Spicy chicken Curry

in hive-148497 •  4 years ago  (edited)

আসসালামু আলাইকুম সবাইকে..


আশা করছি ভালোই আছেন সবাই..আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি!!
আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মশলাদার মুরগির তরকারী এর রেসিপি....!!

IMG20210224131821.jpg

যে যে উপকরণ গুলো লাগবে ঃঃ

  • মুরগির মাংস
  • পিয়াজ
  • মরিচ
  • তেল
  • আদা বাটা
  • রসুন বাটা
  • হলুদ গুড়া
  • মরিচ গুড়া
  • ধনিয়া গুড়া
  • জিরা গুড়া
  • এলাচি
  • তেজপাতা
  • দারচিনি
  • গরম মসলা
  • আলু

step 1

প্রথমে একটি কড়াই নিয়ে তাতে পরিমান মত তেল, পিয়াজ কুচি , ৪টা এলাচি,দারচিনি, তেজপাতা আর পরিমান মত লবন দিয়ে নারতে হবে যতক্ষণ পর্যন্ত না পিয়াজ টা বাদামী রঙের হয়...পিয়েজ টা হয়ে এলে তাতে পরিমান মত আদা দিয়ে কষিয়ে নিতে হবে...


step 2

কষানো হয়ে গেলে তাতে পরিমান মত হলুদ গুড়া,মরিচ গুড়া,ধনিয়া গুরা,জিরা গুরা আর গরম মসলা দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নিবো

IMG20210224121852.jpg

IMG20210224121956.jpg


step 3

কষানোর পর আমি কিছু দেশি আলু ছিলে পরিষ্কার করে নিয়েছি তা আমি কড়াইতে দিয়ে কষিয়ে নিবো..
আলু দেওয়ার পর ভালোভাবে নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবো এতে করে আলু গুলো তারাতারি সিদ্ধ হয়ে যাবে......

IMG20210224122847.jpg

step 4

আলু সিদ্ধ ৫০ভাগ হয়ে এলে আমি মুরগীর মাংসর টুকরো গুলা দিয়ে দিবো...কেননা আমি নিয়েছি বয়লার মুরগী!! এই মুরগির মাংস তারাতাড়ি সিদ্ধ হয়ে যায়


IMG20210224122853.jpg


step 5

মুরগী দেয়ার ৫মিনিট পর আমি পরিমান মত ঝাল দিয়ে দিবো। দিয়ে দিলাম কাচামরিচ।।তারপর ভালোমতো কষিয়ে নিবো...

IMG-20210224-0000.jpg

#step 6
কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি নিয়ে ঝোল শুখিয়ে নিতে হবে কেননা এটি একটি ভুনা তরকারি..যেটাতে ঝোল একদম মাখা মাখা থাকে
মুরগির মাংসটা ভালো ভাবে সিদ্ধ হয়ে গেলে তাতে সামান্য পরিমাণ জিরাফাকি দিয়ে নামিয়ে দিবো....❤️

2021-02-25-12-47-30-509.jpg

হয়ে গেলো আমার মসলাদার মুরগির মাংস
এটি একটি খুবই সাধারণ তরকারি যদিও..কিন্তু খেতে ভিষণ মজা হয়েছে... আশা করছি আপনাদের পছন্দ হয়েছে💕 আপনারও বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ ❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

হ্যালো :

আপনার স্টেইমফুডস সম্প্রদায় সম্পর্কে বিস্তারিত সুস্বাদু রেসিপি ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই পোস্টটি 25.02.2021 এ "দিনের সেরা স্টিমেফুডস পোস্টগুলিতে" যুক্ত করেছি। আমরা এই পোস্টটি -steemcurator01, -steemcurator02 -steemcurator06 বা বুমিং অ্যাকাউন্টগুলির মাধ্যমে ভোট দেওয়ার চেষ্টা করব। স্টিফফুডস সম্প্রদায়ে সামগ্রী তৈরি করা চালিয়ে যান। :)

অনেক সুন্দর পোস্ট করেছো। মুরগির তরকারি দেখে জিভে জল চলে আসতেছে। শুভকামনা।

Thank you so much!! ❤️ @nahidhasan23

ZERION Airdroping 300 STEEM

Steem Staking Will Be Live Soon

Join zerion for early access and 300 STEEM Airdrop
Steem also enters to Defi one step into the future

For More Details and Airdrop click here


Polish_20201009_015638739.jpg

Your post has been upvoted by @steem-bangladesh courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

Follow @steem-bangladesh & @steemitblog for last updates