THE DIARY GAME 《BETTER LIFE》What activities did i do today?

in hive-151614 •  4 years ago 

আজ ২৬ মে ২০২১
@shakilsheikh256 From Bangladesh

"THE DIARY GAME"

প্রতিদিনের মত আমি আজ আবারও আমার দিনলীপি নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক...

IMG_20210526_213645_364.jpg

⏰First Morning⏰

ঘুম থেকে উঠে দেখি সকাল ৪:৪৫ বাজে। তখনই তাড়াহুড়া করে দাঁত ব্রাশ করতে করতে চলে গেলাম মসজিদে নামাজ পড়তে। কিন্তু দেরিতে যাওয়ায় জামাত মিস করে ফেলেছিলাম😥। সেই কারণে একা একা নামাজ পড়ে বাড়ি এসে ছোট একটা ঘুম দিলাম সকাল ৮ টা পর্যন্ত😃।

⏰Morning⏰

ঘুম থেকে উঠে কবুতরের ঘর বানানোর কাজে লেগে পড়লাম। কাজে লেগে পড়ার আগে কবুতরগুলোকে খাবার দিতে গেলাম। খাবার দিয়ে ফিরে এসে কবুতরের খোপ তৈরি করার কাজে ব্যস্ত হয়ে পড়লাম।

IMG_20210526_213650_858.jpg

⏰NOON⏰

কবুতরের ঘর তৈরির জন্য এতটাই ব্যস্ততার মাঝে ছিলাম যে, মোবাইল ধরার সুযোগ পাইনি। তারপর যখন যোহরের আযান হল তখন কাজ বন্ধ করে দিয়ে গোসল করতে গেলাম এবং গোসল শেষে মসজিদে রওনা দিলাম নামাজ আদায় করতে। মসজিদে গিয়ে দেখি জামাত শেষ হয়ে গেছে। তো কি আর করা? নিজের মতো করে নামাজ আদায় করলাম।

⏰AFTERNOON⏰

নামাজ পড়ে বাড়ি এসে আবার শুরু করে দিলাম কবুতরের ঘর বানানোর কাজ। তবে তার আগে কিছু খেয়ে নিলাম যাতে করে ঘর বানাতে পুরো এনার্জি পাই😃।

IMG_20210526_213648_692.jpg

⏰EVENING⏰

আসরের আযান শুনতে পাওয়া মাত্রই কাজ বন্ধ করে দিয়ে নামাজ পড়তে গেলাম এবং জামাতে নামাজ আদায় করলাম। নামাজ শেষে চলে এলাম বাসায়। তো বাড়ি এসে কিছুক্ষন মোবাইল ব্যবহার করলাম। তারপর মাগরিবের আজান হলে মসজিদে গেলাম মাগরিবের নামাজ পড়তে। নামাজ শেষ করে বাড়ি এসে পড়তে বসলাম।

IMG_20210526_213642_893.jpg

⏰NIGHT⏰

টানা এক ঘন্টা পড়া লেখার পর যখন এশার আযান দিলো তখন নামাজ পড়ার জন্য অজু করে মসজিদের দিকে রওনা হলাম এবং জামাতে নামাজ আদায় করলাম। নামাজ পড়ে বাড়ি এসে মোবাইল ব্যবহার করতে লাগলাম এবং স্টিমিট এ আমার দিন লিপি শেয়ার করার জন্য লেখা শুরু করে দিলাম। এরপর কিছু খাবার খেয়ে নিলাম যাকে বলা হয় ডিনার। এরপর স্টিমিটে আমার দিনলিপি গুলো আপলোড করলাম এবং যখন 10 টা বাজল তখন ঘুমানোর জন্য প্রস্তুত হয়ে বিছানায় শুয়ে পড়লাম এবং ঘুমিয়ে পড়লাম🛌।

এটাই ছিল আজকের দিনলিপি।

আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে❤।

ভালো থাকুন, সুস্থ থাকুন..♥আল্লাহ হাফেজ♥

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Awesome day

Nice