Betterlife || The Diary game 05-01-2024 || Hangout With My Best Buddies

in hive-153970 •  last year  (edited)

আসসালামু আলাইকুম !

আশা করি আপনারা সবাই ভাল আছেন । আমিও আল্লাহর রহমতে ভাল আছি । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গতকালের কিছু ভাল সময় কাটানো মুহূর্ত। গতকাল ছিল শুক্রবার, আর আমার অফিস খোলা ছিল কারণ সামনে নির্বাচনের জন্য আমার অফিস একদিন খোলা রেখে দুই দিন বন্ধ দিয়েছে। কালকে আমি সাড়ে পাঁচটার দিকে বের হয়ে যায় আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে।যেহেতু গতকালকে রাস্তা একদমই ফাঁকা ছিল সেহেতু আমরা তিনজন মিলে বুদ্ধি করলাম যে আমরা একটা হ্যাংআউট করবো। আমি ছয়টার দিকে তার শোরুমে যাই। আমার বন্ধুর গাড়ির শোরুম আছে আসাদ গেটে, আমরা যদি দেখা করি তাহলে এখানেই দেখা করি।

আমার বন্ধুর নাম বুলবুল আহমেদ তুহিন, ও গাড়ির বিজনেস করে, যেহেতু আরেক বন্ধু আসতে দেরি করছিল, তাই আমরা দুজন মিলে কিছুক্ষণ গল্প করলাম এবং তার কিছুক্ষণ পর আমার আরেক বন্ধু নাম আহসান অন্তু সে এসে হাজির হলো ।

IMG_4250.JPG

তখন সন্ধ্যা বেলা ছিল আমার আর অন্তুর অনেক খিদে পেয়েছিল । আমি আর অন্তু ঠিক করলাম যে, আমরা কিছু নাস্তা করে আসি। তুহিন যেতে পারে নাই কারণ তার কাস্টমার সেখানে ছিল। আমি আর অন্তু তখন যেয়ে নাচোস তার মোমো খেলাম। আমরা এখানে প্রায়ই এসে মোমো খাই এখানকার মোমো খুবই সুস্বাদু আমার খেতে খুবই ভালো লাগে তারপর খাওয়া-দাওয়া শেষ করে আমরা আবার শোরুমে যাই।

IMG_4252.JPG

IMG_4254.JPG

IMG_4255.JPG

সেখানে কিছুক্ষণ গল্প করার পরে আমরা সিদ্ধান্ত নেই , আমরা ক্রিকেট খেলব আমরা মাঝেমধ্যেই সেখানে রাত্রেবেলা ক্রিকেট খেলি।

IMG_4257.JPG

খেলা শেষ করার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে, আমরা রাতের ডিনার করে তারপরে বাসায় যাব আমরা আমাদের সুপরিচিত একটা রেস্টুরেন্টে গেলাম নাম ডেক থার্টিন। সেখানে আমরা মাঝেমধ্যেই খেতাম, এখন সবার সময় হয় না দেখে যাওয়া হয় না আমরা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম সেখানকার খাবার মেনু গুলি খুবই সুস্বাদু ছিল আমরা প্রায় খেতাম। আমরা আমাদের পছন্দের খাবার খেলাম।

IMG_1964.JPG

IMG_1965.JPG

খাবার খেতে খেতে আমরা সবাই খুব মজা করলাম এবং আমাদের পুরনো দিনের কিছু স্মৃতি শেয়ার করলাম অনেক হাসাহাসি করলাম এবং খাবার শেষ করলাম তখন ঘরিতে সাড়ে দশটা। যেহেতু শীতের রাত অনেক দেরি হয়ে যাচ্ছে তাই আমরা সবাই বাড়ি যাওয়ার চিন্তা-ভাবনা করলাম এবং যে যার বাইক নিয়ে একটা সেলফি তুললাম এবং নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।

IMG_4266.JPG

এই ছিল কালকের আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়ার গল্প। আমি আবার নতুন কিছু নিয়ে আপনাদের সাথে হাজির হব নতুন গল্পে, সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভাল থাকি। আর নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি।

আল্লাহ হাফেজ।

Achievements 1 Post Link

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you very much for publishing your post in Steem For Betterlife Community. We encourage you to keep posting your quality content and support each other in the community.

DescriptionInformation
Verified User
Club StatusNo Club
Plagiarism Free
AI Article Free
#steemexclusive
Bot Free
Beneficiaries
#burnsteem25
Community
Charity

null 25%❌
steembetterlife ❌
worldsmile❌


I invite you to support @pennsif.witness to grow across the whole platform through robust communication at all levels and targeted high-yield developments with the resources available.

Click Here