বুক বোয়াল নিধন করতে হবে। রাব্বুল বলতে আমি আসলে কিছু রাজনৈতিক নেতাদের বোঝাতে চেয়েছি কেননা তারা নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য সরকার থেকে যে অনুদান গুলো আছে সেগুলো নিজের পকেট এ নিয়ে রেখে দেয় এবং গরীব দুঃখী মানুষের থেকে কিছু না দিয়েই সবকিছুই একা একা ভোগ করে।সর্বপ্রথম তাদের ওপর আমাদের আন্দোলন চালাতে হবে