welcome to #beautyofcreativity community.
সবাই কেমন আছেন। আশাকরি সকলেই সুস্থ এবং সুন্দর আছেন। সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি।
আজ শনিবার
16 ই অক্টোবর 2021.
বন্ধুগণ। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। জেকি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে এবং আমাদের আগামী দিনগুলো কে সুন্দর করতে অতি চমৎকার এবং অসাধারণ কার্যক্ষমতা দেখিয়ে দিতে সক্ষম। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব দক্ষতায় আমাদের জীবনের মূল পরিশ্রমের উৎস আসলে আমরা যদি জীবনে সফলতা অর্জন করতে চায় তাহলে আমাদের অবশ্যই যেকোনো কাজে দক্ষ হতে হবে। আপনি যদি কি সমাজে ভালো কিছু করতে চান কিংবা কাউকে ভালো কিছুর মাধ্যমে মন জয় করতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রথমে আপনার কাজের গুরুত্ব দিয়ে দক্ষতার প্রমাণ দিতে হবে তারপরে আপনি কতটা কাজ করতে সক্ষম সে সম্পর্কে অবগত হতে পারবেন।
আপনি যতটা কাজের উপর দক্ষতা দেখাতে পারবেন আপনি ঠিক সমাজে ততটাই উন্নতি সাধন করতে সক্ষম। কেননা এই সমাজে যারা পরিশ্রম করতে পারে না তাদের কোনো সফলতা নেই।
আপনি যদি অতীব দক্ষতা অর্থাৎ সমাজে পরিশ্রম করার মাধ্যমে সমাজ থেকে কিছু পেতে চান কিংবা আপনার দক্ষতা প্রমাণ দিয়ে যদি আপনি জীবনে পরিশ্রম করে সফলতা অর্জন করতে চান তাহলে সে ক্ষেত্রে কোনো বাধা নেই।
তবে আপনার সফলতার ক্ষেত্রে বাধা আসতে পারে যদি আপনার যথেষ্ট পরিমাণে দক্ষতা না থাকে। দক্ষতা হল আমাদের জীবনের মূল চাবিকাঠি। যেটি ছাড়া আমরা কখনোই সমাজে সফলতা অর্জন করতে সক্ষম হবো না এবং আমরা কখনোই সমাজে সক্ষম ভাবে চলতে পারব না।।
জীবনকে সফলতা শিখরে আহরণ করাতে হলে আমাদের অবশ্যই আমরা যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ের উপর আমাদের আলোকপাত করতে হবে এবং সেই বিষয় নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তা না হলে আমরা কখনই আমাদের জীবনকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না।
সমাজে যারা অলস কিংবা যাদের কোন যোগ্যতা নেই মনে রাখবেন তাদের সমাজে কোন দাম নেই কিংবা তারা সমাজে কখনো সফলতা পেতে পারে না। সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে এবং দক্ষতার মাধ্যমেই কঠোর পরিশ্রমই তাগিদে আপনি সমাজে সফল হতে পারবেন।
অলস মস্তিষ্ক নিয়ে কখনওই আপনি সফলতার কথা চিন্তা করতে যাবেন না। এক্ষেত্রে আপনি আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়ার মতো একটি কথা হবে। সুতরাং আমার মনে হয় সর্বপ্রথম আমাদের দক্ষতা অর্জন করতে হবে এবং আমাদের দক্ষতার প্রমাণ দিয়ে এই সমাজে সফলতা অর্জনের বিষয়টি চিন্তাভাবনা করা উচিত।
সফলতা চরম শিখরে
সফলতার স্বর্ণ শিখরে আহরণ করতে হলে আমাদের অবশ্যই আমরা যে বিষয়ে সমাজে দক্ষতা দেখাতে চাই সে বিষয়ে অবশ্যই আমাদের পারদর্শিতার প্রমাণ দিয়ে সমাজের উন্নতির সিঁড়ি বাইতে হবে। যথেষ্ট পরিমাণে দক্ষতার প্রমাণ এবং আমাদের কর্ম মনোভাব দেখে আমরা সমাজে চলতে চাই।
দক্ষতা হল আমাদের জীবনের উন্নতির মূল চাবিকাঠি। দক্ষতার প্রমাণ ছাড়া কখনো সমাজের উন্নতি করা সম্ভব হবে না। সমাজে আপনি যদি উন্নতি ঘটাতে চান তাহলে আপনাকে অবশ্যই একজন দক্ষ ব্যক্তি হিসেবে পরিচয় দিতে হবে।
আরেকটি কথা, আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়ের উপর আপনাকে অবশ্যই কাজ করতে হবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই আপনাকে সমাজের উন্নতির চরম শিখরে আহরণ করতে হবে। তবেই সফলতা সুনিশ্চিত।।।
এতক্ষণ আমার সাথে এবং #boc কমিউনিটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই বাংলা ভাষাভাষী মানুষদের সাথে থাকার জন্য।।
বিশেষ দ্রষ্টব্য
হান্ডেট পার্সেন্ট ইউনিক পোস্ট। কোথা থেকে ফটো সংগ্রহ করা হয়নি এবং কপি পেস্ট করা হয়নি। ১০০% ইউনিক
Photography | original photo |
---|---|
Photographer owner | @steem-for-future |
Device | mobile |
Model | Samsung galaxy a10s |
Location | Bangladesh |
Category | দক্ষতা এবং সাফল্য |
Location | gazipur Bangladesh |
@blacks @photoman @abduhawab
best regards
মোঃ আকাশ আলী। আমি একজন গার্মেন্টস কর্মচারী। পাশাপাশি স্টিমিট আমার বাংলা ব্লগ এবং বিউটি অফ ক্রিটিভিটি কমিউনিটি তে কাজ করতে ভালবাসি। গরিব-দুঃখী এবং অসহায় মানুষদের কে সাহায্য করতে পারলে খুব বেশি ভালো লাগে। আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমার জন্য যতটুকু নির্ধারণ করে রেখেছেন ঠিক ততটুকুই আমি পাব।