ফটোগ্রাফি পোস্ট:-) চন্দ্রমল্লিকা ফুল

in hive-144064 •  9 months ago 
❤️হ্যালো❤️
প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।বন্ধুরা আজকে আপনাদের সাথে যে ব্লগটি শেয়ার করবো সেটি হচ্ছে একটি একটি ফুলের ফটোগ্রাফি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।চলুন বন্ধুরা আমার আজকের শেয়ার করা ফুলের ফটোগ্রাফিটি দেখে নেওয়া যাক।

IMG_20240124_170337_1.jpg

IMG_20240124_170326_1.jpg

IMG_20240124_170302.jpg

❤️ চন্দ্রমল্লিকা ফুল❤️

ফটোগ্রাফি করা হচ্ছে মনের ভালোলাগার একটি খোরাক। মানুষের অনেক কিছুতে অনেক রকম ভাবে ভালো লাগে ঠিক তেমনি আমার কাছেও ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে যদিও বা আমি কোন প্রফেশনাল ফটোগ্রাফার না। তারপরেও চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন ইউনিক সব ফটোগ্রাফি শেয়ার করে। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। কেননা ফুল কম বেশি সবাই ভালবাসি। তবে ফুলগুলো যদি নাম না জানা অচেনা হলে তাহলে সেগুলোর ফটোগ্রাফি করতে আরো বেশি ভালো লাগে। কমিউনিটির অনেকেই দারুন দারুন এবং চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করে যাচ্ছেন। যেগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আমিও আজকে আপনাদের মাঝে চেষ্টা করেছি একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য। জানিনা কতটুকু ভালোভাবে করতে পেরেছি তবে চেষ্টা করেছি নিখুঁতভাবে ফটোগ্রাফি করার জন্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ফটোগ্রাফিটি।

IMG_20240124_170337_1.jpg

IMG_20240124_170326_1.jpg
চন্দ্রমল্লিকা ফুল আমাদের দেশে বেশ কয়েক ধরনের এবং কয়েক রকমের লক্ষ্য করা যায়। তবে এই হালকা সাদা রংয়ের চন্দ্রমল্লিকা ফুল খুবই কম দেখা যায়। এই ফুলকে সারা বছর দেখতে পাওয়া যায় না শুধুমাত্র বছরে একবারই পাওয়া যায়। চন্দ্রমল্লিকা ফুল মূলত অক্টোবরে কলি আসে এবং নভেম্বরে ফুল ফোটে। চন্দ্রমল্লিকা ফুলের গড় আয়ু ২০ থেকে ২৫ দিন। তারপর নিজে থেকেই ঝরে পড়ে যায়। এই ফুলের তেমন একটা সুবাস না থাকলেও দেখতে অসম্ভব সুন্দর লাগে এবং দারুন দেখায়। বিশেষ করে ঘর সাজানোর ক্ষেত্রে এই ফুল খুবই ভালো দেখায়। ফুলের পাপড়ি গুলো ঘন ঘন এবং চিকন হওয়াতে এটা সৌন্দর্য তা আরো বেড়ে গিয়েছে। লম্বা ডাটা কোন কৌটা কিংবা বোতলের মধ্যে রেখে বেশ অনেক কয়েক দিন জীবিত রাখা যায়। এই ফুলকে অনেক জায়গায় চন্দ্রা নামেও চিনে থাকে। তবে আমাদের এলাকায় চন্দ্রমল্লিকা নামি সবাই চিনে থাকে।
IMG_20240124_170302.jpg

IMG_20240124_170235_1.jpg
এই ফুলের ফটোগ্রাফিটি আমি করেছিলাম শীতকালীন সময়ে যখন নার্সারিতে ঘুরতে গিয়েছিলাম। শীতকালীন সময়ে চন্দ্রমল্লিকা ফুল ব্যাপক হারে উৎপাদিত হয়। কেননা ফুলের নার্সারির মালিক চন্দ্রমল্লিকা ফুল বাণিজ্যিকভাবে চাষাবাদ করে থাকে । এই ফুলের প্রতি পিস বিক্রি হয় ৭ থেকে ৮ টাকা করে। বাজারে শীতকালীন সময়ে চন্দ্রমল্লিকা ফুলের বেশ কদর এবং ক্রেতারা আগ্রহ নিয়ে ক্রয় করে থাকে। অনেকদিন ধরেই ফোনের গ্যালারিতে এই ফুলের ফটোগ্রাফিটি ছিল তাই ভাবলাম আজকে আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি আমার আজকের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজকের মত আমার ব্লগটি এখানে শেষ করছি।
IMG_20240124_170227_1.jpg

IMG_20240124_170201_1.jpg

IMG_20240124_170156_1.jpg

IMG_20240124_170149_1.jpg

IMG_20240124_170141_1.jpg

IMG_20240124_170118.jpg

IMG_20240124_170302.jpg

IMG_20240124_170235_1.jpg

IMG_20240124_170227_1.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpitrkM5o7Ka2gDojhT36rGg...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr.png
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BWKv98gTbE1TzYxKxSHqXe...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

❤️পোস্ট টি ভিজিট করার জন্যে অসংখ্য ধন্যবাদ❤️

k75bsZMwYNu2L3iBMXq5y7xeiy1isFJsZxnMZSXuXEsxe4ee1cUkGyPJCLZGCQakf7rhdF4BCfDEoapH4mouM2Aj146hJMSXi5HTTVzEz8XniqvusjNXQUvd6kFHpbLjdG3Z8nsUFv1dnwNyF9UpV6ZzrnVNin21C.png

DeviceRedmi 9A
Camera13 MP
CountryBangladesh
LocationRangpur, Bangladesh

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74b6kDtcK947Vx3vBbQJoP...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7z9vojSzPMCnbieBgiAb8pjZHW626dgKRiHLBLtxjKJTBnsvd4HE4DDMisWyyHn6xBGzZjStB4mT3nbVGzunK1YuMuDqRQ.jpeg

vote@bangla.witness as a witness

received_686410693469029.jpeg

or

Set@rme as your proxy

received_1423949511668636.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You have done very nice photography of chrysanthemum flowers. I love every flower photography you take. Thank you very much for sharing these beautiful flower photographs with us.

Beautiful flowers with quite attractive color displays.

The colors of the flowers are very beautiful. Thank you very much for capturing and sharing the beautiful flower photography.

    • Congratulations: This publication was selected for the daily Top 5 macro photography of May/28/24; Community Steem Lens

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!