সেলিনা সাথী
আব্বু- আম্মুর চোখের মনি
পাঁচটি ভাই-বোন,
থাকবে অটুট চিরদিন'ই
মায়ারি বাঁধন।
অতি প্রিয় ছিল সবাই
বাবারি কাছে,
শাসন করতো বারন করতো-
করতো আদর পাছে।
সেই বাবা যে ফাঁকি দিয়ে
গেল অচিনপুর,
মা- ভাই- বোন সাথেই আছি
বাবা বহু দুর।
সেই থেকে যে বড় ভাইকে
দেখেছি বাবার মত,
যা বলেছে তাই করেছি
করে মাথা নত।
আগলে রাখি মা'কে মোরা
বুকের গভীরে,
তিন ভাই আর মা মিলে
থাকে সুখের নীরে।
সেই নীরটা ছেড়ে যে ভাই
আজকে অন্য নীরে,
ছোট ভাইদের চোখের পানি
আর্তনাদের ভীরে।
বোন দুটো আজ আকুল,ব্যাকুল
সইবো কেমন করে,
ছোট্ট বেলার স্মৃতি গুলো
শুধুই মনে পড়ে।
ভাংছে পাঁজোর, ভাংছে শিড়া
"মা"যে কেঁদে বলে!!!""
আগলে রাখে তিনটাকে যে
একি ছায়া তলে!!!"
রাত জেগে আর থাকবে না মা
কখন আসবে সবাই,
যন্ত্রণা টা এতোই তীব্র
কেউ করেছে জবাই!!""
ভাই টির ও যে বুক ফেটে যায়
কাঁদে অবুঝ মন
ছিন্ন হয়না কভু যে এই
রক্তে'রি বাঁধন।
ভাই বৌয়েরাও বেজায় ভাল
যেন আপন বোন,
দেখলেই তাদের ভরিয়ে যায়
যে কারোরি মন।
অশ্রুজলে সিক্ত যে আজ
পরিবারের সবাই,
শত ঝরে ও থাকবো অটুট
আমরা, আমরাই.....
অন্যখানে গেলেই কি আর
মনের আড়াল হাওয়া??
সুখে-দুঃখে থাকবো পাশে
এটাই পরম পাওয়া।।
ধন্যবাদ
Brother and sister pair has been very beautiful. And the poem...
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit