welcome to @steem-for-future
আসালামুআলাইকুম
আশাকরি সকলে সুস্থ এবং সুন্দর আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। সব সময় সকলে সুস্থ এবং সুন্দর থাকুন সেই কামনা করি।
আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি শীতকালীন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য। তার জন্য আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই #beautyofcreativity মহামান্য ফাউন্ডার @blacks দাদা সহ সকল এডমিন প্যানেলের সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
কেননা এখন শীতকাল। আর এই শীতকালে সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেখানে আমরা লোকালয়ের প্রাকৃতিক অসাধারণ শীতের ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পারব এবং আমাদের দেশের প্রাকৃতিক শীতকালীন সৌন্দর্য্যপূর্ণ বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে সক্ষম হব। সে ক্ষেত্রে আবারো অনেক অনেক ধন্যবাদ জানাই প্রিয় @blacks দাদাকে সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আশা করছি আমি যথাসাধ্য সুন্দর এবং ভালোভাবে আমার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সক্ষম হব এবং ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।।।
তো চলো বন্ধুরা দেরী না করে শুরু করা যাক আমার beautyofcreativity contest -12 -- winter photography- from @steem-for-future ...
@steem-for-future - শিশির ভেজা ঘাস।
প্রাকৃতিক সৌন্দর্য এমনিতেই সৃষ্টিকর্তা তার নিজের হাতে তৈরি করেছেন। তাই এই বাংলার অপরূপ সৌন্দর্য দেখে প্রতিনিয়ত আমরা মুগ্ধ হয়ে যাই। তবে বিশেষ করে এই শীতকালের প্রাকৃতিক সৌন্দর্য যেন আরো ফুটে ওঠে চারিদিকে। এমনভাবে এসকল প্রাকৃতিক সৌন্দর্য গুলো ফুটে উঠেছে এগুলো দেখে হৃদয় যেন প্রকৃতির প্রতি ভালোবাসা আরো শতগুণে বৃদ্ধি পেয়ে যায়।
সকালে ঘুম থেকে উঠার পরে দেখতে পেলাম অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। যা শীতকালের অন্যতম সৌন্দর্য হিসেবে পরিচিত। শীতকালের সকালের শিশির ভেজা ঘাস যেন আপনার হৃদয়কে আরো পবিত্র এবং সুন্দর করতে সাহায্য করে। সুতরাং আপনি যদি শীতকালের সকালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনার অবশ্যই উচিত হবে একটু সকাল করে ঘুম থেকে ওঠা এবং বাহিরে যেখানে ফাঁকা জায়গা থাকে সেই সকল জায়গাগুলো ঘুরে। কেননা সকালের একমাত্র সৌন্দর্য রয়েছে এই শিশির ভেজা সবুজ ঘাসের ওপর। যা আপনাকে অবশ্যই প্রকৃতিপ্রেমী করতে সাহায্য করবে।।
সরিষা ক্ষেত হলো প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অন্যতম। শীতকালে মাঝারি অংশে সরিষার ক্ষেত দেখা যায়। আপনি যদি খুব সুন্দর সময় কাটাতে চান বিকেলবেলা তাহলে যেকোনো সরিষা ক্ষেত ঘুরে দেখতে পারেন। সরিষা ক্ষেতের অপরূপ সৌন্দর্য আপনার বিকেলের মুড অন করে দিবে।।।
তাই বিকেল বেলায় আমি এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য একটি সরিষা ক্ষেত পরিদর্শন করি। কেননা যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি এবং শীতকালীন ফটোগ্রাফি প্রতিযোগিতা চলছিল সেজন্য আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বিকেল বেলা অসাধারণ এই সরিষা ক্ষেত পরিদর্শন করি।।।
শীতকালের প্রধান এবং অপরূপ নিদর্শন হল সরিষা ক্ষেতের হলদে ফুলের অপরূপ নিদর্শন।।
@steem-for-future- পিঠা-পুলির উৎসব।।
শীতকালের পিঠা উৎসবের কথা নতুন করে আর কি বলব। শীতকালের পিঠা উৎসব যেন প্রতিটি ঘরে ঘরে খুব ধুমধাম করে পালন করা হয়। শীতকালে এই চিতই পিঠা অথবা যেকোনো পিঠা উৎসব যেন বাঙ্গালীদের মনের এক অসাধারণ সৌন্দর্য প্রকাশ করে।
#beautyofcreativity- 12 এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি আজকে বিকেল বেলা আমাদের শহরের এক প্রান্তরে গিয়েছিলাম একটি চিতই পিঠার দোকানে। সেখানে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিলাম এবং বেশ কিছুক্ষন সময় ধরে আমরা পিঠা উৎসবের আয়োজন করলাম। এই পিঠা র দোকানে যাবার পর আমি এবং বন্ধুরা মিলে খুব মজা করে পিঠা খেলাম।
শীতকালের প্রধান উৎসব গুলোর মধ্যে অন্যতম উৎসব হলো এই পিঠা উৎসব। পিঠা উৎসবের এই আয়োজনে আপনারা সকলে আমন্ত্রিত।।
গ্রামাঞ্চলে বিশেষ করে প্রচন্ড শীত পড়ে। সে কারণে গ্রামাঞ্চলের বৃদ্ধ মানুষ অথবা বৃদ্ধ মহিলারা শীতের সন্ধ্যায় এবং সকালে আগুন জেলে তাদের শীত নিবারণের চেষ্টা করে। সে ক্ষেত্রে এই গ্রামের মহিলাদের এবং গ্রামের মানুষদের আগুন জ্বালিয়ে শীত নিবারণের দৃশ্যটি কিন্তু আমার কাছে অসাধারণ লাগে।
কেননা এ সকল দৃশ্যগুলো শীতের ফটোগ্রাফের মধ্যে অন্যতম। আপনি যদি গ্রামাঞ্চলে কখনো বেড়াতে যান কিংবা গ্রাম অঞ্চলে বসবাস করেন তাহলে এর প্রকৃত মজা আপনি বুঝতে পারবেন। শীতকালে আগুন জ্বালিয়ে শীত নিবারণের এই বিশেষ মুহূর্ত টা আমি ক্যামেরাবন্দি করি এবং আমার প্রিয় কমিউনিটিতে বিশেষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মনস্থির করেছিলাম।।
বিকেলবেলা চাইলে কিন্তু আপনি আপনার বন্ধুদের সাথে অথবা প্রিয় মানুষদের সাথে শীতের আমেজ উদযাপন করতে পারেন খুব সুন্দর ভাবে।।
তাই শীতের দিন বিকেলবেলা আপনি শীতের পোশাক পরিধান করুন এবং প্রিয় মানুষদের সাথে খুব সুন্দর ভাবে শীত উদযাপন করতে পারেন বিভিন্ন রকম পরিবেশে। সুতরাং আমিও আমার বন্ধুদের সাথে বিকেলবেলা শীত উদযাপন করছিলাম এবং গাইছিল শীতের পোশাক যা সত্যি শীতকালীন ফটোগ্রাফির মধ্যে অন্যতম এবং সেরা ফটোগ্রাফি হিসেবে পরিচিতি লাভ করতে সক্ষম।।
আপনি যদি কোন শহরে বসবাস করেন তাহলে শীতের আমেজ আরো সুন্দর ভাবে উপভোগ করতে। বিশেষ করে শীতকালে চারিদিকে যখন শহরের বাল্ব জলে তখন হালকা কুয়াশা লক্ষ্য করা যায়। শহরের এই বড় বড় বিল্ডিং এর ফাঁকা দিয়ে যখন হালকা কুয়াশা শুনে যায় তখন প্রকৃতির রূপ যেন আরো বহুগুণে বেড়ে যায়।
তাছাড়াও দেখা যায় কেউ কেউ শীতে থর থর করে কাঁপছে আবার কেউ স্মোকিং করছে। যদিও চারিদিকে আবহাওয়া অনেক ঠান্ডা তার পরেও থেমে নেই মানুষের জীবনযাত্রার মান। বিশেষ করে শহর এলাকায় কিন্তু এটি ব্যাপক ভাবে পরিচালিত হয়ে থাকে।
তাই শীতকালের রাতে অফিস ছুটি হওয়ার পর অসাধারণ কিছু শীতকালের প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি সংগ্রহ করলাম যা আমার কমিউনিটিকে এবং কমিউনিটি-১২ প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম।
শীতকালে আপনি যদি খেলা প্রিয় মানুষ হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই উচিত হবে ব্যাডমিন্টন খেলা। কেননা শীতকালে অন্যান্য খেলাধুলা মধ্যে ব্যাডমিন্টন কিন্তু অনেক জনপ্রিয়তা এবং অনেক ভালো মানের একটি খেলা।
চারিদিকে যখন প্রচন্ড শীত পড়ে তখন যদি আপনি ব্যাডমিন্টন খেললেন তাহলে আপনার শরীর গরম হয়ে যাবে এবং আপনার শরীর এবং মনের অবস্থা সব সময় ফুরফুরা থাকবে। সুতরাং শীতের এই আনন্দকে আরও বৃদ্ধি করতে আপনি খুব সহজেই ব্যাডমিন্টন খেলতে পারেন যেখান থেকে আপনি অনেক সুন্দর আনন্দ উপভোগ করতে পারেন।
শীতকালীন ফটোগ্রাফির মধ্যে রাতের ফটোগ্রাফি হলো ব্যাডমিন্টন খেলার এবং এটি হলো আমার অন্যতম ফটোগ্রাফি। সর্বশেষ এবং রাতের অসাধারণ শীতের ফটোগ্রাফি হিসেবে আমি এটিকে নির্বাচন করি। যখন আমি অ্যানাউন্সমেন্ট দেখলাম যে বিউটি অফ ক্রিটিভিটি কমিউনিটিতে শীতকালীন ফটোগ্রাফি আয়োজন করা হয়েছে তখন আমি রাতের এই ছবিগুলো সংগ্রহ করেছিলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
আর এই ছিল #beautyofcreativity contest-12 তে আমার অংশগ্রহণ
কনটেস্টে অংশগ্রহণের নিয়ম এবং আমার নাম গুলো মেনে নেওয়ার পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি
১। কমিউনিটিতে যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে winter photography তার টাইটেল সম্পূর্ণরূপে সঠিক ভাবে দেওয়া হয়েছে।।
২। নিয়ম অনুসারে কমপক্ষে পাঁচটি সেলফি যোগ করার কথা বলা হয়েছিল। যেখানে আমার অংশগ্রহণে পাঁচটি সেলফি যুক্ত করেছি।
৩ । নিয়ম অনুসারে 50 থেকে মিনিমাম টি শব্দ পোস্ট এ ব্যবহার করা কথা বলা হয়েছে। সুতরাং সে নিয়ম সুন্দরভাবে পালন করা হয়েছে।
৪ । আমি যে ভাষায় পোস্ট করেছি সেই ভাষার উল্লেখ করা হয়েছে।
৫.। ট্যাগ বিষয়ে সর্তকতা অবলম্বন করতে পেরেছে ইনশাল্লাহ।
আমি মনে করি কমিউনিটির সকল নিয়ম মেনে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছি।।
পোস্ট তৈরিতে ব্যবহৃত কমিউনিটি
#beautyofcreativity (সুন্দর করুন আপনার মনকে। বদলে দিন পুরো পৃথিবীটাকে)
স্পেশাল ধন্যবাদ জানাতে চাই
@blacks @photoman #beautyofcreativity @abduhawab @curators @rme @amarbanglablog @abb-school #club5050 @bountyking05 @faisalamin
বিশেষ দ্রষ্টব্য
১০০% ইউনিক পোস্ট। কোথা থেকে কোন তথ্য সংগ্রহ করা হয়নি কিংবা কোন ফটোগ্রাফি চুরি করা হয়নি।
w3w location code
https://w3w.co/bullion.rocked.devotion
প্রিয় রেগার্ডস
আমি মোহাম্মদ আক্কাস আলী। একজন গার্মেন্টস কর্মচারী এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমার জন্য যতটুকু নির্ধারণ করে রেখেছেন আমি ঠিক ততটুকুই পাবে সময় ব্যবধান। পৃথিবীর মানুষের ভালোবাসা নেই পৃথিবীতে বেঁচে থাকতে চাই।
Thank you for showing your daily activities with us.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
It is not daily activity .. please see my title. This is winter photography contest.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi @steem-for-future, thank you for taking part in the contest!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Welcome dear brother...
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit