ফটোগ্রাফি করা হচ্ছে মনের ভালোলাগার একটি খোরাক। মানুষের অনেক কিছুতে অনেক রকম ভাবে ভালো লাগে ঠিক তেমনি আমার কাছেও ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে যদিও বা আমি কোন প্রফেশনাল ফটোগ্রাফার না। তারপরেও চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন ইউনিক সব ফটোগ্রাফি শেয়ার করে। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। কেননা ফুল কম বেশি সবাই ভালবাসি। তবে ফুলগুলো যদি নাম না জানা অচেনা হলে তাহলে সেগুলোর ফটোগ্রাফি করতে আরো বেশি ভালো লাগে। কমিউনিটির অনেকেই দারুন দারুন এবং চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করে যাচ্ছেন। যেগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আমিও আজকে আপনাদের মাঝে চেষ্টা করেছি একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য। জানিনা কতটুকু ভালোভাবে করতে পেরেছি তবে চেষ্টা করেছি নিখুঁতভাবে ফটোগ্রাফি করার জন্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ফটোগ্রাফিটি।
চন্দ্রমল্লিকা ফুল আমাদের দেশে বেশ কয়েক ধরনের এবং কয়েক রকমের লক্ষ্য করা যায়। তবে এই হালকা সাদা রংয়ের চন্দ্রমল্লিকা ফুল খুবই কম দেখা যায়। এই ফুলকে সারা বছর দেখতে পাওয়া যায় না শুধুমাত্র বছরে একবারই পাওয়া যায়। চন্দ্রমল্লিকা ফুল মূলত অক্টোবরে কলি আসে এবং নভেম্বরে ফুল ফোটে। চন্দ্রমল্লিকা ফুলের গড় আয়ু ২০ থেকে ২৫ দিন। তারপর নিজে থেকেই ঝরে পড়ে যায়। এই ফুলের তেমন একটা সুবাস না থাকলেও দেখতে অসম্ভব সুন্দর লাগে এবং দারুন দেখায়। বিশেষ করে ঘর সাজানোর ক্ষেত্রে এই ফুল খুবই ভালো দেখায়। ফুলের পাপড়ি গুলো ঘন ঘন এবং চিকন হওয়াতে এটা সৌন্দর্য তা আরো বেড়ে গিয়েছে। লম্বা ডাটা কোন কৌটা কিংবা বোতলের মধ্যে রেখে বেশ অনেক কয়েক দিন জীবিত রাখা যায়। এই ফুলকে অনেক জায়গায় চন্দ্রা নামেও চিনে থাকে। তবে আমাদের এলাকায় চন্দ্রমল্লিকা নামি সবাই চিনে থাকে।
এই ফুলের ফটোগ্রাফিটি আমি করেছিলাম শীতকালীন সময়ে যখন নার্সারিতে ঘুরতে গিয়েছিলাম। শীতকালীন সময়ে চন্দ্রমল্লিকা ফুল ব্যাপক হারে উৎপাদিত হয়। কেননা ফুলের নার্সারির মালিক চন্দ্রমল্লিকা ফুল বাণিজ্যিকভাবে চাষাবাদ করে থাকে । এই ফুলের প্রতি পিস বিক্রি হয় ৭ থেকে ৮ টাকা করে। বাজারে শীতকালীন সময়ে চন্দ্রমল্লিকা ফুলের বেশ কদর এবং ক্রেতারা আগ্রহ নিয়ে ক্রয় করে থাকে। অনেকদিন ধরেই ফোনের গ্যালারিতে এই ফুলের ফটোগ্রাফিটি ছিল তাই ভাবলাম আজকে আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি আমার আজকের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজকের মত আমার ব্লগটি এখানে শেষ করছি।
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
You have done very nice photography of chrysanthemum flowers. I love every flower photography you take. Thank you very much for sharing these beautiful flower photographs with us.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Beautiful flowers with quite attractive color displays.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
The colors of the flowers are very beautiful. Thank you very much for capturing and sharing the beautiful flower photography.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Your post has been rewarded by the Seven Team.
Support partner witnesses
We are the hope!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit