My Town in 10 Pictures | My Town In Modhukhali, Bangladesh - Perticiapate Open The World Contest by @shakilsheikh256

in hive-151614 •  4 years ago 

সর্বপ্রথম আমি আমার গ্রামের পরিচয় টা তুলে ধরতে চাই...

আমার গ্রামের নাম গাজনা। ফরিদপুর জেলার মধুখালি উপজেলার ছোট্ট একটা গ্রাম। যেহেতু গ্রামটা ছোট, সেহেতু Beautiful Place গুলো কম থাকায় স্বাভাবিক। তারপরও আমি আমার গ্রামের/Hometown এর ১০ টি সুন্দর ফটোগ্রাফি তুলে ধরার চেষ্টা করেছি।

Number👉1👈


👇আমার প্রাইমারি স্কুল👇

IMG_20210517_211514_220.jpg

লোকেশন দেখতে ক্লিক করুন...

স্কুলের নাম: গাজনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থাপন: ১৯৬৫ সাল।

গাজনা গ্রামের কেন্দ্রীয় প্রাইমারি স্কুল হলো গাজনা। এখানে আমাদের গ্রামের সকল ছাত্র-ছাত্রী পড়াশোনা করে তাদের প্রাইমারি লেভেল অতিক্রম করে।এখানে ১ম-৫ম শ্রেনি পর্যন্ত পড়ানো হয়। যদিও পূর্বে এটা দেখতে অনেকটা অসুন্দর লাগত, তবুও এখানে শিক্ষাদান কার্যক্রম ছিল অনেক ভালো। বর্তমানে এটি দেখতে অনেক অনেক সুন্দর। আমি গর্বিত যে আমি এমন একটা স্কুলে পড়ার সুযোগ পেয়েছিলাম।

Number👉2👈


👇দেউল👇

IMG_20210517_211512_068.jpg

লোকেশন দেখতে ক্লিক করুন...

স্থাপন: এটি কেউ নিশ্চত ভাবে জানে না তবে ধারনা করা হয় ১৭০০ সাল।

এই দেউলটির ইতিহাস খুবই অদ্ভুত। একদিকে অনেক মানুষ বলছে এটি নাকি রাতারাতি স্থাপন হয়ছে এবং কোন মিস্ত্রি এটি তৈরি করে নি। আবার অনেক লোক বলে এটি নাকি কোন কালের কোন এক রাজা স্থাপন করেছিল। যাইহোক, দেউলটা দেখতে খুব চমৎকার। দেউলটির ভিরতটা ভুবই অসাধারন লাগে। এখানে অনেক মানুষ আসে দেউলটি পরিদর্শন করতে। মাঝে মাঝে আমিও যাই।

Number👉3👈

👇হোটেল👇

IMG_20210517_211522_745.jpg

লোকেশন দেখতে ক্লিক করুন...

এটা হচ্ছে গাজনা বাজারের একমাত্র হোটেল। এটি আমি আমার জন্মের পর থেকে দেখে আসছি। এখানে সকালে পরোটা, ডাল, রুটি পাওয়া যায় এবং বিকালে সিঙ্গারা, চপ, ডালপুরী, পিয়াজি ইত্যাদি রকমের খাদ্য পাওয়া যায়। সবচেয়ে চমৎকার বিষয় হলো এই হোটেলটি প্রতি শুক্রবারে বন্ধ থাকে। এটি এই হোটেলের একটি নীতি। আমাদের এলাকার সবাই এই হোটেল থেকে সকল প্রকার খাবার কিনে থাকে।

Number👉4👈

👇কলেজ👇

IMG_20210517_211519_885.jpg

লোকেশন দেখতে ক্লিক করুন...

নাম: সরকারি আইনউদ্দীন কলেজ।
স্থাপন: ১৯৮৫ সাল।

আমাদের মধুখালি উপজেলার সবচেয়ে বেশি নাম করা কলেজ এটা। এখানে শিক্ষা কার্যক্রম অনেক ভালো হওয়ায় খুব অল্প দিনেই এই কলেজের নাম ছড়িয়ে গেছে অনেক দুর পর্যন্ত।এখানে ইন্টার লেভেল থেকে শুরু করে মাস্টার পর্যন্ত পড়ালেখা করার সুযোগ পাওয়া যায়। আমি গত ২ বছর যাবত এই কলেজে পড়াশোনা করি। কলেজটা দেখতে অনেক সুন্দর। Hsc বোর্ড পরিক্ষা এখানে অনুষ্ঠিত হয়।

Number👉5👈

👇মুদি দোকান👇

IMG_20210517_211516_354.jpg

লোকেশন দেখতে ক্লিক করুন...

এটা বাজারের বড় দোকানের মধ্যে একটা। এখনে চাল, ডাল, চিনি, ছোলা, লবন, বিস্কিট, গম, ময়দা, রেশন ইত্যাদি ইত্যাদি জিনিস পাওয়া যায়। এই দোকানে ইলেক্টনিক জিনিসও পাওয়া যায়। যেমন: তার,লাইট,সুইচ,বোর্ড ইত্যাদি। দোকানটা দেখতেও অনেক সুসজ্জিত। সব ঠিকঠাক থাকলেও দোকানদারটা একটু ত্যারা😃টাইপের। অনেকেই দোকানদারের প্রতি অসন্তুষ্ট। কিন্তু কিছু করার নাই প্রয়োজনে এনার দোকানেই আসা লাগে।

Number👉6👈

👇কাচামাল দোকান👇

IMG_20210517_211526_958.jpg

লোকেশন দেখতে ক্লিক করুন...

তো এখানে প্রায় সব রকমের কাঁচাবাজার বা শাকসবজি পাওয়া যায়। আমাদের এলাকায় সপ্তাহে ২ বার হাট বসে। কিন্তু এই দোকানদারের কাছে সপ্তাহে ৭ দিন ও সব রকমের কাঁচামাল পাওয়া যায়। এখানে মরিচ,আলু,পটল,কুমড়া,ঢেড়স,লেবু,লাউ ইত্যাদি ইত্যাদি কাচামাল পাওয়া যায়। বাজারের কাচামালের সবচেয়ে বড় এবং ভালো দোকান হলো এটা। এখানে সপ্তাহে ৭ দিনই কাচামালের যোগান পাওয়ায় খুব অল্প দিনেই দোকানটা ছোট থেকে অনেক বড় পরিসরের হয়েছে।

Number👉7👈

👇সার্ভিসিং কেয়ার👇

IMG_20210517_211524_362.jpg

লোকেশন দেখতে ক্লিক করুন...

এখানে টিভি,রিমোট,লাইট,ফ্যান ইত্যাদি যাবতীয় ইলেক্ট্রনিক জিনিসপত্র সার্ভিসিং করা হয়। দোকানটি ছোট হলেও এর কাজ অনেক বিস্তৃত। এখানে মোবাইলও সার্ভিসিং করা হয় এবং মেরোরিতে গান লোড দেওয়া হয়। সব মিলিয়ে দোকানটা ছোট হলেও দেখতে কিন্তু খুব একটা খারাপ না। এখানে সার্ভিসিং এর পাশাপাশি অনেক ধরনের ইলেক্ট্রনিক জিনিসপত্র পাওয়া যায় পাইকারী মূল্যে। বাজারে অন্যগুলো একই দোকান থাকা সত্বেও এখানে লোকজন বেশি ভিড় করে।

Number👉8👈

👇কামার👇

IMG_20210517_211530_302.jpg

লোকেশন দেখতে ক্লিক করুন...

আমাদের এলাকায় সপ্তাহে ২ দিন হাট বসে। এবং কামারটা শুধুমাত্র এই ২ দিনে এখানে এসে বসে। এরা কাচি,দা,কোদাল,খুনতা ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র তৈরি করে। আর সবচেয়ে মজার বিষয় এটা যে, তারা একবার কাজ শুরু করলে কাজ শেষ না করে বাড়ি ফিরে না। তাতে রাত ২ বাজলেও। এলাকার প্রায় সকল মানুষই এনার থেকে তাদের জিনিসপত্র তৈরি করে। আমিও কোন জিনিস বানানোর দরকার হলে এনার থেকে বানাই।

Number👉9👈

👇রাইচ মিল👇

PicsArt_05-17-07.35.51.jpg

লোকেশন দেখতে ক্লিক করুন...

এটা আমাদের এলাকার কেন্দ্রীয় রাইচ মিল। এখানে ধানের পাশাপাশি গম, ভুট্টা, শরিষা ইত্যাদি মাড়াই করা হয়। যাকে আমরা গ্রাম্য ভাষায় বল "ভাঙ্গানো"। এছাড়াও এখানে চাল গুড়া করা হয়। যা অনেক মানুষ ঢেকি দিয়ে গুড়া করত। কিন্তু এখন এই মিলেই মেশিনের সাহায্যে খুব অল্প সময়েই চাল গুড়া করে দেয়। এছাড়া এখানে চালের কুড়া, হলুদ, শরিষার তেল ইত্যাদি পাইকারী মূল্যে কিনতে পারা যায়। এই রাইচ মিলটি আমাদের এলাকার মানুষের অনেক উপকার করে আসছে। আমাদের ধান মারাই করার প্রয়োজন হলে আমি এই মিল থেকে মারাই করে নিয়ে যায়।

Number👉10👈

👇রেস্টুরেন্ট👇

IMG_20210517_211518_237.jpg

লোকেশন দেখতে ক্লিক করুন...

এই রেস্টুরেন্টের নাম হলো: "রেসতোরা রেস্টুরেন্ট"। এখানে পিজ্জা,বারগার থেকে শুরু করে বিড়ায়ানি,কপি,লাল চা পর্যন্ত পাওয়া যায়। রেস্টুরেন্ট টা খুব অল্প কিছুদিন আগে তৈরি করা হয়েছে। এখানের খাবার গুলো খুবই সুন্দর ভাবে পরিবেশন করা হয় এবং রেস্টুরেন্ট এর ভিতরটা অনেক অনেক বেশি সুন্দর। টপে নারিকেল গাছ লাগানো প্রতিটি টেবিলের পাশে। এছাড়া কাস্টুমারদের বিনোদনের জন্য রয়েছে ফ্রি WiFi এর ব্যবস্থা। সব মিলিয়ে রেস্টুরেন্ট টা অনেক ভালো লাগলেও খাবারের দাম টা খুব একটা ভালো লাগে নি। খাবারের দাম অনেক বেশি😥। গরিব এমনকি মধ্যবিত্তদের এই রেস্টুরেন্টে খাওয়া অনেকটা কষ্টকর।

এই ছিল @open-theworld Contest এ আমার hometown এর ১০ Photograpy.

আশা করি @open-theworld এর founder @ibrahim7869 ভাই এবং প্রত্যেক Viewers দের ভালো লেগেছে।

সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন, নিরাপদে থাকুন..এই দোয়া কামনা করে আমি আমার লেখা শেষ করলাম। ধন্যবাদ..

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Nice

@shakilsheikh256 ভাই আপনি তো কামাল কইরা দিলেন😯। এক কথায় অনেক সুন্দর হইছে আপনার পোস্ট টা 💗💗।।

ধন্যবাদ..আমি আপনার কমেন্ট পড়ে অনেক অনেক খুশি হয়েছি।

I appreciate your participation ✅

ভাই আপনার পোষ্টটি অসাধারণ। 👌

ধন্যবাদ..

So beautiful village