Reflective contest : Biggest accident of my life.

in hive-153970 •  6 months ago 

Memories Photo Collage.png

  • প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি বেশ আনন্দিত।এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে তাই, @goodybest ম্যাম কে অসংখ্য ধন্যবাদ জানাই।

শেয়ার করতে যাচ্ছি, আমার মনে থাকা সবচেয়ে বড় দুর্ঘটনার কথা।এবং প্রতিনিয়ত আয়নার সামনে দাঁড়ালে নিজে কে নিজে মনে করিয়ে দেই সেই দুর্ঘটনার কথা টি। চলুন শেয়ার করছি।

আমার বয়স তখন, ৬ বছর আমার বাবা তখন একটা কোম্পানি তে চাকরি করছিলেন সেই সূত্রেই ঢাকায় থাকা,একবার দেশের বাড়ি মানে, আমার দাদা বাড়ি থেকে ঈদের ছুটি কাটিয়ে আমি আর আমার আম্মু ঢাকায় ফিরছিলাম।

ফরিদপুরে, আসার পথে আমাদের গাড়িটি কে একটা মাল ভর্তি ট্রাক ধাক্কা দিয়ে একটা পুকুরে ফেলে দিয়েছিলো।এত জোরে ধাক্কা টা দেওয়া হয়েছিলো যে জানালা দিয়ে আমি পুকুরের মধ্যে পড়ে গিয়েছিলাম,অন্যদিকে আমার আম্মুর বুকে এত বেশি চাপা লেগেছিলো, যে জ্ঞান হারানোর মতো অবস্থায় ছিলো।

মায়ের তার শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত তার সন্তানদের কে আগলে রাখে,ঠিক ওই অবস্থায় আমার মা পুকুরে নেমে তার শাড়ির আঁচল দিয়ে আমাকে খুঁজছিলো,বেশ কিছু টা সময় পরে আমার মা তার হাতের মধ্যে আমাকে পেয়েছিলো।এবং ওই সময় আমার মা মানুষের সাহায্য নিয়ে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছিলো।

তবে, ডাক্তার আমাকে দেখেই নাকি বলে দিয়েছিলো এই বাচ্চা আর বেঁচে নেই,,তখন আমার মা ডাক্তারের পায়ে পড়ে অনেক আকুতি মিনতি করালো।এবং আমার মা বলছিলো আমার সন্তান বেঁচে আছে। ঠিক তারপরে ডাক্তার আমাকে গরম পানি দিয়ে গোসল করিয়ে ছিলেন। আর তারপরে নাকি আমি একটা শ্বাস নিয়েছিলাম,এরপরে শুরু হলো আমার চিকিৎসা করা।

আমার মাথার এই কাটা দাগ টা তখনের দুর্ঘটনার ১৪ টা সেলাই লেগেছিলো আমার মাথায়,যদিও দাগ টা এখন ছোট হয়ে গিয়েছে।আমি বড় হওয়ার সাথে সাথে তবে, ছোট বেলা আরও বেশি বড় ছিলো। বেশ অনেক দিন চিকিৎসা নেওয়ার পরে আমি কথা বলে ছিলাম।সুস্থ হয়েছিলাম। আমি যখনই নিজেকে আয়নায় দেখি তখনই আমার ওই দুর্ঘটনার কথা মনে পড়ে।

সৃষ্টিকর্তার কাছে সব সময় আমি কৃতজ্ঞতা প্রকাশ করি।তার এই সুন্দর পৃথিবী দেখার জন্য হয়তো তখন তিনি আমাকে বাঁচিয়ে রেখেছিলেন।নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে করি।আমি আমার জীবনের এই দুর্ঘটনাটির কথা কখনোই ভুলবো না। এটা সব সময় আমার ভিতর টা কে নাড়িয়ে তোলে,এই প্রতিযোগিতার মাধ্যমে আমি আমার এই গল্পটি শেয়ার করতে পেরে ভীষণ উপভোগ করছি।

আমি আমার এই দুর্ঘটনা থেকে অনেক শিখেছি,এবং বন্ধুদের বলতে চাই বিশেষ করে যখন আপনারা রাস্তায় চলাচল করবেন, সবাই সতর্কতা অবলম্বন করে চলবেন।সবাই ভাল থাকবেন, সাবধানে থাকবেন।

  • যাবার আগে আমি আমার প্রিয় বন্ধুদের আমন্ত্রণ জানাই, @sayeedasultana,@shohana1,@stef1 এবং বলতে চাই তাদের মতামত গুলো শেয়ার করার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

আপনারা ঈদের ছুটিতে দেশে যাওয়ার সময় আপনাদর বাস্কে মাল ভর্তি ট্রাক এসেধাক্কা দেয়ার কারণে আপনি ছিটকে পুকুরে পরে যান আর আপনার মা বুকে অনেক ব্যাথা পান।

কিন্তু আপনার মা নিজের ব্যাথাকে দূরে ঠেলে আপনাকে খুঁজে বের করে হসপিটালে নিয়ে যান চিকিৎসার জন্য আর ডাক্তার এসে বলে আপনার বাচ্চা বেঁচে নেই। এই ভয়ঙ্কর এক্সিডেন্টের গল্পটি আমাদের মাঝে শেয়ার করেছেন।
আমাকে মেনশন দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

I'm glad that you make It, you're right we need to be vigilant on the road, treating everyone, especially the drivers as mad person. Thanks for sharing your experience with us success!