Contest - My Goals for 2024.

in hive-153970 •  last year  (edited)
New Year's Eve Stream.png
Made by Canva

Hello,

Everyone.

আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সকলে ভালো আছেন এবং আমিও সকলের আশীর্বাদ নিয়ে ভালো আছি। সৃষ্টিকর্তা আমাদের মানবজাতিকে সৃষ্টির সেরা জীব হিসেবে খুব যত্ন করে তৈরি করেছেন ।আমার বিশ্বাস ,আমাদের জন্মের আগ থেকে যে কোন একটি উদ্দেশ্য নিয়ে আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাইতো অন্যান্য প্রাণীর থেকে মানব জাতির বুদ্ধিমত্তা শক্তি বেশি দিয়েছেন ।
pexels-viridiana-rivera-19797311.jpg
Source

প্রতিটি মানুষেই তাই সেরা কিছু হবার একটি লক্ষ্য থাকে। আমি বিশ্বাস করি, যে মানুষের জীবনের কোন লক্ষ্য নেই সে হয়তো বা দেবতা না হয় পাগল ।তাই নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে একটি শুদ্ধ ও স্বচ্ছ লক্ষ্য থাকা উচিত। আর সেই লক্ষ্য অনুসরণ করে চললেই আমাদের জীবনকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারব। আর এই নতুন বছরে প্রথম প্রতিযোগিতা ।এত সুন্দর একটি বিষয়” 2024 এর জন্য আমার লক্ষ্য" নির্বাচন করা হয়েছে যা আমাদের সবার জীবনের সাথে জড়িয়ে আছে। আমি সেজন্য ধন্যবাদ জানাতে চাচ্ছি STEM FOR BETTERLIFE সম্প্রদায়কে এবং @shiftitamanna ম্যামকে।

আমি বাংলাদেশ থেকে @muktaseo আমার এন্ট্রি পোস্ট নিয়ে এসেছি ।আমি বাংলাদেশী এবং ”বাংলা” আমার মাতৃভাষা। বাংলাতে আমি কথা বলতে এবং লিখতেও ভালোবাসি তাই আমি বাংলা ভাষায় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি । প্রতিযোগিতায় অংশগ্রহণ করার শুরুতেই আমি নিয়ম অনুসারে তিনজন বন্ধুদের @dequeen,@zakkir,@ comandoyeya কে এই আকর্ষণীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ।আশা করি তারা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে তাদের মতামত আমাদের সাথে শেয়ার করবেন

✅ 2024 সালের জন্য আপনার লক্ষ্যগুলি কী কী যা আপনি অর্জন করতে চান?

আমরা যেহেতু মানুষ গুলো ভিন্ন তাই আমাদের লক্ষ্য ভিন্ন হয়ে থাকে । সবার লক্ষ্য এক হয় না। লোক ভেদাভেদ অনুযায়ী লক্ষ্য ভিন্ন হয়ে থাকে ।আমার জীবনে কিছু লক্ষ্য আছে ।আমি জানিনা তা কতটা পূর্ণ করতে পারব তারপরও সর্বদা চেষ্টা করি আমার সেই লক্ষ্য অর্জন করার ।সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ও আমার প্রচেষ্টায় আমি একদিন সফল হতে পারব ।ছোটবেলা বাবার মুখে অনেক শুনেছি যে ”জীবনে সফল হতে হলে নির্দিষ্ট একটি লক্ষ্য নিয়ে আগাতে হবে”।

IMG20240114161422.jpg
চেষ্টা করব ২০২৪ সালে এটা শেষ করার

আমি ঘর সাজাতে খুব পছন্দ করি তাইতো ঘর সাজানোর জন্য বিভিন্ন রকম হস্তশিল্পের কাজ করে থাকি। এই ওয়ালমেট আমি ২০২০ সালে কাজ শুরু করেছিলাম কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে এটা এখনো শেষ করতে পারিনি ।আমি চেষ্টা করব ২০২৪ সালের ভিতরে এটা শেষ করার। তার সাথে নিজে সুস্থ থাকবো এবং আমার পরিবারের সকল সদস্যদেরকে সুস্থ রাখার চেষ্টা করব ।

আমার প্রিয় স্টিমিক প্ল্যাটফর্মে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং আমার একটি নিজের পরিচয় তৈরি করা ।

pexels-tima-miroshnichenko-10625976.jpg
Source
✅ এই লক্ষ্যগুলি অর্জনের জন্য আপনার কৌশলগত পরিকল্পনা কী?

আমি মনে করি সৃষ্টিকর্তা সহায় থাকলে ও আমি পরিশ্রমী হতে পারলে অবশ্যই আমার লক্ষ্য অর্জন করতে পারব ।তাইতো ,সংসারের কাজের মাঝে নিজের জন্য একটু সময় বের করা এবং সেই সময়টুকু আমি এই স্টিমিট প্ল্যাটফর্মের জন্য ব্যয় করতে চাই ।

✅ আপনি যখন লক্ষ্য অর্জন করবেন তখন আপনার জীবনে কোন পরিবর্তন আসবে বলে আশা করেন?
pexels-matthias-groeneveld-4200740.jpg
Source

সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমার লক্ষ্য যদি অর্জন করতে পারি তাহলে প্রথম পরিবর্তন আসবে আমার পরিচয়ের। কারণ আমি এখন একজন গৃহিণী ,একটি সন্তানের মা ,আর্মি বাবুর স্ত্রী এই হিসেবে সবাই আমাকে চিনে । তাদের পরিচয় ছাড়া আমার নিজের একটি পরিচয়ে আমি পরিচিত হতে পারব সমাজে। আমাদের প্রতিটি মেয়েরই উচিত তার নিজের একটি পরিচয় তৈরি করা । স্বামীর পরিচয় বা বাবার পরিচয় নয়, নিজস্ব একটা পরিচয় তৈরি করা ।আমি প্রতিষ্ঠিত হতে পারলে আমি যাব আমার মত আরও যারা গৃহিনী আছে তাদেরকেও উৎসাহিত করব ।

✅ লক্ষ্যগুলি কি আপনাকে সামগ্রিকভাবে আপনার সফল জীবন নির্ধারণ করতে সাহায্য করবে?

আসলে আমাদের চাহিদার শেষ বলতে কিছুই নেই। আমরা যত পেয়ে থাকি তত আমাদের চাহিদা বেড়ে যায় । আমি একজন সাধারণ গৃহিণী তাই আমার চাহিদাও খুবই সাধারণ ।হ্যাঁ আমি বিশ্বাস করি আমার এই লক্ষ্যগুলো সামরিকভাবে আমার সফল জীবন নির্ধারণ করতে সাহায্য করবে।

মানুষ একটা বয়সে এসে অনুভব করে তার কিছু করা উচিত ।তার বেকারত্ব তাকে খুব কষ্ট দেয় ।তাকে সমাজ ও পরিবার সবকিছু থেকে যেন একা করে দেয় । যদি তার একটি কর্মস্থান থাকে তখন সে আর এই একাকীত্ব বোধ করেনা ।তার এই কাজই তাকে জীবন আরো সুন্দর করতে সাহায্য করে । তেমনি একজন গৃহিণী সারাদিন সংসার ,স্বামী ও পরিবারের সবার পিছনে সময় দিতে দিতে সে দিন শেষে একাই হয়ে যায় ।আর সেই একাকীত্ব দূর করার জন্য তার নিজের একটা পরিচয় দরকার । একজন সফল নারী হতে হলে অবশ্যই তাকে নিজের একটি পরিচয় গড়ে নিতে হবে।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

আমি সকল প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করেছি । বন্ধুদের ২০২৪ সালের লক্ষ্য জানার অপেক্ষায় রইলাম।এখানেই বিদায় নিচ্ছি ।নিজে ভালো থাকুন পরিবারকে ভালোরাখুন ।


25% to @null to support #burnsteem25
10% of this payout for @worldsmile

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

Thank you.

It is important for each of us to have a goal in life. I think a life without a goal and a boat without a meeting are the same. Just as a boat has no destination without a goal, life has no destination without a goal. I want your goals to be fulfilled. And may you live a healthy and beautiful life.

আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি সম্পূর্ণ পড়েছেন এবং সুন্দর একটি মন্তব্য করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আমাদের জীবনে যদি লক্ষ্য না থাকে তাহলে আমরা সুন্দর জীবনের কখনোই সন্ধান পাবো না ।অন্ধকারে ঢিল ছাড়া থেকে ভালো হবে লক্ষ্য নিশ্চিত করে এগিয়ে যাওয়া । তাহলে আমাদের জীবনধারা খুব সহজ হয়ে যায় ।আমাদের চেষ্টা করতে হবে এবং সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে ।তবে আমরা নিজে সুখী হতে পারবে এবং আমাদের পরিবারকেও সুখী করে রাখতে পারব ।

  • CASH OUTS: 7 STEEM
  • POWER UPs: 142 STEEM

DescriptionInformation
Plagiarism Free
#steemexclusive
Bot Free
Benefeciaryburnsteem25 ✅
@worldsmile
@steembetterlife
Status ClubClub75
AI Article✅ Original (Human text!)
I invite you to support @pennsif.witness for growth across the whole platform through robust communication at all levels and targeted high-yield developments with the resources available.

Click Here

Thank you, Sir.

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। সত্যি কথা বলতে যদি নিজের ইচ্ছাগুলো পূরণ হয়। তাহলে এমনিতেই ভালো লাগে আর নিজের আলাদা একটা পরিচয় পাওয়া খুবই গুরুত্বপূর্ণ।

সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার প্রত্যেকটা ইচ্ছে পূরণ হোক। এবং আপনার আলাদা একটা পরিচয় হোক। ২০২৪ সালে আপনি যে কাজ হাতে নিয়েছেন সেই কাজ সম্পূর্ণ হোক। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।