ART IS THERAPY - THIS IS BEAUTIFUL!💙💙💙

in hive-152587 •  2 years ago 

আজকে ভেবেছিলাম পোস্ট করবো না । ঘুম থেকে উঠেছিও দেরী করে আজ । ভোরবেলায় হঠাৎ করে জ্বর এলো । বুঝলাম না কেন এমন হলো ? ঘুম থেকে উঠে দেখি জ্বর কমে গিয়েছে, কিন্তু গায়ে হাত-পায়ে বেশ ব্যাথা, আর শরীর বেশ ম্যাজম্যাজ করছে । ঠান্ডা লেগেছে খুব সম্ভব । তবে, আজকে হাতে অনেক কাজ আমার । "আমার বাংলা ব্লগ" এর জন্মদিন উপলক্ষে হওয়া বিশেষ হ্যাংআউট এর বিশেষ প্রাইজ দেওয়া এখনো পেন্ডিং রয়েছে । সময়ের অভাবে প্রাইজ ডিস্ট্রিবিউশন করে উঠতে পারিনি । কিন্তু, আজ সন্ধ্যায় শিডিউল করা আছে পুরস্কার গুলো ডিস্ট্রিবিউট করার । শিডিউল মিস করা যাবে না । কোনোভাবেই । তাহলে আরও দেরি হয়ে যাবে । ভীষণই ব্যস্ত সময় পার করছি বেশ কয়েকদিন ধরে ।

তো এবার আসা যাক আমার ছোটবেলায় ঘটে যাওয়া একটি ছোট্ট মজার ঘটনায় ।

তখন খুব সম্ভবত আমি ক্লাস সেভেনে পড়ি । বাবা সন্ধ্যের দিকে কিছু ছাত্র পড়াতো । তো আমার পড়াশোনা বিকেলবেলায় কিছুই করতাম না । দুপুরে স্কুল থেকে ফিরে খেয়ে ঘুম দিতাম । বিকেলে উঠে হয় খেলতাম নতুবা, গল্পের বই পড়তাম । বাবা বাজার করে ফিরতো সন্ধ্যের পরে । তো, একদিনের ঘটনা - বাবা সেদিন বিকেল বেলাতেই বাড়ি থেকে বের হয়ে গেলো । সামনে মাধ্যমিক পরীক্ষা, স্পেশ্যাল পড়ানো ছিল খুব সম্ভব । সেদিন আবার আমাদের বাজার করা খুবই জরুরি ছিল । ভাঁড়ারে টান পড়েছে ।

ঘরে, ডিম, ডাল এসব ছিল । কিন্তু, ছিল না কোনো তরকারি । যেহেতু, বাবার বাজার করে ফিরতে হবে তাই আমাকে ডেকে বললো সামনের মুদি দোকান থেকে আলু কিনে দিতে । এই বলেই, বাবা টাকা রেখে চলে গেলো । আমিও, গল্পের বইয়ে চোখ রেখে অন্যমনস্ক ভাবে সব শুনে বইয়ের পাতা থেকে চোখ না তুলে হাত বাড়িয়ে টাকাটা নিয়ে পকেটে রেখে দিলাম ।

গল্প শেষ হতে হতে সন্ধ্যে ঘনিয়ে এলো প্রায় । রাস্তায় ল্যাম্পোস্টগুলো এখুনি জ্বলে উঠবে । আমি আর দেরি না করে মুদি দোকানের উদ্দেশ্যে বের হয়ে গেলাম । দোকানদের আমাদের পূর্ব পরিচিতি । তো যখন তাকে আমি আলু দিতে বললাম সে কিন্তু আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইলো । আমি বললাম - "কৈ দিন !!"

দোকানদার আমায় বললো - "ঠিক করে বলো কতটুকু আলু নেবে ?" শুনে আমার তো রাগ হয়ে গেলো । বললাম - "যতটুকু বলেছি ঠিক ততটুকুই দিন ।" এবার দোকানদার হাসতে হাসতে একটি কাগজের ঠোঙায় দুটি ছোট্ট ছোট্ট আলু ওজন না করেই দিলো । আর টাকা নিলো না । আমি ভ্যাবাচ্যাকা খেয়ে কিছুই বুঝে উঠতে না পেরে তাইই নিয়েই বাড়িতে ফিরলাম ।

বাড়িতে এসে ঠোঙা ভর্তি আলু দিলেই শুরু হলো চ্যাঁচামেঁচি । মাত্র দুটি ছোট আলু দিয়ে কি ভাবে রান্না হবে ? পরে আবিষ্কার হলো বাবা আমাকে দশ টাকার একটা নোট দিয়ে বলেছিলো "পাঁচশো গ্রাম আলু" এনে দিতে । আর, আমি শুনেছি "একশো গ্রাম আলু" । তখন আলুর কিলো ছিল ছ'টাকা । তো, একশো গ্রাম আলুর দর দাঁড়ায় ৬০ পয়সা । তাই, মুদি দোকানদার অমন অদ্ভুত ব্যবহার করছিলো আমার সাথে ।

বাড়িতে হাসির হুল্লোড় বইলো । এই ঘটনা আমাকে অনেকদিন যাবৎ লজ্জা দিতো । যখনি আমার ১০০ গ্রাম আলু কেনার গল্প উঠতো আমি আস্তে করে সেখান থেকে সরে যেতাম ।
7ohP4GDMGPrTps6cjBmVHvN4WKRELnFy9u363NA4sovnHTXU8A5wgYR1r1bQhe64xvacyW9KtiWsoMj8LsVKmExE1tqKPDRuzcFg.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!