ঈদ ভ্রমণ ২০২১
১৯ই মে ২০২১
আমার প্রিয় স্টিমিয়ান
সবাইকেই জানাই পবিত্র ঈদ ঊল ফিতরের শুভেচ্ছা।
কেমন আছেন সবাই??
আশা করি সবাই ভাল আছেন।
আমি @adz-labib আছি আপনাদের সাথে।
আজ আমি এবং আমার কয়েকজন কাছের বন্ধুরা মিলে গিয়েছিলাম ইশ্বরগঞ্জ। সেখানে আমার আরেক বন্ধুর বাড়ি। মুলত ঈদ উপলক্ষে দাওয়াত ছিল তাদের বাড়িতে। আজ আমি লিখব আমার আজকের সারা দিন নিয়ে।
- আমার এখন আছি ত্রিশাল উপজেলার বালিপাড়া সেতুর উপর। সেতুটি ব্রক্ষপুত্র নদের উপর নির্মিত। যাত্রাপথে সেতুর উপর দাঁড়িয়ে একটা গ্রুপ সেলফি তুলে নিলাম আমি।
- সাথে নিয়েছিলাম রসমালাই এবং ধই। গফরগাঁও এর বিখ্যাত টাংগাইল সুইট মিট এর রসমালাই।
- যাত্রাপথে প্রায় ৪০মিনিট অতিক্রম করে আমরা পোঁছে যাই আমাদের গন্তব্যে। অতঃপর সামান্য বিশ্রামরত আমারা।
- তারপর আমাদেরকে প্রথম আপ্যায়ন করা হয় শরবত দিয়ে। গ্রীষ্মের প্রচণ্ড গরমে যা আমাদের এনে দেয় এক প্রকার প্রশান্তি।
- শরবতের গ্লাস হাতে আমি এবং পেছনে উকি দিচ্ছে বন্ধু রাজিব।
- তারপর আমাদের জন্য নিয়ে আসা হয় নুডলস এবং সেমাই। যদিও এই গরমে আমি দুইটি আইটেম ই স্কিপ করতে চেয়েছিলাম।
- পছন্দের নুডলস বেশ ভাল করেই গলাধঃকরণ করছে বন্ধু @auntor95
- সেমাই না খেয়ে হাত খাচ্ছে @alifalashikcse
- কিছুক্ষণ বিশ্রামের পর আমাদের জন্য আয়োজন করা হয় দুপুরের খাবারের। খাবারের মেন্যুটি ছিল বেশ লম্বা। বড় মাছ ভাজা, ডিমের কোরমা, মুরগী রোস্ট, গরুর মাংস, ডাল এবং পায়েস।
- দেশীয় মুরগীর রোস্ট গুলো দেখতে যেমন সুন্দর খেতেও ছিল সুস্বাদু।
- বড় মাছের ভাজা টুকরা গুলো এখনো মুখে লেগে আছে।
- না খেতে পেরে অনেকটা জমতে থাকা আমার খাবার প্লেট।
- অতিরিক্ত গলাধঃকরণ করে সবাই ক্লান্ত হয়ে বিশ্রামরত।
- পরন্ত বিকেলে বন্ধুর বাড়িতে এক দিনের সফর শেষ করে ফিরে আসি আমরা। পথিমধ্যে চা-পানের বিড়তিতে বালিপাড়া বাজারে একটি চায়ের দোকানের সামনে আমরা।
ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ব্লগ টি পড়ার জন্য। আশা করি আমার ব্লগ টি আপনাদের ভাল লেগেছে।
CC : @rex-sumon
♥ Thank to all of you ♥
@adz-labib
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit