আসসালামুয়ালাইকুম
ছবি আঁকার ক্যানভাস এর মত আমাদের জীবনেও নানা রঙের মেলা দেখা যায়। কখনো কালো রং রূপি ভয়ঙ্কর অভিজ্ঞতা, লাল রং রূপি ভয় কখনো বা নীল রং রূপে দুঃখ ,সাদা রং রূপি শুভ্রতা হাসি আনন্দের মেলা দেখা যায়।
নানা ঘটনার ও অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের জীবন অতিবাহিত হয়। এই ঘটনার মাঝে কিছু কিছু ঘটনা থাকে যা আমাদের সারা জীবন মনে দাগ কেটে থাকে, আবার কিছু কিছু মুহূর্ত থাকে যাকে আমরা আমাদের জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত হিসেবে মনে রাখি।
image made by canva
আজকে আমাদের এনগেজমেন্ট চ্যালেঞ্জের বিষয় তেমনি একটি।
আমি @hasina78
দেশ @bangladesh
Which moment in your life will you always remember? Describe what happened that day. (You can share up to two moments if you have up to that) |
---|
৩ জুলাই ২০২০ আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমার বড় ছেলে ক্যাডেট কলেজে এডমিশন নিয়েছিল। আমারও আমার ছেলের একটা যুদ্ধের পরিসমাপ্তি হয়েছিল। আমার হাজব্যান্ড সরকারী চাকরি করে, প্রতিবছরে ধরতে গেলে তার পোস্টিং হয় নতুন নতুন জায়গায়। এমন সব জায়গায় পোস্টিং হয় যেখানে আমার বাচ্চাদের ভালো স্কুল পর্যন্ত থাকে না। তাই তাদের লিখা-পড়ার খুব সমস্যা হতো। আমার ছেলে এই দিনে ক্যাডেট কলেজে ভর্তি হয়েছিল। তাই এই মুহুর্ত টি আমার কাছে বেষ্ট।
Why was it so special? |
---|
এদিন টি আমার কাছে স্পেশাল কারণ আমার হাজবেন্ডের পোস্টিং এর কারণে আমার ছেলের লেখাপড়ার খুব ক্ষতি হচ্ছিল। আমার হাজবেন্ডর যখন বান্দরবন পোস্টিং হয় সেখানে কোন ইংলিশ ভার্সন স্কুল ছিল না। আমার বাচ্চাটা সারাদিন বাসায় থাকত, যখন অন্য বাচ্চারা স্কুলে যেত আমার ছেলেটা আমাকে জিজ্ঞেস করত আম্মু আমি কবে স্কুলে যাব? কারণ স্কুল তার খুব পছন্দের জায়গা ছিল । সে স্কুল কে খুব মিস করতো।
আমার ছেলেকে আমি চিটাগাং শহরে স্কুলে ভর্তি করেছিলাম। এক্সামের এক সপ্তাহ আগে আমি আমার বাচ্চাকে নিয়ে যেতাম চিটাগাং আবার এক্সাম শেষ করে বান্দরবান ব্যাক করতাম । এভাবে আমার ছেলের ক্লাস ওয়ান টা কেটেছে।
এরপর ঠাকুরগাঁয়ে পোস্টিং হলো, তখন আমার ছেলে ক্লাস ফোরে পড়ে । সেখানেও একই অবস্থা আমার ছেলের জন্য কোন স্কুল নেই আর আমি ওর জন্য অল্টারনেট কোন ব্যবস্থাও করতে পারিনি যার ফলে ক্লাস ফোর টা সে বাসাতেই ছিল। আমি তাকে বাসায় পড়াতাম। তখনই মনে মনে ঠিক করি যে আমার ছেলের জন্য ক্যাডেট কলেজে হবে সবচেয়ে বেস্ট। শুরু হয় আমারও আমার ছেলের জন্য নতুন এক যুদ্ধ।
প্রতিবছর নতুন নতুন জায়গায় যাই যেখানে আমার ছেলের জন্য না থাকে ভালো স্কুল না থাকে কোন শিক্ষক । আমি আমার ছেলের শিক্ষক, আমি আমার ছেলেকে পড়িয়েছি। আর আমি সবসময় চেষ্টা করেছি কিভাবে ছেলেটাকে আমি ক্যাডেট কলেজ পর্যন্ত পৌঁছাতে পারি। এভাবে ২০১৯ সালে আমাদের ঢাকায় পোস্টিং হয় তখন আমি ছেলেটাকে একজন ভালো শিক্ষক দিতে পারি। আমি সারাক্ষণ আমার ছেলেটা যেন ঠিকমতো লেখাপড়া করে সেদিকে লক্ষ্য রাখতাম।
আমার কাছে মনে হতো আমার ছেলেটা যদি ক্যাডেটে চান্স না পায় তাহলে পরবর্তীতে আবার কোথায় পোস্টিং হবে , আমার ছেলেটাকে আমি আবার কোথায় পড়াবো । ছোট ক্লাস ছিল আগে তখন কোন সমস্যা হয়নি, এখন তো দিনে দিনে বড় ক্লাসে উঠছে এখন যদি কোথাও কোন স্কুল না পাই, টিচার না পাই , আমার ছেলেটার ফিউচারটা নষ্ট হয়ে যাবে। এই চিন্তা সব সময় আমাকে তাড়া করত। তাই আমি সবসময় চেষ্টা করেছি আমার ছেলেকে যেন ক্যাডেট কলেজের জন্য সঠিকভাবে প্রস্তুত করতে পারি। তাই যেদিন আমার ছেলেটা ক্যাডেট কলেজে চান্স পেল সেই দিনটা আমার জন্য অনেক আনন্দের দিন, অনেক স্মরণীয়।
Can you compare that day with your current situation, what's the difference? (You can do well to show the pictures) |
---|
আমার ছেলে পাবনা ক্যাডেট কলেজে পড়ছে। সে এখন দশম শ্রেণীর ছাত্র। আমি খুব খুশি যে তার জন্য আমি একটা সুন্দর ব্যবস্থা করতে পেরেছি। তার লেখাপড়ার সমস্যা নিয়ে আমাকে চিন্তা করতে হয় না । আমি তার লিখ-পড়া নিয়ে নিশ্চিন্তে আছি, আলহামদুলিল্লাহ। তার স্কুল নিয়ে তার লেখাপড়া নিয়ে আমি যে দুশ্চিন্তায় ছিলাম আগে, এখন আমি সে দুশ্চিন্তা থেকে মুক্ত হয়েছি। আমার ছেলেকে আমি সুন্দর একটা ভবিষ্যতের দিকে এগিয়ে দিতে পেরেছি। আমার ছেলের খুব ইচ্ছা ভবিষ্যতে সে একজন আর্মি অফিসার হবে এবং এই ক্যাডেট কলেজ থাকা কালীন সময়টুকু সে যে প্রশিক্ষণ পাচ্ছে এটা তার এই ইচ্ছাটাকে পূরণ করার ক্ষেত্রে অনেক সহায়ক হবে। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন সে যেন তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়।
Why is it good to remember moments like this in life? |
---|
আমার ছেলের ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাওয়াটা আমার জন্য সত্যিই খুব আনন্দের ব্যাপার। আমার যখনই মনে হয় যে আমার ছেলের লেখাপড়া নিয়ে আমার যে সাফারিং টা আমার হয়েছে, আমার যে দুশ্চিন্ত হত আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে তার লেখাপড়া নিয়ে আমি সেখান থেকে এখন মুক্ত। যখনই আমার মনে হয় আমার ছেলে একটা ভালো জায়গা আছে , আমার ছেলের ভবিষ্যৎ তাকে আমি কিছুটা হলে গুছিয়ে দিতে পেরেছি আমি আমার নিজের ভেতর একটা অনাবিল আনন্দ অনুভব করি।
How can you create beautiful moments for someone else? |
---|
আমার ছোট ছেলেটা এখন তৃতীয় শ্রেণীর ছাত্র । তাকে নিয়ে ও তার ভাইয়ের মতো আমাকে সাফার করতে হচ্ছে। আমার ইচ্ছে আছে ভবিষ্যতে তাকেও আমি ক্যাডেট কলেজে পড়তে পাঠাবো। আমি যেন আমার ছোট ছেলের ক্ষেত্রেও সাফল্য লাভ করতে পারি, সে জন্য সবার কাছ থেকে আন্তরিক দোয়া কামনা করছি । ধন্যবাদ।
আমার বন্ধুদের আমি এই কন্টেস্টে অংশ গ্রহন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
@ismotara
@mdkamran99
@memamun
@mahadisalim
@enamul17
@aparajitoalamin
Thank you dear sister for inviting me. You have shared a very beautiful moment with us. For a mother, her child's success is a great gift. Best wishes for your baby. Sister the #burnsteem25 tag you used is incorrect. Please correct it.🙂 Best of luck for the contest.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you vai for your sweet words about my child. And also thank you for the correction.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রন জানানোর জন্যে।আপনার পরিবার ও আপনার সন্তানের মঙ্গল কামনা করছি। অনেক অনেক শুভ কামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনার শুভেচ্ছার জন্য। আপনার জন্যও শুভ কামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসসালামু আলাইকুম, আপু আপনার পরিবারের প্রতিটি সদস্যের জন্য শুভকামনা রইলো। দোয়া করি আল্লাহ আপনাকে আরও বেষ্ট মোমেন্ট দিয়ে সুখী সুন্দর জীবন দান করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দোয়া করবেন ভাই। আল্লাহ্ যেন আমার ছেলের ইচ্ছে পূরণ করেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিটা মা বাবাই সন্তানের সাফল্যের জন্য সর্বোচ্চ চেষ্টা করে।সন্তানের সাফল্যেই বাবা মা গৌরবান্বিত হয়।আল্লাহ আপনার সন্তানদের অনেক জ্ঞান দান করুন। আমিন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিন। দোয়া করবেন আপু, আল্লাহ্ যেন ওদের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার তৌফিক দেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit