দ্বীপ গাছের খুবই দারুণ কয়েকটি ফটোগ্রাফি।

in hive-144064 •  last year 

হ্যালল বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি ভাল আছেন, আমিও ভাল আছি আল্লাহর রহমতে।

আজকে আমি আপনাদের জন্য অনেক সুন্দর একটা ফটোগ্রাফি নিয়ে এসেছি। এই ফটোগ্রাফি যে জিনিসটা দেখতেছেন আপনার এই জিনিসটার নাম হলো নরফোক দ্বীপ গাছ।

এই গাছগুলো নাম কে রেখেছে সেটা আমি জানি না। কিন্তু এই গাছগুলো নাম ঠিকই আছে কাটা অনেক কাটা গাছ তাই মনে হয় এই গাছটার নাম নরফোক দ্বীপ গাছ রেখেছে।

IMG-20230912-WA0237.jpg

এই কাজ গুলো দেখতে অনেক সুন্দর একটা ডিজাইনের গাছ বের হয়। এই গাছের ডিজাইন গুলো দেখতে কিন্তু অনেক সুন্দর তো এই গাছের কাঁটা গুলো অনেক দারালো।

এই গাছের কাঁটা গুলো যখন কাটা হাতে লেগে যায় তখন অনেক বিষাক্ত কর কিন্তু সমস্যা হয়না। সরলের কিন্তু যে জায়গায় কাটা লাগে সেটা অনেক বিষাক্ত বাথা করায়।

এই গাছগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে নরফোক দ্বীপ গাছ অনেকটাই সুন্দর একটি গাছ। অনেক শক্ত একটি গাছ এই গাছগুলো সাধারণত সবাই টফে রোপন করে।

IMG-20230912-WA0238.jpg

IMG-20230912-WA0288.jpg

নরফোক দ্বীপ গাছ যেকোনো জায়গায় সবারে উঠে যায় এগুলো সহজে মরে না। এই গাছগুলো হুড্রু অনেক শক্ত এক জায়গা থেকে অন্য জায়গায় লাগলেও।

এই গাছ গুলো কোন ক্ষতি হয়না পাঁচ-ছয়দিন একটু মরা মরা ছেলে থাকবে। তারপর আবার ঠিক হয়ে যাবে।

আপনাদের কাছে আশা করি আমার ফটোগ্রাফি এবং নরফোক দ্বীপ গাছের যে বর্ণনাগুলো দিলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

IMG-20230912-WA0236.jpg

IMG-20230912-WA0295.jpg

বিবরণ

মোবাইলস্যামসাং গ্যালাক্সি A32
ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ক্যামেরা.মডেলA-64
ফটোগ্রাফার@shuvobd1

Snapchat-156340045.jpg

#### অনেক ধন্যবাদ আমার পোস্ট টি দেখার জন্য।

(সমাপ্তি)

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

পাশে থাকার জন্য ধন্যবাদ।

image.png

আপনাকে অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য।

দ্বীপ গাছের অনেক সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। এমন গাছ গুলো সব জায়গায় দেখা যায় না এবং গাছ গুলো দেখতে খুবই চমৎকার হয়ে থাকে। আপনি দ্বীপ গাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য।