|| সূর্যাস্তের কিছু ফটোগ্রাফি || 10 % for @beautycreativity ||

in hive-144064 •  last year  (edited)

Assalamu Alaikum


আসসালামু আলাইকুম। আসা করি ভালোই আছেন আপনারা। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো স্টিমিট বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার তুলা কিছু সূর্যাস্তের ছবি। আসা করি আপনাদের ভালোই লাগবে।



IMG_20230801_230142.jpg

প্রকৃতি! শব্দটা যেমন মাত্র ১ সেকেন্ডে শেষ হয়ে যায় ঠিক তেমনি ১ হাজার বছর যাবত সময়ও যদি আপনাকে দেওয়া হয় তার বিশ্লেষণ করার জন্য, আমি নিশ্চিত বলতে পারি যে আপনার কাছে মনে হবে এইতো মাত্র শুরু করলাম। কারণ প্রকৃতি সৃষ্টিকর্তার তৈরি এক অসাধারণ সৃষ্টি, যার শুরু আছে শেষ নেই।



IMG_20230801_225922.jpg

সূর্যর তীব্র উত্তাপ বা গরমের কারনে আপনি তার উপর রাগ হতেই পারেন। কিন্তু সেই সূর্য যখন তার সারাদিন আলো উত্তাপ দিয়ে যাওয়ার পথে থাকে। তখন তাকে দেখতে এক অন্য রকম ভালোলাগা কাজ করে। তখন তার এই সূর্যাস্ত দেখে মন এতটাই শীতল করে তুলে যে সারা দিনের রৌদ্রজ্বল যেন নিমিষেই কোথায় যেন হারিয়ে যায়।



IMG_20230801_230452.jpg

সূর্য! সূর্য স্রষ্টার এমন এক সৃষ্টি যা কারো চোখে হিরোর সমান যে সর্বদাই সারাদিনে তার আলো, তাপ দিয়ে পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে, আবার দিন শেষে চলে যাওয়ার সময় তার সকল মাদূর্য দিয়ে ভালোবেসে যায়, আবার অনেকে আবার এর পুরাই বিপরীত মুখে দেখে। যা পুরুটাই হাস্যকর ও অযৌক্তিক।



IMG_20230801_230804.jpg

IMG_20230801_230009.jpg

প্রকৃতিতে আকাশ আছে বলেই হয়তো প্রকৃতির হাজারো রূপ দেখতে পাই আমরা। কিন্তু আকাশের রূপকেও কয়েক হাজার গুন বেশি বাড়িয়ে তুলে দিনশেষে বিকেলের পরে অপরূপ সূর্যাস্ত।
আর তখন প্রকৃতি সৌন্দর্যের এক অনন্য উচ্চতায় পৌঁছে যায়।



IMG_20230801_230648.jpg

সূর্যাস্ত এমনেতেই সুন্দর। কিন্তু এর শীতকালে সূর্যাস্ত দেখার মজাই আলাদা। চারিদিকে কুয়াশার চাদরে ঢেকে আছে এরি মাঝে ছোট্ট একটি টকটকে লাল বিন্দু আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে যা এক রোমান্টিক অনুভতি দেয়।

IMG_20230801_230540.jpg

IMG_20230801_230527.jpg



সূর্যাস্তের এই অপরূপ দৃশ্য শুধু শীতকালেই নয় বরং সকল ঋতুতেই দেখা যায়। একেক ঋতুতে দেখা যায় একেক রকম রূপ

এই ধরুন বসন্তকালে এই রকম :

IMG_20230801_230712.jpg

IMG_20230801_230243.jpg

IMG_20230801_230222.jpg

আবার বর্ষাকালে এই রকম :

IMG_20230801_230437.jpg

IMG_20230801_230423.jpg

আবার হয়তবা কোনে এক সন্ধ্যার সময় :

IMG_20230801_230033.jpg


তো এই ছিলো আমার তুলা কিছু সূর্যাস্তের ছবি। আজকে এই পর্যন্ত এই। আবার অন্য কোন বিষয়ের ফটোগ্রাফি নিয়ে আসার চেষ্টা করব। এই পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।



এক নজরে সকল ছবি

IMG_20230801_230804.jpg

IMG_20230801_230743.jpg

IMG_20230801_230712.jpg

IMG_20230801_230648.jpg

IMG_20230801_230540.jpg

IMG_20230801_230527.jpg

IMG_20230801_230452.jpg

IMG_20230801_230437.jpg

IMG_20230801_230423.jpg

IMG_20230801_230306.jpg

IMG_20230801_230243.jpg

IMG_20230801_230222.jpg

IMG_20230801_230142.jpg

IMG_20230801_230111.jpg

IMG_20230801_230033.jpg

IMG_20230801_230009.jpg

IMG_20230801_225922.jpg


ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

The extraordinary beauty of the sunset is quite mesmerizing. In fact, I was really impressed by the natural beauty. Thank you so much for photographing the natural beauty of such a beautiful sunset.

Thank you so much for your expensive advice. Take love from me 💝