![]() |
---|
আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভাল এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।
আজকের ব্লগে আমি শেয়ার করব আমার পুরনো কিছু স্মৃতি। স্টিম ফর বেটার লাইফ কমিউনিটি যে কনটেস্টের আয়োজন করেছে আমি সেখানে জয়েন করতে এই পোস্ট দিচ্ছি। পাশাপাশি আমার তিনজন পরিচিত ওকে এই কনটেস্টে জয়েন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।৷ @rumman @nijam468 @ayeshasiddika18
![]() |
---|
আমি ২০১৩ সালে বিডিনিউজ টাইম নামে একটি অনলাইন পত্রিকার ওপেন করি এবং সে বছরই চট্টগ্রামে যেসব অনলাইন পত্রিকার মালিক রয়েছে তাদের নিয়ে আমরা একটি সংগঠন গঠন করি। যেটার নাম অনলাইন নিউজ পোর্টাল এডিটর এসোসিয়েশন। যেটাকে সংক্ষেপে কনিয়া ডাকা হয়। সেখানে আমাদের একটি এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয় এবং সেই কমিটির প্রতি মাসে মাসিক সভা অনুষ্ঠিত হয়ে থাকে। মূলত একটি সেরকম মাসিক সভার ছবি। ২০১৪ সালের দিকে তোলা।
![]() |
---|
কক্সবাজারে ফিরে আসার আগে চট্টগ্রামে আমি বেশ কয়েকটি কোম্পানিতে চাকরি করেছি। তেমন একটি কোম্পানি ছিল একে খান ওয়াটার হেলথ বাংলাদেশ লিমিটেড। তাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে যেতে হয়েছিল হোটেল রেডিসন ব্লুতে সেখানেই কাজের ফাঁকে এই ছবিটি তোলা। ছবিটি তুলেছে আমার আরেক কলিগ আসলাম।
![]() |
---|
একে খান কোম্পানিতে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত চাকরি করি। প্রায় সাড়ে তিন বছরের কাছাকাছি। আমাদের অফিসটা ছিল টাইগারপাস হয়ে একটু ভিতরের দিকে। জায়গাটার নাম আমবাগান বলে। কেউ যদি অফিসটা না দেখে থাকে তাহলে হয়তো বা বিশ্বাসই করতে পারবেনা ভিতরটা কতটা সুন্দর। দুই পাশে পাহাড় রাস্তার পাশ গেছে অফিস। কোম্পানির পরিচালকদের রয়েছে খুব সুন্দর সুন্দর অনেকগুলো বাংলো।
![]() |
---|
ইক্যাব যখন শুরু হয় তার আগে আমরা চট্টগ্রামে চট্টগ্রাম ই-কমার্স অ্যাসোসিয়েশন নামে একটি গ্রুপ ওপেন করি। পরবর্তীতে ই ক্যাবের তখনকার কমিটি আমাদের সাথে যোগাযোগ করে চট্টগ্রামে ইকাবের একটি মিটিং আয়োজন করার জন্য। সে সময় চট্টগ্রামের বেশ কয়েকজন ই-কমার্স ব্যবসায়ী উদ্যোগ নিয়ে একটি মিটিং এর আয়োজন করা হয়। সেখানে সে সময়ের সভাপতি রাজিব স্যার উপস্থিত ছিলেন। পাশাপাশি আরো কয়েকজন উপস্থিত ছিল যারা বর্তমানে এখনো ইক্যাবের বিভিন্ন কমিটিতে রয়েছে।
![]() |
---|
একে খান ওয়াটার হেলথ কোম্পানির মূল প্রডাক্ট ছিল জার ড্রিংকিং ওয়াটার অর্থাৎ আমরা যে ২০ লিঃ পানির বড় বড় বোতল গুলো দেখি সেই বোতল পানি । পাশাপাশি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বিক্রি করত। আমাদের যে সকল কাস্টমার সারা মাসে পানি নিত, মাসে শেষে তাদের কাছে বিলগুলো তৈরি করে পৌঁছাতে হতো। যদিও এটা একাউন্টস এর কাজ তারপর আমরা সেলস টিম একাউন্টস টিমকে সহযোগিতা করার জন্য কিছু কিছু বিল তৈরি করে দিতাম।
![]() |
---|
আমার বন্ধু তারেক। তার সাথে মূলত পরিচয় ইউনিভার্সিটিতে। বেশ চঞ্চল ফানি টাইপের মানুষটি প্রায় সময় আমাকে টি শার্ট বিভিন্ন উপহার কিনে দিবে বলতো। দীর্ঘ সময় যখন কিনে দিচ্ছিল না বাকি বন্ধুরা সেগুলো নিয়ে তার সাথে মজা নিত। তো ভার্সিটির লাইভ শেষ করে সে জয়েন করে ব্যাংকে। বর্তমানে আছে ঢাকায়। তখন আমিও চিটাগাং জব করতেছিলাম। ঢাকা থেকে ছুটিতে যখন চট্টগ্রাম এসেছিল তখন একদিন আমাকে ট্রিট দিতে ফিনলে স্কয়ারে নিয়ে যায়।
![]() |
---|
একটু আগেই আপনাদেরকে জানিয়েছিলাম আমাদের অনলাইন পত্রিকার কথা এবং সেটার একটি কমিটির কথা। প্রতি মাসে আমরা যে মাসিক সভা গুলা আয়োজন করি তার আগে আমরা প্রাইমারি ভাবে কয়েকজন নিয়ে মিটিং করি সে রকমই একটি মিটিং এখানে চলছিল।
![]() |
---|
২০১৫-১৬ দিকে আমরা কয়েকজন বন্ধু মিলে মৌসুমী আবাসিক চট্টগ্রামে একটি ডিপার্টমেন্টাল স্টোর চালু করেছিলাম। যেহেতু আমরা যারা এটার মালিক ছিলাম সবাই চাকরিজীবী হওয়াতে খুব একটা বেশি এখানে সময় দিতে পারতাম না। আমি বিকাল অফিস শেষ করে এসে বসতাম। পরবর্তীতে বড় ধরনের লস হয় আমাদের এবং আমরা ডিপার্টমেন্টাল স্টোর টি বন্ধ করে দেই।
![]() |
---|
১৬-১৭ সালের দিকে আমরা একবার চাঁদপুরে নৌভ্রমণ যাওয়ার পরিকল্পনা করি। ঢাকা থেকে একটা কোম্পানির মাধ্যমে। সেই উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ঢাকা যাই এবং যথারীতি নির্দিষ্ট দিনে ঢাকা থেকে লঞ্চ চাঁদপুরের দিকে রওনা করে। যদিও যাত্রা শুরু করতে একটু দেরি হয়ে যায় কারণ অনেক সদস্য আসতে দেরি করে। মোটামুটি মাঝপথে আসার পর আকাশের পরিস্থিতি খারাপ হয়ে আসে, সাগরও একটু উত্তাল ভাব দেখা দেয়। তখন সিদ্ধান্ত হয় আমরা আর সামনের দিকে যাব না কারণ আমাদের আবার ফিরে আসার পরিকল্পনা ছিল। শেষ পর্যন্ত আর চাঁদপুর ভ্রমণ করা হলো না। সাগরের মাঝপথ থেকে আমরা ফিরে আসি।
এই কনটেস্টে জয়েন করার মাধ্যমে পুরনো কিছু স্মৃতি আবার নতুন করে মনে পড়ে গেল। ধন্যবাদ জানাই এই কমিউনিটিকে এ ধরনের একটি কনটেস্ট আয়োজন করার জন্য এবং আমাদেরকে আবার আমাদের ফেলে আসা দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য।
Post Category | Contest |
---|---|
Device-Camera | Redmi Note 9s |
Photographer | @joynalabedin |
Community | Steem For Betterlife |
ধন্যবাদ সবাইকে
Apnr memory share er blog e jader mention korechen tader karo sathe apne memory nai. Tobe apnr presentation ta khub sundor hoise.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit