Hard working lucky materials-পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি

in hive-144064 •  4 years ago 

20210414_070722.jpg

জীবনে সঠিক এবং সুন্দর ভাবে গড়ে তুলতে হলে আমাদের অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া আমাদের জীবনকে সঠিক এবং সুন্দর ভাবে গড়ে তোলা সম্ভব নয়। মানুষের এখন অনেক পরিবর্তন এসেছে। তবে পরস্পরের মধ্যে চিন্তা-চেতনার ঐক্য খুবই কম দেখা যায়।যেমন ধরুন আমরা সবাই কিন্তু সপ্তাহে সাত দিন 24 ঘন্টা মুঠোফোনের মধ্যে ডুবে থাকি না নানান পরিসংখ্যান বলে কিশোরের আর তরুণদের মধ্যে প্রতি পাঁচজনের মধ্যে মাত্র একজন এই যন্ত্র বন্ধুটিকে ছাড়া আর ঘুমাতে পারে না।আমরা সবাই ধনী নয় কিন্তু পৃথিবীর ইতিহাসে বর্তমানে সবচেয়ে আমরা সবচেয়ে বেশি ধনী প্রজন্মের সদস্য চিন্তা করে দেখুন আগের সময়ে পৃথিবীর মানুষের চেয়ে আমরা কত বেশি সুযোগ-সুবিধা লাভ করতে পেরেছি।আমরা যদি আমাদের এই সকল সুযোগ সুবিধা আরো ভোগ করতে চায় তাহলে আমাদের অবশ্যই কঠোর পরিশ্রমের মাধ্যমে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে আমরা গড়ে তুলতে পারব আমাদের সেই কাঙ্খিত সুযোগ বলে।
আমরা যদি জীবনে কঠোর পরিশ্রম করতে না পারি তাহলে আমাদের জীবনে কখনোই সঠিক এবং সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে না। কেননা জীবনে পরিশ্রম হলো উন্নতির মূল চাবিকাঠি।ধরুন আপনি এখন থেকে পাঁচ দিন চিন্তা করলেন যে এই পাঁচ দিন সময়ের মধ্যে হয়তো বা আপনি 5000 টাকা সংরক্ষণ করবেন।কিন্তু আপনি যদি শুধু শুধু চিন্তা করে থাকেন এবং সেই চিন্তা অনুযায়ী যদি আপনি বসে থাকেন তাহলে আপনি কখনই সেই কাঙ্খিত 5000 লক্ষ্যে পৌঁছাতে পারবেন না।
তবে আপনি যদি সঠিক সময়ে এবং সঠিক পরিকল্পনা মাফিক সেট 5000 টাকার জন্য সঠিক পরিশ্রম করে যান তাহলে আপনি অবশ্যই প্রয়োজন মতো এবং সময়মতো সেই 5000 টাকা ম্যানেজ করতে অবশ্যই পারবেন।ঠিক তদ্রুপ আমাদের জীবনকে সঠিক এবং সুন্দর ভাবে গড়ে তুলতে হলে সর্বক্ষেত্রে সঠিক জায়গায় পরিশ্রম করতে হবে।কেননা সঠিক জায়গায় পরিশ্রম ছাড়া আমরা কখনই আমাদের নিজেদের জীবনকে সমৃদ্ধ করে গড়ে তুলতে পারব না।জীবনকে সঠিক এবং সমৃদ্ধ করে গড়ে তুলতে হলে এবং আমাদের সুন্দর ভবিষ্যতের উজ্জ্বল করতে হলে আমাদের অবশ্যই কঠোর পরিশ্রমই এবং কঠোর উদ্যোগী হতে হবে।

20210414_070717.jpg

জীবনে উন্নতির প্রধান কিছু ধারা বর্ণনা করা হলো

কঠোর পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পৃথিবীতে কোন মানুষই তাদের ভাগ্য নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে না। কর্মের মাধ্যমে তারা ভাগ্য গড়ে তুলতে হয়।আর সেই সৌভাগ্য বয়ে নিয়ে আসে আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর সেটি হচ্ছে পরিশ্রম।
উদ্যম চেষ্টা ও শ্রমিক সমষ্টি সৌভাগ্যের চাবিকাঠি।কঠোর পরিশ্রমের মাধ্যমে কঠিন কাজ সহজ করার সম্ভব হয় এবং জীবনে উন্নতি করতে হলে পরিশ্রমের কোন বিকল্প থাকে না। পরিশ্রম ছাড়া কেউ কখনো তাদের ভাগ্য কি করে তুলতে পারেনি।

যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত।

যে কাজ একবার শুরু করেছেন তা নিয়ে দ্বিধান্বিত হবেন না সফল হওয়ার অদম্য ইচ্ছা আর পরিশ্রম গিয়েছে কাজ করে যান।আমার প্রকৃত অভিজ্ঞতা বলতে পারি শিক্ষালয় কর্মস্থল নেশার জীবন ও খেলাধুলা সহজ জীবনী সর্বত্রই অনেক প্রতিভাবান লোকের দেখা মেলে কিন্তু মনে রাখবেন শুধু প্রতিভা দিয়ে সফলতা অর্জন করা যায় না।সফলতা অর্জন করতে হলে আমাদের অবশ্যই প্রয়োজন সঠিক সময় ধৈর্য প্রচন্ড ইচ্ছা শক্তি ও পরিশ্রম।
যদি আপনি কোন পরিশ্রমই নির্বাহি হন তাহলে আপনার ন্যায়-নিষ্ঠা একাগ্রতা ও নিপুণতা আপনার দলের অন্যদের উৎসাহ-উদ্দীপনা ও প্রেরণা যোগাবে।বড় কিছু অর্জনের জন্য যতটা সম্ভব কঠোর পরিশ্রম করে যাওয়া আমাদের জন্য একান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
নিজের কাজকে নিজে নিজে করতে হবে এবং সেটি ক্ষোভ নিখুঁত এবং সঠিকভাবে করতে হবে।কেননা সঠিক জায়গায় যদি আপনি আপনার ইচ্ছা শক্তি এবং ধৈর্য প্রয়োগ করেন সেটি কখনোই বিফলে যাওয়া সম্ভব নয়।সুতরাং আমাদের সর্বপ্রথম পেশার ক্ষেত্রে কাজ কর্ম ক্ষেত্রে সুন্দর গোছানো পরিপাটি হওয়া একটি বাড়ি গুণ হিসেবে বিবেচিত করতে হবে।

20210414_070655.jpg

নিজ দায়িত্বে ব্যাপারে পরিপূর্ণ সচেতন হওয়া আমাদের জীবনে যিনি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে কাজটি করব তার সম্পর্কে আমাদের ইচ্ছা স্বচ্ছ ধারণা থাকতে হবে।কেননা সঠিক ধারণার অভাবে আমরা সেই কাজটি ভুল জায়গায় প্রয়োগ করব এবং সেখানে ব্যর্থতা সুনিশ্চিত।সুতরাং সঠিক কাজ করতে না পারলে এবং আমাদের ইচ্ছাশক্তির সঠিক জায়গায় পড়তে না পারলে আমরা কখনই আমাদের ইচ্ছাশক্তির সঠিকভাবে কাজে লাগাতে পারবো না। সুতরাং সেখানে আমরা দুর্ভাগা হয়ে যেতে পারি। সামান্যতম ধারণা নিয়ে কোন কাজ করা আমাদের পক্ষে কখনই ঠিক নয়

মহান আল্লাহ তায়ালা ঘোষণা হে নবী আপনি বলে দিন যারা জ্ঞানী আর যারা জানে না তারা সবসময় হতে পারে না কোন ক্ষেত্রে সমান হতে পারে না তাই আপনাকে সাধারণ জ্ঞান ও মৌলিক আদর্শের জ্ঞানসহ পেশার জ্ঞান সম্পর্কে শ্রেষ্ঠত্ব অর্জনের কাতারে শামিল হতে হবে.

  • পেশাগত জ্ঞান কে সর্বোচ্চ কাজে লাগানোর জন্য এর যাবতীয় খুঁটিনাটি বিষয় আপনাকে আয়ত্ত করতে হবে তাহলে আপনার কপালে সুখ দিও অনেক সম্মানজনক হবে। জ্ঞানের ব্যক্তি ও গভীরতা থাকার জন্য একান্ত আবশ্যক।।
  • আমরা যে কাজগুলো করি পর্যন্ত সেই কাজগুলোকে আমাদের সবসময় কাজগুলো করার জন্য প্রস্তুত থাকতে হবে।সর্বপ্রথম আমরা যে কাজগুলো প্রতিদিন করব সে কাজগুলোকে অবশ্যই রুটিন তৈরি করতে হবে এবং রুটিন অনুযায়ী কাজগুলো সম্পাদনা করতে হবে।আমরা যখন কোন কাজ করব তখন সেই কাজ কখন কিভাবে করব তার জন্য ও অধিকারের তালিকা তৈরি করে নিতে হবে।সফলতা অর্জন করতে হলে আমাদের অবশ্যই নতুন নতুন ধাপ অনুসরণ করতে হবে এবং নতুন নতুন প্রক্রিয়া অনুসরণ করে জীবিকা নির্বাহের জন্য সচেষ্ট চেষ্টা করে যেতে হবে।
  • যতটা সম্ভব আমাদের অবশ্যই নিজেকে গুছিয়ে রাখতে হবে। সব সময় আমাদের প্রথমেই দেখতে হবে নিজেদের স্বাস্থ্যের ওপর প্রভাব গুরুত্ব।কেননা আমার যদি স্বাস্থ্য যদি সুস্বাস্থ্যের অধিকারী হতে না পারে তাহলে আমরা কখনই কঠোর পরিশ্রম করতে পারব না এবং কঠোর পরিশ্রমের মন মানসিকতা আমাদের ভেতরে তৈরী হবে না।সুতরাং সর্বপ্রথম আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে হবে এবং সুস্বাস্থের অধিকারী হতে হবে। তবে তো আমরা সব গানই জয়লাভ করতে দৃঢ় প্রত্যয়ী হতে পারব।
  • দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে আমাদের সবসময় সবসময় সক্রিয় থাকতে হবে।কোন একটি ভালো কাজ করতে গেলে সেখানে বিভিন্ন রকমের বাধা এবং বিপত্তি আসতে পারে।সুতরাং শত বাধা এবং বিপত্তি কি আমাদের অপেক্ষা করতে হবে এবং অপেক্ষা করার পর আমাদের সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
  • যেকোনো সমস্যা হয়েছে বলে আমাদের হাল ছেড়ে দিলে চলবে না। শক্ত করে হাল ধরতে হবে এবং বাধা-বিপত্তির গুলো কে দূরে সরিয়ে ফেলার চেষ্টা করতে হবে।

  • আপনি যেখানে কাজ করবেন কিংবা যেখানে কাজ করছেন যাই হোক না কেন প্রতিদিন আপনাকে কর্মস্থল নিয়ে ভাবতে হবে এবং নিজেদের নটি বাচক অভ্যাসগুলো কে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। নিজেকে প্রস্তুত করুন আগামী দিনের পেশাগত এবং সোশ্যাল নেটওয়ার্ক এর মত। যা কখনো আপনাকে নিয়ে যেতে দিবে না

  • আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই আপনার ব্যবসায় এর সঠিক নিয়ম গুলো এবং ব্যবসা সম্পর্কে বাজার সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে।।আপনি যদি কোন অফিসে কর্মরত থাকেন তাহলে আপনাকে সেই অফিসে অবশ্য যথাসময়ে উপস্থিত হতে হবে এবং অফিসের কাজ গুলো কে সঠিকভাবে সম্পাদন করতে হবে। আপনি অফিস থেকে বের হওয়ার সময় অবশ্যই বেশ কিছু হাতে সময় রেখে যাবেন। যেন আপনাকে তাড়াহুড়ো না করে অফিসে ঢুকতে হয় এবং অফিসে ঢুকে কাজ শুরু করে আপনার মনে প্রান্তে চলে আসে।

সব সময় নিজের কাজকর্ম নিয়ে ভাবতে থাকুন

ভাবতে থাকুন আপনার পেশা জীবন নিয়ে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে

কেননা কঠোর পরিশ্রমের পাশাপাশি আপনি যদি সঠিক এবং নির্ভুল ভাবে আপনার ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা না করেন তাহলে আপনি কখনো আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না।জীবনে উন্নতি করতে হলে আমাদের অবশ্য সর্বপ্রথম একটি লক্ষ্য নির্দিষ্ট স্থির করতে হবে।তবে তো আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারলে আমাদের জীবনে উন্নতির চরম শিখরে আরোহন করাতে পারবো।তা না হলে আমাদের জীবনে যদি কোনো লক্ষ্য না থাকে তাহলে আমরা কখনই আমাদের জীবনকে সঠিক এবং সুন্দর ভাবে প্রতিস্থাপন করাতে পারবো না।আর যদি সঠিক লক্ষ্য তাতে আমরা তাহলে অবশ্যই সে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবো এবং আমরা যদি সেই লক্ষ্যে পৌঁছাতে পারি তবে আমাদের জীবনে সঠিক মূল ভাবটি প্রকাশ করতে সক্ষম হব।

অবশেষে,

একটি কথা না বললেই নয়।মোট কথা হল আমাদের জীবনকে সঠিক এবং সুন্দর ভাবে গড়ে তুলতে হলে এবং আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতে হলে অবশ্যই সঠিক জায়গায় আমাদের মনবল ইচ্ছা শক্তি এবং ধৈর্য দিয়ে প্রতিঘাত করতে হবে এবং যে কোনো বাধা-বিপত্তি দূর করে আমাদের জীবনকে উন্নত শিখরে আরোহণ করতে পারলেই তবে আমরা প্রকৃত জীবনের স্বাদ উপভোগ করতে পারব <

সবার সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

এটি আমার অরিজিনাল কনটেন্ট। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এতক্ষন আমাদের পাশে ছিলাম আমি @screenshot-boost.

ফটো সংগ্রহআমার নিজের শহরে
শহরের নামগাজিপুর ধাকা বাংলাদেশ
ফটোগ্রাফি ধরনঅরিজিনাল ফটোগ্রাফি
ফটোগ্রাফার হিসেবে ছিলেনমোহাম্মদ আক্কাস আলী
কুষ্টিয়া টপিক হিসেবেউন্নত এবং আমাদের জীবন
ভালবাসার মানুষগুলো@blacks @seo-boss @curators @photoman @belenguerra @steemitblog @steemcurator01 and @booming01

thanks

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!