আকাশের কিছু অসাধারণ ফটোগ্রাফি।। 10% for @boc।।

in hive-144064 •  last year 

Assalamu Alaikum


আসা করি সকল স্টিমিট বন্ধুরাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করবআমার তুলা আকাশের অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি। চলুন শুরু করা যাক।

IMG_20230810_141709.jpg

ছবিটি আজ থেকে আরো ২ বছর আগের তুলা। আমি বিকালের নামাজের পর হাঁটার উদ্দেশ্যে বাহওর হয়েছিলাম। তখন সূর্য প্রায় ডুবে গিয়েছিলো। আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিবো ঠিক তখন এই এটা আমার চোখে পরে। আকাশে মেঘগুলো একত্রে একটি বড় নীল তিমি এর মতো দেখা যাচ্ছে। আমি আগে গল্পেই পরতাম আর টিভিতেই দেখতাম আকাশের মেঘ নানা রকম হয়, কিন্তু সেইদিন আমি প্রথম দেখেছিলাম যে আকাশে মেঘগুলো একত্রে এমন অদ্ভুত ভাবে ফুটে উঠতে পারে।


IMG_20200825_173203053.jpg

IMG_20200816_180126548.jpg

রংধনুর এই ছবি গুলো আমি গত বছর নিয়েছিলাম। আকাশ এমনেতেই অসম্ভব সুন্দর। আকাশের প্রেমে কোনো প্রকৃতি প্রেমি পরে নি এমন হয়তো একজনও পাওয়া যাবে না। তবে আকাশে যখন রংধনু উঠে তখন এর রূপ কয়েকগুণ বেরে যায়।
ওইদিন আকাশে একসাথে ২টি রংধনু দেখা গিয়েছিলো। লক্ষ্য করলে দেখা যাবে উজ্জ্বল রংধনুটির সাথে আরেকটি হালকা রংধনু দেখা যাচ্ছে যা দেখতে খুবই অস্পষ্ট। আমার কাছে তেমন ভালো ডিভাইস না থাকায় আমি সেই দিন ছবি গুলো মন মত আর ভালো পরিষ্কার করে তুলতে পারি নি। তাই এই বিষয়টার জন্য আমার একটু মন খারাপ হয় তখন। কিন্তু ২ নম্বর রংধনুটি বেশি সময় যাবত স্হায়ী হয় নি অল্প কিছু সময় পরেই এটি আবার মিলিয়ে যায়, যা ২য় ছবিতে দেখা যাচ্ছে।


IMG_20220809_180859.jpg

IMG_20220809_180906.jpg

এই ২টি ছবি তুলেছিলাম আমি বৃষ্টি আসার ঠিক আগমুহূর্তে। তখন আকাশের অবস্থা খুব সুন্দর ছিলো। আকাশে রৌদ্রের ঝলকানি ও ছিলো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আকাশ কালোমেঘে চেয়ে যেতে লাগলো। তখন আকাশ ২ ভাগে বিভক্ত হয়ে যায়, ১টিতে ছিলো রৌদ্রজ্বল আকাশ আর সুন্দর মেঘ আর অন্যটিতে ছিলো কালোমেঘ। প্রকৃতির এই রকম লিলাখেলা দেখতে বেশ ভালোই লাগে। দেখতে দেখতেই চোখের সামনেই পুরো আকাশ কালোমেঘে চেয়ে যায় আর বৃষ্টি শুরু হয়ে যায়।


IMG_20230810_141747.jpg

ছবিটি সাম্প্রতিক তোলা। আমি বাসার বারান্দায় বসে কিছু কাজ করছিলাম তখন আকাশ ছিলো বেশ উজ্জ্বল। আর মেঘগুলো অনেকটা নিচ দেয়ে যাচ্ছিলো।মেঘ অনেকটা নিচ দিয়ে যাওয়ার ফলে তখন বেশ অদ্ভুত লাগছিলো আর দেখতেও বেশ ভালো লাগছিলো তখন।


প্রকৃতির এক অদ্ভুত জিনিস হচ্ছে আকাশ। এটি একেক সময় একেক রূপ ধারন করে, যা সত্যিই বিস্ময়কর। এককথায় আপনি আকাশ নিয়ে যতই পরিক্ষা আর গবেষণা করেন না কেনো আপনি তার শেষ পাবেন না।


যাই হোক এই ছিলো আমার দেখা এবং তুলা কিছু আকাশের অদ্ভুত ছবি। আসা করি আপনাদের তা ভালো লেগেছে। আজ আর না আবার আসবো নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে ইনশাআল্লাহ। আপনাদরে সুস্হতা কামনা করে এখানেই শেষ করছি।


আল্লাহ হাফেজ


CategorySky Photography
DeviceSmartphone
Click@yousha4
LocationDhaka, Bangladesh
Community@beautycreativity

@photoman

@curators

@blacks

@beautycreativity

Thank You for visit my post


এক নজরে সকল ছবি


IMG_20230810_141747.jpg

IMG_20230810_141709.jpg

IMG_20200825_173203053.jpg

IMG_20200816_180126548.jpg

IMG_20220809_180859.jpg

IMG_20220809_180906.jpg


Thank You


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

চমৎকার কিছু আকাশের ফটোগ্রাফি শেয়ার করেছেন অসাধারণ ছিল দেখতে।

Thank you so much for your comment. Wish me well....