Assalamu Alikum
আসসালামু আলাইকুম স্টিমিট বন্ধুরা। আসা করি সকলই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আৃি একজন ক্ষুদ্র পরিসরের ফটোগ্রাফার। আমি ছবি তুলতে ভালোবাসি। আজকে আপনাদের সাথে আমার তুলা গতকালকের চাঁদনি রাতের কিছু ছবি শেয়ার করবো।
ঘোড়াউত্রা নদী। হয়তো এই নামে কেউই নদীটি চিনেন না। বর্তমানে বাংলাদেশের একটি বিশেষ পর্যটন স্থান বালিখোলা, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম এর বেরি বাধ ও হাওর অঞ্চল। মূলত ঘোড়াউত্রা নদীটির তীরেই বালিখোলা অবস্থিত।
আমার এলাকা থেকে এই বালিখোলা খুব কাছেই অবস্থিত। হাওর ভ্রমনের উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল। এই সময়ে হাওরে অনেক পানি আসে। তখন হাওরের বেরিবাধ বা রাস্তায় বসে থাকলে অনেক ভালো লাগে।
আমিও গতকাল রাতে গিয়েছিলাম বালিখোলায়। রাত তখন ১০ টা বাজে, অতিরিক্ত গরম আর লোডশেডিং এর কারণে খুবই খারাপ লাগছিলো। তাই মনটাকে সতেজ করতে আমার এক মামাকে নিয়ে বাইকে করে চলে যাই বালিখোলায়।
চাঁদনি রাত পানিতে টুইটুম্বর পোরা হাওর। বিশাল পানিতে চাঁদের প্রতিচ্ছবি আর ঠান্ডা শীতল বাতাস মনকে সত্যিই শীতল করে তুলে।
প্রকৃতি যে কত সুন্দর তা ঘরথেকে বাহির হলেই বুঝা যায়। প্রকৃতি নানাভাববে সাজলেও চাঁদনি রাত আর হালকা মেঘলা আকাশ সত্যিই মনোমুগ্ধকর। মন চায় যেন চেয়েই থাকি।
একজন প্রকৃতি প্রেমি যে ফটোগ্রাফি ভালোবাসে তার ক্যামেরা বন্দী হবে না প্রাকৃতিক দৃশ্য। এটা অসম্ভব। তাই সুযোগ হলেই ছবি তুলা আমার একটা অভ্যাশে পরিণত হয়ে গেছে। *
আজ আর না। আবার আসবো আপনাদের সাথে আমার তুলা কিছু ভিন্ন ধরনের ফটোগ্রাফি নিয়ে। আল্লাহ আপনাদের সুস্থতা দান করুন। আল্লাহ হাফেজ।
The moonlight at night, doubles the beauty of the night.Your photographs are very beautiful.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much 🖤
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
hello friend I came by and I saw that you don't put your #newcomer hashtag if you don't put it you wouldn't be receiving support so put it in all your posts... including this post
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit