গোলাপি কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি ||steemCreated with Sketch.

in hive-144064 •  2 years ago 

1665667382493.jpg

device : Redme note 9

লোকেশন

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম। তবে আজকে সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আপনারা জানেন আমি ফটোগ্রাফি পছন্দ করি। সেজন্য আমি সবসময় ফটোগ্রাফিতে নতুন কিছু করার চেষ্টা করি। নতুন কিছু দেখলে ফটোগ্রাফী করতে ভীষণ ভালো লাগে। আজ আমি অনেক সুন্দর গোলাপি কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছি। আশা করি আপনারা আমার ফটোগ্রাফি পছন্দ করবেন।

গোলাপ ফুলের সাথে আমরা সবাই অনেক পরিচিত। আমাদের সবারই গোলাপ ফুল অনেক পছন্দের। গোলাপ ফুলের অনেক জাত রয়েছে। প্রত্যেকটি জাতের গোলাপ ফুলের দেখতে খুবই সুন্দর। বর্তমানে গোলাপ ফুল দিয়ে অনেক পণ্য তৈরি করে থাকে। যেমন সাবান শ্যাম্পু গোলাপজল সহ ইত্যাদি। এছাড়াও আরো অনেক কাজে ব্যবহার হয়ে থাকে। যেমন বিয়ের অনুষ্ঠান সহ প্রত্যেকটি অনুষ্ঠানে গোলাপ ফুল ব্যবহার করে থাকে। এছাড়াও গোলাপকে ফুলের রানী বলা হয়। আর গোলাপ ভালোবাসার প্রতীক।

মাঝে মাঝে বিভিন্ন নার্সারিতে আমি যখন যাই তখন অনেক ফুলেরই ফটোগ্রাফি করে থাকি। কিন্তু সবচেয়ে বেশি খুশি হয়ে যখন গোলাপ ফুলের ফটোগ্রাফি করতে পারি। হঠাৎ করে যদি নার্সারিতে গোলাপ ফুল দেখতে না পাই তখন মন অনেক খারাপ হয়। কিছুদিন আগে একটি নার্সারিতে গিয়েছিলাম সেখানে শুধু গোলাপ আর গোলাপ। সেই সময়টা আমার এখনো মনে ওঠে। মনে হয় আপনাদের সবারই অনেক ভালো লাগবে আজকের গোলাপী কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি।

1665667382445.jpg

1665667382642.jpg

1665667382595.jpg

1665667382546.jpg

1665667382393.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

ধন্যবাদ সবাইকে

IMG-20220603-WA0000.jpg

IMG-20220731-WA0000.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়াও গোলাপ ফুলের খুব চমৎকার ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এত সুন্দর পোস্টগুলো শেয়ার করার জন্য।

আপনার কাছে ভালো লেগেছে এটা আমারও ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

Your rose flower discussion has been wonderful. You have very nicely and skillfully presented the flower discussion among us. Thank you very much.

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

গোলাপ ফুল আমার খুবই পছন্দের। ফুল পছন্দ করে না এরকম মানুষ আছে বলে মনে হয় না। যদি থাকে তাহলে খুবই কম। আপনি খুবই অসাধারণ গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে।

ঠিক বলেছেন ফুল পছন্দ করো না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না।

তোমার গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো খুবই অসাধারণ হয়েছে ।গোলাপি কালার টা খুবই সুন্দর লাগতেছে । ফুলটি দেখতে ভীষণ সুন্দর দেখাচ্ছে ফুলটির উপরে বৃষ্টি পোটার করনেঅরোঅসাধারণ দেখাচ্ছে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

গোলাপি কালার টা আমার কাছেও ভীষণ সুন্দর লাগে।