চাঁদনি রাত || 10% for BoC ||

in hive-144064 •  last year 

Assalamu Alikum


আসসালামু আলাইকুম স্টিমিট বন্ধুরা। আসা করি সকলই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আৃি একজন ক্ষুদ্র পরিসরের ফটোগ্রাফার। আমি ছবি তুলতে ভালোবাসি। আজকে আপনাদের সাথে আমার তুলা গতকালকের চাঁদনি রাতের কিছু ছবি শেয়ার করবো।


IMG_20230731_120210.jpg


ঘোড়াউত্রা নদী। হয়তো এই নামে কেউই নদীটি চিনেন না। বর্তমানে বাংলাদেশের একটি বিশেষ পর্যটন স্থান বালিখোলা, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম এর বেরি বাধ ও হাওর অঞ্চল। মূলত ঘোড়াউত্রা নদীটির তীরেই বালিখোলা অবস্থিত।


IMG_20230731_120148.jpg


আমার এলাকা থেকে এই বালিখোলা খুব কাছেই অবস্থিত। হাওর ভ্রমনের উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল। এই সময়ে হাওরে অনেক পানি আসে। তখন হাওরের বেরিবাধ বা রাস্তায় বসে থাকলে অনেক ভালো লাগে।


IMG_20230731_120257.jpg


আমিও গতকাল রাতে গিয়েছিলাম বালিখোলায়। রাত তখন ১০ টা বাজে, অতিরিক্ত গরম আর লোডশেডিং এর কারণে খুবই খারাপ লাগছিলো। তাই মনটাকে সতেজ করতে আমার এক মামাকে নিয়ে বাইকে করে চলে যাই বালিখোলায়।

চাঁদনি রাত পানিতে টুইটুম্বর পোরা হাওর। বিশাল পানিতে চাঁদের প্রতিচ্ছবি আর ঠান্ডা শীতল বাতাস মনকে সত্যিই শীতল করে তুলে।


IMG_20230731_120358.jpg


প্রকৃতি যে কত সুন্দর তা ঘরথেকে বাহির হলেই বুঝা যায়। প্রকৃতি নানাভাববে সাজলেও চাঁদনি রাত আর হালকা মেঘলা আকাশ সত্যিই মনোমুগ্ধকর। মন চায় যেন চেয়েই থাকি।


IMG_20230731_120314.jpg


একজন প্রকৃতি প্রেমি যে ফটোগ্রাফি ভালোবাসে তার ক্যামেরা বন্দী হবে না প্রাকৃতিক দৃশ্য। এটা অসম্ভব। তাই সুযোগ হলেই ছবি তুলা আমার একটা অভ্যাশে পরিণত হয়ে গেছে। *
IMG_20230731_120328.jpg

IMG_20230731_120244.jpg

IMG_20230731_120229.jpg


আজ আর না। আবার আসবো আপনাদের সাথে আমার তুলা কিছু ভিন্ন ধরনের ফটোগ্রাফি নিয়ে। আল্লাহ আপনাদের সুস্থতা দান করুন। আল্লাহ হাফেজ।



এক নজরে সকল ছবি


IMG_20230731_120358.jpg

IMG_20230731_120328.jpg

IMG_20230731_120314.jpg

IMG_20230731_120257.jpg

IMG_20230731_120244.jpg

IMG_20230731_120229.jpg

IMG_20230731_120210.jpg


IMG_20230731_120148.jpg


ধন্যবাদ


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

The moonlight at night, doubles the beauty of the night.Your photographs are very beautiful.

Thank you so much 🖤

hello friend I came by and I saw that you don't put your #newcomer hashtag if you don't put it you wouldn't be receiving support so put it in all your posts... including this post