আসসালামু আলাইকুম /আদাব |
---|
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টি কর্তার কৃপায় সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানীতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আমার প্রিয় খেলা সম্পের্ক শেয়ার করবো। সবাইকে মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো ।
অসংখ্য ধন্যবাদ এই কমিউনিটির সম্মানিত বড় @sofian88 ভাইকে। যিনি আমাদের জন্য এরকম একটা প্রতিযোগিতার ব্যবস্থা করে দিছেন। আর সেই প্রতিযোগিতার বিষয়বস্তু হলো আমার প্রিয় খেলা সম্পর্কে।
ইনশাল্লাহ আমি এই কমিউনিটির দেওয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টায়, আপনাদের সামনে আমার প্রিয় খেলা সম্পর্কে সুন্দর ভাবে উপস্থাপন করবো ।
তুমি কি খেলাধুলা পছন্দ কর? ব্যাখ্যা করা! |
---|
দুনিয়াতে খেলাধুলা পছন্দ করেনা, এমন মানব এ জগতে কম-ই আছে। খেলাধুলা যেমন আনন্দ দেয়, তেমন সুস্থ জীবনও উপহার দেয়। আমি আমার জীবনে খেলাধুলাকে বেশিই প্রায়োরিটি দিয়েছি। তাই বলে পড়াশোনা বাদ দিয়ে? নাহ, পড়াশোনা ছারাও ঘুরাঘুরি, বিভিন্ন রকমের কাজ কর্মের উপর কম সময় দিয়ে এই খেলাধুলাতেই বেশি মনোযোগী ছিলাম।
আমি জানিনা কেন আমি খেলাধুলাকে এত বেশি পছন্দ করি, ছোট বেলা থেকেই এমন ভাবে বেড়ে উঠেছি যে সর্বদা বন্ধু-বান্ধবের সাথেই কেটেছে। স্কুল থেকে বাড়ি ফিরতেই খেলাধুলা শুরু করতাম, ক্রিকেট, ফুটবল,গোঁলাছুট, দৌড়াদৌড়ি ও বিভিন্ন রকমের খেলা। ছোট বেলা থেকেই এমন খেলার স্বভাব-অভ্যাসের কারনেই আজও হয়তো খেলা প্রিয় রয়ে গেছে আমার।
আমাদের সাথে আপনার প্রিয় খেলা শেয়ার করুন, আপনি এই ধরনের খেলা কিভাবে উপভোগ করেছেন. |
---|
অনেক ধরনের খেলা থাকে, তার মধ্যে অনেকের অনেক খেলা প্রিয় হয়ে থাকে, আর আমারও সেই প্রিয় খেলাটি হলো ক্রিকেট। ছোট বেলা সব খেলা খেললেও ক্রিকেট খেলার আনন্দ আলাদাভাবে কাটাতাম। আমার শৈশবের বড় অংশ এই ক্রিকেট খেলাতেই কেটেছে।
যেমন খেলা উপভোগ করেছি তেমন খেলা দেখতেও আনন্দ উপভোগ করেছি। এখন আমার বয়স ২৪ বসর। কিন্তু এখনো সেই ক্রিকেট খেলা বাদ দেই নি। বর্তমানে আমি একটি মাদ্রাসার শিক্ষক। ইতি পুর্বে আমাদের মাদ্রাসা ও পাশের অন্য একটি মাদ্রাসার শিক্ষকগন মিলে ক্রিকেট খেলি। শিক্ষক বলতে কেউ ভাইবেন না যে সব বয়স্ক। আসলে সবাই ৩০ বসর বয়সের মধ্যেই।
যাইহোক সেই খেলাতে আমরা জিতেছিলাম। কারন আমার ব্যক্তিগত রান-ই ছিলো ৭৩ রান। সুন্দর একটা জয় এনে দিয়েছিলাম, আমাদের দলকে। আমি এই খেলাটিকে সুন্দর ভাবে ব্যাটিং ও বোলিং করে ক্রিকেটকে উপভোগ করেছিলাম।
ওহ আপনার প্রিয় ক্রীড়াবিদ? ব্যাখ্যা করা! |
---|
আমার প্রিয় খেলোয়াড় হিসেবে অবশ্যই বেঁছে নেবো আমাদের দেশের বড় কৃতিত্ব, সারাবিশ্বের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তার ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অসাধারণ ভাবে সবার আকষ্মিক। দলের যখন রানের দরকার হয় তার ব্যাটিং লাইন অসাধারণ।
দলের যখন উইকেট দরকার হয় তখন তার অমাইক বোলিং একশনে হারিয়ে দিতে সক্ষম হয় অপর দলকে। নিজেকে এবং নিজের দলকে তিনি সফলতার দারপ্রান্তে পৌছাতে সর্বাত্মক চেষ্টা করেন।
খেলার পাশাপাশি তার ভক্তদেরকেও সময় দেন, তার ভেতরটাও অনেকটা পরিষ্কার। ক্রিকেট সামলানো, ভক্ত সামলানো মিডিয়াকে সামলানো, নিজের বিজনেসকেও সামলানোরও ক্ষমতা রাখেন এই অলরাউন্ডার।
সর্বশেষ আমি আমাদের কমিউনিটির কনটেস্টে অংশগ্রহণ করার জন্য, আমি আমার স্টিমিয়ান বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। @baizid123, @farhan456 এবং @hafizur46n তাদেরকে আমাদের সাথে ভাগ করে নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।
10% Payout to @worldsmile
বন্ধুরা, আজ আর লিখছিনা। আজ এপর্যন্তই লিখে ইতি টানলাম। আবারও দেখা হবে অন্য কোন দিন, অন্য কোন টপিক নিয়ে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম / আদাব।
Thank you for your participation in the Contest: Share Your Favorite Sport Season #3
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit