Hello Foodies Guys,
Good evening all my friends. I hope all my friends are well and pass a good time.I am also well. Today I sear a new think with all my friends.Now let's go and sear my new blog about foodies.
Today I will share with you how to make special faluda at home. Special Faluda This is a very popular recipe. You can try it at home if you want.
We need some ingredients to make special faluda. Such as: -
- A Vedana fruit
- An apple
- Milk
- Add ice cream cones and a small amount of sugar etc.
If you want you can add more other ingredients like banana, jellycaste.
Peel a squash, grate it and squeeze the juice.
Then you have to cut the apples into small pieces.
Then take a quantity of milk in a container and add a small amount of sugar to the milk.
Then the apple and the pain should be given through milk and mixed well.
No ice cream should be added to this mixture. And all the mixtures should be stirred with a spoon.
In this way it is possible to make delicious special faluda very easily at home. And it does us a lot of good for the body to get rid of all the fatigue of the body in an instant.
So far today you can make the recipe if you want. Thank you so much for reading my article. You must comment on how you felt. God bless you.
বাংলা
হ্যালো বন্ধুরা,
শুভ সন্ধ্যা। আশাকরি অত্যন্ত সুন্দর দিন অতিবাহিত করছেন। আপনাগো দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল ফালুদা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তৈরি করতে হয়। স্পেশাল ফালুদা এটি খুবই জনপ্রিয় একটি রেসিপি। আপনারা চাইলে এটি অবশ্যই ঘরে তৈরি করে দেখতে পারেন।
স্পেশাল ফালুদা তৈরি করার জন্য আমাদের প্রয়োজনীয় কিছু উপকরণ প্রয়োজন। যেমন:-
- একটি বেদানা ফল
- একটি আপেল
- দুধ
- আইসক্রিম কোণ এবং সামান্য পরিমাণ সুগার যোগ করতে হবে ইত্যাদি।
আপনার চাইলে আরো অন্যান্য উপাদান যোগ করতে পারেন যেমন কলা, জেলিকেস্টরি।
প্রথমে একটি পাত্রে বেদানা থেকে খোসা ছাড়িয়ে ভিতরের আবরণ গুলো কে ছাড়িয়ে নিতে হবে।
এরপর আপেল গুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে।
এরপরে একটি পাত্রে পরিমাণমতো দুধ নিতে হবে এবং দুধের সাথে সামান্য পরিমাণ সুগার যোগ করতে হবে।
এরপর আপেল এবং বেদনা দুধের মধ্য দিয়ে দিতে হবে এবং ভালভাবে মিক্স করতে হবে।
এই মিশ্রণের মধ্যে আইসক্রিমের কোন যোগ করতে হবে। এবং সমস্ত মিশ্রনগুলো ভালো হবে একটি চামচ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে।
এভাবেই ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে সুস্বাদু স্পেশাল ফালুদা তৈরি করা সম্ভব। এবং এটি আমাদের অনেক উপকার করে শরীরের জন্য শরীরের সমস্ত ক্লান্তি এক নিমেষে দূর করা সম্ভব।
আজ এ পর্যন্তই আপনারা চাইলে রেসিপিটাও তৈরি করে দেখতে পারেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আর্টিকেলটা পড়ার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহাফেজ।